![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ নস্টালজিক তো বটেই। সময় কি করে চলে গেল দেখতে দেখতে। সামুতে লেখার আগে উত্তরসুরী বলে একটা গ্রুপের সাথে যুক্ত ছিলাম। সামুর কথা আমাকে এক বিদেশি বলেছিলেন তখন। কারণটাও অদ্ভুত ছিল। সুনতো (Suunto) কম্পানির একটা ঘড়ি ব্যবহার করতাম আমি বা এখনও করি। এটা ফিনল্যান্ডের একটা ঘড়ি। পাহাড়ে যারা যেতেন তাদের মধ্যে প্রচলিত ছিল বেশ। এই ঘড়িতে একটা বড় ধরনের ব্যটারি ব্যবহার করা হতো। বিদেিশি ভদ্রলোক ছিলেন নরওয়ের। ঢাকায় গ্রামিনফোনে কাজ করতেন। আমি বাংলালিংক এ। উনিও একই ঘড়ি ব্যবহার করতেন কিন্তু তার ঘড়ির ব্যটারি খুজে পাচ্ছিলেন না ঢাকায়। আমার একবন্ধুর মারফত জানতে পারলেন আমিও একই ঘড়ি পরি। সেই শুরু। দেখা হলো লাঞ্চে। উনিই বললেন লেখালিখি যখন করেন তো সামু ট্রাাই করেন।
ট্রাই করলাম। এখনও আছি।
ইফতেকার ভুইয়া সাহেবকে ধন্যবাদ। ওনার পোষ্ট না দেখলে এটা লেখা হতো না।
০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৩
মুনতাসির বলেছেন: বেশ ভাললাগার অনুভুতি ধন্যবাদ।
২| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১:১১
সুলাইমান হোসেন বলেছেন: ২০০৬ সালের ১ জুন সামুতে প্রথম জয়েন করেছিলেন।সামুতে সবচেয়ে কোন সময়ে জমজমাট ছিল?অভিনন্দন জানাচ্ছি
০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১:৫৫
মুনতাসির বলেছেন: আমার ধারনা ফেসবুক ব্যবপক ভাবে প্রশারিত হবার আগ পর্যন্ত। মানে ২০১০ বা তার কিছু আগ পর্যন্ত। তখন আরও অনেক বল্গ ছিল - সচলায়তন, নির্মাণ, মুক্তমনা এর নাম মনে আছে। বাংলা ব্লগের জোয়াড় তখনই। বাংলা ব্লগের জন্য পুরস্কারও ছিল। নামটা মনে পরছে না তবে ঢাকার বাইরের একজন ডি ডাবলিউ একটা এওয়ার্ড পেলেন। বেশ বড় সংবাদ হয়েছিল।
ধন্যবাদ আপনাকে।
৩| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১:১৮
সৈয়দ কুতুব বলেছেন: সামুর কথা আমি ব্লগারদের হত্যাকাণ্ডের পর জেনেছিলাম। একজন ব্লগার আমার বাড়ির সামনের বাড়িতে থাকতেন।
০১ লা জুলাই, ২০২৫ দুপুর ২:০২
মুনতাসির বলেছেন: তার আগে থেকেই ব্লগে প্রতিষ্টা প্রাপ্তীর এক জমজমাট খেলা দেখা গিয়েছিল। কেউ হয়তো কোনো সংবাদপত্রে স্পোর্টস বীট করবতন, কিন্তু ব্লগে একদম অন্য কিছু। যে যত বাজে বকবে, সে তত প্রগতিশীল। সেখানে লজিকের কোন অবস্থান দেখা যেত কম। লেখার কথা লিখছি। মানুষ পড়ছে। বাহবা দিচ্ছে। ফেসবুকের আগে।
সময় ধরা হলে বাংলা ব্লগের সূচনা থেকে আমার দেখা অভিঞ্জতা হয়েছে। যখন ব্লগার হওয়া একটা পদবির মতন ছিল, তখন অনেকেই আর লিখতেন না। কিছুটা অশোভন পরিস্থিতিও ছিল বটে। তাই অনেকেই আর লিখতেন না। কারণ গালাগাল না দিলে লেখা কম পড়ার যে প্রবনতা, সেটা হয়তো সবার ভাল লাগবে না। লাগার কথাও না।
৪| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: গ্রেট।
৫| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১:৫৭
সুলাইমান হোসেন বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: সামুর কথা আমি ব্লগারদের হত্যাকাণ্ডের পর জেনেছিলাম। একজন ব্লগার আমার বাড়ির সামনের বাড়িতে থাকতেন
ব্লগারদেরকে কেন হত্যা করা হয়েছিল?
৬| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ২:৫৫
নতুন নকিব বলেছেন:
আপনার জন্য শুভকামনা।
৭| ০১ লা জুলাই, ২০২৫ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর অনুভূতি স্মৃতি হয়ে থাক
৮| ০১ লা জুলাই, ২০২৫ রাত ৮:২১
কামাল১৮ বলেছেন: আমার সামুতে ডুকার কারণ,কাজ নাই তো খৈ ভাঁজ।আমি লিখিও না আমার পড়ার মতোও কিছু নাই।
০২ রা জুলাই, ২০২৫ সকাল ৮:১৯
মুনতাসির বলেছেন: উপস্থিতির মূল্য আছে। সেটাও বড় ব্যপার। ধন্যবাদ।
৯| ০১ লা জুলাই, ২০২৫ রাত ৮:৩২
খায়রুল আহসান বলেছেন: ছোট্ট পোস্ট, কিন্তু অনেক ভালো লাগল। কিছুটা ইতিহাস জানা হলো তো বলাই যায়। ++
ইফতেখার ভূইয়া এবং আপনাকে, উভয়কে ধন্যবাদ, লিখার জন্য।
০২ রা জুলাই, ২০২৫ সকাল ৮:২৩
মুনতাসির বলেছেন: আপনাকের অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি আপনার গল্পটি লিখুন। এটা একটা পরিবারের মতন।
১০| ০১ লা জুলাই, ২০২৫ রাত ৯:৪৪
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার স্মৃতিচারনমূলক পোস্টের জন্য ++। আমার মতো আপনিও সামুতে দীর্ঘদিন ধরেই আছেন, সে জন্য আপনাকেও বর্ষপূর্তির অভিনন্দন জানাই।
খায়রুল আহসান বলেছেন: ইফতেখার ভূইয়া এবং আপনাকে, উভয়কে ধন্যবাদ, লিখার জন্য।
মন্তব্যের মাধ্যমে আমাদের উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ স্যার।
০২ রা জুলাই, ২০২৫ সকাল ৮:১৮
মুনতাসির বলেছেন: সত্যিই তাই। উৎসাহ পাওয়া যায়। এর মূল্য আছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ আর শান্তিময় হোক আগামী দিন।
১১| ০২ রা জুলাই, ২০২৫ সকাল ৭:৪৯
রোবোট বলেছেন: হুম ২০০৭এ জয়েন করেছিলাম।
১২| ০২ রা জুলাই, ২০২৫ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০২ রা জুলাই, ২০২৫ সকাল ১০:১০
মুনতাসির বলেছেন: হা হা ভাল বলছেন
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১২:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইহা অবশ্যই ইতিহাস।