নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

ধর্ম আর দুর্নীতি - কিভাবে একসাথে চলে!

০৯ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৫৪

প্রশ্নটা রেখে গেলাম। কারো কাছে উত্তর থাকলে জানাবেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২৪ সকাল ১১:০৬

দূর আকাশের নীল তারা বলেছেন: ধর্ম আর দুর্নীতি একসাথে চলে না। ধর্ম দুনীর্তিসহ মদ, সুদ, নারীধর্ষণ নানা কিছু থেকে আমাদের দূরে থাকতে নির্দেশ দিয়েছে। কিন্তু আমরা ধর্মের ২টা নির্দেশ মানি তো ৫টা নির্দেশ মানি না। এখানে ধর্মের তো দোষ দেখি না। দোষ তো আমাদের। অথচ, আমরাই আবার ধর্মকে দোষারোপ করি।

২| ০৯ ই জুলাই, ২০২৪ সকাল ১১:১৭

নতুন বলেছেন: আমাদের উপমহাদেশে মানুষ ধর্ম থেকে মানবতা বোধ শেখে।

অন্যায় করলে পাপ হবে, পাপ হলে দোযখে যাবে।

এখন বিজ্ঞানের অগ্রগতি মানুষের মনে ধর্মের দেওয়া অনিশ্চয়তা এবং সৃস্টিকর্তা ছাড়া উপায় নাই ভয় কেটে যাচ্‌ছে ।

মানুষ যখন ধর্মে বিশ্বাস কম করছে তখন ছোট খাটো গুনাহের কাজে থেমে থাকছেনা।

তাইতো প্রশ্ন পত্রে ফাসের টাকায় মসজিদ বানিয়ে মানুষকে ওমরায় পাঠিয়ে সামাজিক ইমেজ তৌরি করছে।

কিন্তু বিশ্বের অনেক সমাজ মানবতাকে সামনে নিয়ে। সেখানে মানুষ শেখে চুরি করলে করলে মানুষ কস্ট পাবে, মানুষের কস্ট দেওয়া ঠিক না।

বিশ্বে ধর্ম বিশ্বেসর অবস্থা নাজুক তাই মানবতা বেইসড নৈতিক শিক্ষা না এলে শুধুই গুনাহের ভয়ে দূনিতি কমবেনা।

তওবা করে দান খয়রাত করে বেহেস্তের স্টকাট নিতে এখন বড় বড় দূনিতিবাজেরা অনেক বড় ধামিক ভালোমানুষ সমাজে।
সেখানে একজন মানুষ বুঝতে পারছে যে তার সাথে

৩| ০৯ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৩১

ধুলো মেঘ বলেছেন: দূর্নীতি যারা করে - তারা আখিরাতে বিশ্বাস করেনা। তাদের মধ্যে আল্লাহর ভয় একেবারেই নেই। দেখানোর জন্য যতটুকু ধর্মকর্ম করা লাগে, ততটুকুই করে।

৪| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪৫

নাহল তরকারি বলেছেন: এই প্রশ্নের উত্তর আমি দিমু না। আপনি হুজুরদের কাছ থেকে শুনে নিন। কারন হুজুররা ব্লগ পড়েন না। তাই কোন হুজুর হয়তো আপনার ব্লগ পড়ছে না।

৫| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩০

কামাল১৮ বলেছেন: ধর্মে পাপ মোচনের হাজারো পথ বলা আছে।তাই ধার্মীকরা পাপ করতে চিন্তা করে না।মাদ্রাসা তার উত্কৃষ্ট উগাহরন।
সমস্ত জীবনের পাপ মোচন হয়ে যায় হজ্ব করলে।তাই দিন দিন হাজ্বির সংখ্যা বাড়ছে।

৬| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: শিক্ষা এবং দুর্নীতি যেভাবে এক সাথে চলে, ঠিক সেভাবেই ধর্ম এবং দুর্নীতি এক সাথে চলে।

সমস্যা হয়ে যায় আমরা কোন শিক্ষিত লোককে দুর্নীতি করতে দেখলে শিক্ষা নিয়ে প্রশ্ন করি না, কিন্তু ধার্মিক ভান ধরা লোককে দুর্নীতি করতে দেখলে ধর্ম নিয়ে প্রশ্ন করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.