নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী ৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিশ্বখ্যাত ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল। শাহবাগের জাতীয় যাদুঘরে দুপুর ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ফেস্টিভ্যালটি উদযাপিত হবে। প্রতিবছর “কেওক্রাডং, বাংলাদেশ” এর পক্ষ থেকে এই ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করা হয়।
পাহাড় জঙ্গল, অভিযান এবং এডভেঞ্চারের এক শ্বাসরুদ্ধকর আন্তর্জাতিক ফিল্ম প্রোডাকশন যার বিস্তৃতি পাহাড় থেকে বরফ আর রক ক্লাইম্বিং থেকে জঙ্গল সাথে ওয়াইল্ডলাইফ। এছাড়াও রয়েছে পরিবেশ আন্দোলন এবং মাউন্টেন স্পোর্টস যেমন স্কিইং, কায়াকিং, স্নোবোর্ডিং, সাইক্লিং সহ আরও অনেক কিছু।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফিল্ম প্রতিযোগিতায় উত্তীর্ণ ছবি, যা অসাধারন সিনেমাটোগ্র্যাফিতে ধারন করে পর্বতের মূলনীতি, উদ্দিপনা এবং উৎসাহ। দেখুন অ্যাওয়ার্ড বিজয়ীদের যারা ক্যামেরায় ধারন করেছে বিভিন্ন আউটডোর স্পোর্টস, নিজেদের অভিজ্ঞতা, বহুজাতিক সংস্কৃতি এবং পরিবেশকে। আসুন, উপভোগ করুন শ্বাসরুদ্ধকর পর্বতের প্রতিকূল পরিবেশ এবং দুঃসাহসিক অভিযানের এক বিশাল সম্ভার।
এই উৎসব যাত্রা পৃথিবীর ৪০ টি দেশে, যার মধ্যে রয়েছে ক্যানাডা, আমেরিকা, ইউরোপ, এশিয়া, দক্ষিন আমেরিকা, আফ্রিকা এবং দক্ষিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। আপনি একজন অভিজ্ঞ পর্বতারোহী হন অথবা শৌখিন অভিযাত্রী হন, আসুন, দেখুন, উপভোগ করুন, শেয়ার করুন এবং নিজেকে অনুপ্রাণিত করুন পর্বতের অভিজ্ঞতা, ধারনা এবং দর্শন থেকে।
ছবির তালিকাঃ
1st Show
Strength in Numbers
Endless Roads
1st Afghan Ski Challenge
Reel Rock 7: Wide Boyz
Lily Shreds Trailside
2nd Show
Wingsuit Downhill Target Punch
Being There
Of Souls and Water:Shapeshifter
Ernest
Reel Rock 7: Honnold 3.0
3rd Show
The Rollerman
Mountains in Motion: Canadian Rockies
Unicorn Sashimi
Last of the Great Unknown
The Gimp Monkeys
4th Show
Industrial Revolutions
Flow Hunters
Moonwalk
Crossing the Ice
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
মুনতাসির বলেছেন: its free for everyone
http://www.kewkradong.com/banff
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
মৈত্রী বলেছেন: Moonwalk
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অবশ্যই যাওয়ার ইচ্ছা পোষন করি।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
সাজিদ ঢাকা বলেছেন: টিকেট নেয়ার ডিরেক্ট লিঙ্ক টা দিয়ে দিতেন , , আমি টিকেট তো নিয়েছিলাম ৫ টা টাইম ছিল এখন ৩ টা হইলো দেখি যাওয়া হয় নাকি , নাইলে ৫ টায় যাবো
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: ভালো তো।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
আমাবর্ষার চাঁদ বলেছেন: সব টিকিট শ্যাষ..............
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
নৈঋত বলেছেন: যাবওওওওওও
০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
মুনতাসির বলেছেন:
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮
আমিনুর রহমান বলেছেন:
চেষ্টা করবো যাবার।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
আমাবর্ষার চাঁদ বলেছেন: টাকা পয়সা কিরাম লাগবো!!???..........