| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতদিন সামুতে অন্যদের লেখা পড়েছি। পড়ে মাঝে মাঝে মনে হতো মন্তব্য করা উচিৎ। কিন্তু সে উচিৎ কাজটা করা হয়ে উঠেনি। আজ একটু সময় নিয়ে বসলাম, খুলে ফেললাম নিজের ব্লগ। আজ আমি ব্লগের দুনিয়ায় একজন নতুন পথিক। আশা করছি এ পথে হাঁটা আমার শেষ হবে না।
হেঁটেই যাবো অনন্তর।
১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯
মুরাদ মুরসাল বলেছেন: ধন্যবাদ, রাকু হাসান ভাই।
আপনি আমাকে প্রথম স্বাগত জানালেন। আমার পথ চলার প্রথম শুভাকাঙ্খি।
২|
১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫
রাকু হাসান বলেছেন: আপনার প্রথম প্রথম শুভাকাঙ্খি। হিসাবে গর্ব করতে চাই একদিন । সেই রকম পথচলা হোক । দীর্ঘ থেকে দীর্ঘতর ।
এই পোস্ট কাজে লাগবে,পড়তে পারেন ।
এটাও খুব কাজে লাগবে । নতুন হিসাবে । হোক ব্লগিং । শুভকামনা ,দোয়া,সমর্থন সব কিছু থাকবে ।
১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩০
মুরাদ মুরসাল বলেছেন: পড়লাম, ভালো লাগলো, ভাই।
ধন্যবাদ, আপনাকে। ![]()
৩|
১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০২
আখেনাটেন বলেছেন: আপনার ব্লগ ঘুরে দেখছি আপনি ব্লগ ওপেন করে সর্বপ্রথম মন্তব্যটা আমাকে করেছেন। আপ্লুত হলুম।
ব্লগ আপনার পদচারণায় মুখরিত হয়ে উঠুক ব্লগার মুরাদ মুরসাল।
১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৬
মুরাদ মুরসাল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই।
৪|
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪০
আহমেদ জী এস বলেছেন: মুরাদ মুরসাল ,
স্বাগত জানাই এক নতুন ব্লগারকে ।
অনন্তর ব্লগের পথে পথে হেটে যাওয়া আপনার যেন অনায়াস হয় ।
৫|
২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: হাটতে থাকুন, আমরাও আছি সাথেই...........
৬|
২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০২
সাদা মনের মানুষ বলেছেন: 
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২০
রাকু হাসান বলেছেন:
আপনার স্বাগতম গ্রহণ করলাম । আপনাকেও জানাই স্বাগতম,শুভ ব্লগিং।