![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে কেউ নতুন গ্রুপ খুললে সেটায় একটা একটা করে মেম্বার এড করা অনেক কষ্টের কাজ , তাই আপনাদের কষ্ট কমিয়ে দেওয়ার জন্য আজকের এই পোষ্ট ।।
এক ক্লিকে ফেসবুক গ্রুপে সবাইকে এড করার নিয়ম ।।
১ . প্রথমে আপনি গুগল ক্রম ব্রাউজার থেকে ফেসবুক লগিন করুন ।
২ . যে গ্রুপে মেম্বার এড করবেন সেই গ্রুপে যান ।
৩ . মাউসের ডান পাশে ক্লিক করে অপশনে যান সেখান থেকে inspeet element এ ক্লিক করুন , অথবা ctrl + shift + j চাপুন ।
৪ . যে বক্সটি আসবে সেখান থেকে console এ ক্লিক করুন
৫ . কোডটি পেষ্ট করুন এবং enter প্রেস করুন । (কোডটির লিংক নিচে দেওয়া আছে )
আশাকরি ১০০% কাজ হয়ে যাবে ।।
আপনাদের সুবিধার জন্য একটি ভিডিও টিউটোরিয়াল করা হয়েছে কোন সমস্যা হলে ভিডিওটি দেখতে পারেন আশাকরি ১০০% সফল হবেন ।।
কোডটি রার ফাইল করা আছে এটা ডাউনলোড করে এক্সটেন্ড করে মাইক্সোসফট অফিস দিয়ে ওপেন করুন ।।
কোডটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:২১
ভবোঘুরে মুন্না বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।।
তবে ফেসবুকে জন্য ব্লগে আসা হয়না এটা একদমই ভুল কথা । 2008-2012 এই চার বছর ছিলো সামহয়ারইন ব্লগের স্বর্ণ যুগ কিন্তু সেটা ধরে রাখতে পারেনি মডারেটররা , তাদরে দল কানা এবং অসচ্ছতার কারনে অনেক নামি দামি ব্লগাররা চলে গেছে ব্লগ থেকে এবং সেই থেকেই ফেসবুক জনপ্রিয় বেশি হতে থাকে ।।
২| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৫
জাফরুল মবীন বলেছেন: কাজের পোস্ট।প্রিয়তে নিলাম।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১২
ভবোঘুরে মুন্না বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৪
মনিরা সুলতানা বলেছেন: উপকারী পোস্ট
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৭
ভবোঘুরে মুন্না বলেছেন: ধন্যবাদ মনিরা আপু ।।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ উপকৃত হলাম।
যদিও কোডটা অন্য যায়গায় থেকে নিয়ে আসেছি।
কোড সহ দিয়ে মনে হয় আরো ভালো হতো
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
হাসান ৭৮৬ বলেছেন: সিস্টেমটা কি এখন আর কাজে দেয়?আমি কনসোলে ঢুকে দেখি সাবধান করে যে এখানে কিছু কপি পেস্ট করবেন না।আর পেইজ এ কিছুই নাই এটা ছাড়া।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:০৯
শিপন মোল্লা বলেছেন: ফেসবুকের জন্যে ব্লগেই আজকাল বেশী আসা হয় না অথচ একদিন ছিল ফেসবুকে মাছি উড়তো । ব্লগের সবাই বাসা, ক্যাচাল, ঝগড়া, প্রেম, ভালোবাসা করতো । কিন্ত দিন বদলের বদলায় সেই ফেসবুকেই আজ সবাই থাকে ।
কিছুই নেই বলার তবুও কিছু একটা বলতে হবে বলে হুদাই বলে গেলাম । আবিজাবি যাতা । ভাল থাকবেন।