নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

রামপাল নিয়ে তৃতীয় মুক্তিযুদ্ধ হলো না কেন?

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৬

রামপাল নিয়ে তৃতীয় মুক্তিযুদ্ধ হলো না কেন? শাহবাগের শো ডাউন না হবার কারনই বা কি? অনেকে বলবেন লংমার্চ তো হলো। কিন্তু শাহবাগের উত্তাল দেশপ্রেম উবে গেল? কেন? পিআর কম? টিভি কাভারেজ? স্পন্সরশিপ ছিলনা? খালি ফেসবুকে হৃদয় নিংরানো ভালোবাসার করুন করুন কথাই বললেন সবাই।



কেউ একজন স্কুলে স্কুলে গিয়ে বললনা দেশটার সব থেকে বড় সম্পদ আর থাকছে না। শপথ নেয়া হলো না। গলার রগ ফুলে তুলে কেউ বললনা - ব তে বাংলাদেশ আর স তে সুন্দরবন - আমরা বাংলাদেশ, আমরা বাংলাদেশ।



কি ভয়াবহ বানিজ্যিক আমরা। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, তাই বলে পরিবেশ নিয়েও আমরা একমত হতে পারলাম না?



অদ্ভুত না?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়াবহ বানিজ্যিক আমরা। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, তাই বলে পরিবেশ নিয়েও আমরা একমত হতে পারলাম না?

অদ্ভুত না?

শুধূ অদ্ভুত!!! তারচে বেশী কিছু!!!!!

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭

ইউর হাইনেস বলেছেন: রাজনৈতিক না হয়েও আমরা রাজনৈতিক মতাদর্শ ছাড়তে পারি না। সুবিধাভগী না হয়েও আমরা নির্দ্বিধায় একপক্ষ কে সুবিধা দিয়েই যাই ভাল মন্দ সকল অবস্থায়।। তাহলে ক্যামনে আমাদের সমর্থনপুষ্ট গোষ্টী সমর্থন হারনোর ভয় করবে???
আর হ্যাঁ আরেকটা বিষয় খুবই দরকার তা হল শুধু বলার,শোনার আর লেখার সময় নাই কাজের সময় এসে গেছে।। দলগত সার্থের মিছিলে সামগ্রিক সার্থটাই যেন অগ্রাধিকার পায়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.