নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত পরশু রাতে হুট করে চলে গেল ফেসবুক। সেই ধকল সইতে না পেরে সুলতান সাহেব ঘুমিয়ে পরেছিলেন। বার কয়েক লগ ইন করার চেষ্টা বিফল হওয়ায় তার মনে হলো একাউন্ট হ্যাক। না হলে এই তো মিনিট দশেক আগেও কি সুন্দর রীল দেখলেন। সন্ধ্যায় ওর সাথে কথাও হলো। অফিস থেকে বেরুতে বেরুতে, বাসের জন্যে অপেক্ষায় থাকতে থাকতে, বাসে উঠে সীটে বসেও তো কথা হলো ওর সাথে। আজ একটু বাড়াবাড়ি হলো বৈকি। এতদূর যাওয়া হবে ভাবতেও পারেনি সুলতান সাহেব। দুজনের দিক দুদিকে। সময়ের মিলের থেকে অমিলই বেশি। তাই পথে মাঠে ঘাটে ম্যাসেজ্ঞারেই উত্তেজনার প্রসব। সুলতান সাহেব ঢের বুজতে পেরেছেন এই চ্যাট অন্য কেউ দেখলে তার হাতের মঙ্গল রেখা উবে যাবে।
তাই লগ ইন করতে না পারার ভয় তার মনে। কি কুলক্ষনে ব্যাপার। আজই এত প্রেম- ভালাবাসা হলো আর আজই কি না ধরা?
কিন্তু না। বিধির আজ ডান। খুলে গেছে দরজা। চালু আবার! আজ তাই অফিস শেষে বাসের হাত ধরে ঝুলেঝুলে প্রেমলীলা!
কাল্পনিক।
২| ০৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ফেসবুক বাঙ্গালীর প্রাত্যহিক জীবনের অংশ হয়ে গেছে।
আফসোস!
৩| ০৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪৫
এম ডি মুসা বলেছেন: ফেসবুক চালায়না আমার এক বন্ধু শুনে অবাক লাগে কথা সত্য।
০৭ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৩২
মুনতাসির বলেছেন: আমিও চালাই না।
৪| ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: ফেসবুক ছাড়া বাঙ্গালীরা অসহায়।
৫| ০৭ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৪
নাহল তরকারি বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:২২
সোনাগাজী বলেছেন:
ছোট ছোট পৃথিবী বড় বড় কল্পনা।