![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!
এমন হয় কেন?
কেনটা বুঝতে যেয়ে
তোর সাজানো প্রণয়ের খেলায় আবার হারাই।
কেন-তে ব্যাড়ে যায় তোর ভাবনা
পাবনা, নাকি তোর ভাবনায় ভাববো আমাকে।
তুই শুধু বলেছিলি; তোর চোখে আমি ডুবতে
তোর চোখে মর চোখ রেখে তৃষ্ণা মেটাতে।
আমি তোর চোখের তৃষ্ণা খুঁজে বুঝেছি তোর তৃষ্ণার ধরন
কিন্তু,তুই মিটাসনি বরঞ্চ পান করেছিস আমার খুঁজার বুঝ,
তুই বুঝ নিয়ে বুঝে সাজিয়েছিস অন্যকে তোর মতন
অন্যের তৃষ্ণায় হয়েছিস তুই তৃপ্তি; সে শুষে রোজ।
সঙ্গে তৈরি করে দিয়েছিস আমার মরন।
সর্বস্ব আমার বুদ্ধির বাইরে, কেন ?
কেন-তে আবারও ব্যাড়ে যায় তোর ভাবনা।
পাবনা, নাকি তোর ভাবনায় ভাববো আমাকে।
হৃদয় পুড়ার গন্দ ভেসে উঠেছিল তোর চুমুক দেয়া চা-এ
চা-এর রঙ বাদামি, জীর্ণ এই হৃদয়ের রঙ কাদা মাটির মতো
এরকম কেন ?
তারপরও কেন-তে ব্যাড়ে যায় তোর ভাবনা।
পাবনা, নাকি তোর ভাবনায় ভাববো আমাকে।
তুই কি ভেবেছিলি তুই ছাড়া মুই আওয়ারা, ক্ষেত, নিঃস্ব
তুই কি ভাবিস হারামজাদি তুই ছিলি আমার একমাত্র তুই
যদি ভাবিয়া তাকিস এমন, সত্যি ছিলাম তোর ভাবনায় আমি
তেমন
তা আমার ভাবনায় তুই কেমন; আমি ভেবেছিলাম যেমন !! না...
কেন ?
কেন-তে ব্যাড়ে যায় তোর ভাবনা
ভাবতে ভাবতে খুঁজি " কোথায় গেল সালার ঝাড়ু "
উৎসর্গ করি তোর কপালে !!
©somewhere in net ltd.