নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে আলাস্কা থেকে টরোন্টো

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৪

২০১৪ সালে আলাস্কা থেকে কানাডার টরোন্টো পর্যন্ত সাইকেল চালানো হয়েছিল। সেই ভ্রমণের দিনপঞ্জি বই আকারে এসেছে। দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বইটি প্রকাশ করেছে।

view this link

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৭

মিরোরডডল বলেছেন:



রকমারি থেকে অনেকখানি পড়লাম। খুব ভালো লাগলো।
ম্যাপেও এক্সপ্লোর করলাম, এতো হিউজ জব ডান B:-)
কগ্রেচুলেশন্স ম্যান!

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৭

মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০০

শেরজা তপন বলেছেন: প্রিয় ব্লগার, ব্লগে আপনি অন্যতম পুরনো একজন ব্লগার- এবং ব্লগের একটা রত্নও বটে! আপনার ঝুলিতে দারুণ রোমাঞ্চকর ও ব্যাতিক্রমী ভ্রমণ গল্প আছে সেগল্পগুলো দিয়ে একসময় আপনি ব্লগ মাতিয়েছেন। আপনার ব্লগে গিয়ে দেখলাম; সম্ভবত এমন আরেকখানা ভ্রমণ কাহিণীর একটা অংশ ধারাবাহিকভাবে আপনি ২০১২ সালে ব্লগে প্রকাশ করেছিলেন। এবার প্রায় পাঁচ বছর বাদে ফিরে আসলেন আপনার বিশেষ একটা গ্রন্থ প্রকাশের খুশীর খবর নিয়ে -সেজন্য আপনাকে অভিনন্দন।
আপনার মত কৃর্তীমান মানুষেরা ব্লগে নিয়মিত হলে আমরা দারুনভাবে উপকৃত হতাম। শুধু একটা বই প্রকাশের খবর দু'লাইনে প্রচারের খবরে আমরা আনন্দিত হলেও কিন্তু বেশ কষ্ট পেলাম! কেন সে বিষয়ে বিস্তারিত আলোচনায় আর নাই-বা গেলাম!

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৪

মুনতাসির বলেছেন: সালাম।

আপনি খুব ঠিক বলেছেন। শুধু বইয়ের কথাটা বলাটা বলার থেকে আরেকটু বেশি কিছু বলার দরকার ছিল। যদিও বইটা আরও আগে প্রকাশিত হয়েছে। ক্ষমা করে দিবেন। আরও বেশ কিছু জায়গায় যাওয়া হয়েছে। লেখাও হয়েছে কিছু। আমার খুব ভাল লাগল যে আপনি বা আপনারা কিছুটা হলেও মনে রেখেছেন। আমি চেষ্টা করবো লেখাগুলো এখানে দিতে।

আপনি ২০১২ এর ভ্রমণের যে কথা বললেন, সেটা আমেরিকার পূর্ব থেকে পশ্চিম উপকূলের, সাইকেলে। তার দিনপঞ্জি আসছে এই মাসে বই আকারে। এক যুগ পর। বেঙ্গল পাবলিকেশনস থেকে।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২

নেওয়াজ আলি বলেছেন: সাফল্য কামনা করি

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২১

মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: কয়েকদিন আগে জানলে হয়ত একটা কপি পেতে পারতাম। আজকেই একজন আত্মীয় আসছেন সৌদীতে। তাকে দিয়ে অনেক বই আনাচ্ছি। আপনারটাও আনা যেতো।

ডিজিটাল (ধরেন কিন্ডেল) কোন মাধ্যমে ছাড়লে জানাবেন। পড়বার চেষ্টা করবো।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬

মুনতাসির বলেছেন: প্রকাশক যদি কখনও ডিজিটাল ফরমেটে বইটা করে, আমি অবশ্যই সেটা আপনার সাথে শেয়ার করব। অনেক ধন্যবাদ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৩

নীল আকাশ বলেছেন: বই প্রকাশের জন্য অভিনন্দন আপনাকে। ব্লগে আপনাকে নিয়মিত দেখার আশা করছি।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই সংগ্রহ করবো এবং পড়বো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.