নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থ্রি ইডিয়টের একজন

চিক্কুর

একটি নিম্ন মাত্রার ব্লগ

চিক্কুর › বিস্তারিত পোস্টঃ

সাম ইন হোয়ার

২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

সাম ইন হোয়ার
কি হল তোমার?
এত এত ব্লগার
কি করে এবার?

পোস্ট গেছে কমে
পুরাতনরা দেখছে শুয়ে,
পোস্টের সে জলুস নেই
পাচ্ছিনা ভাই মজা তাই।

কমেন্টস লাইক না পড়লে
লেখবে তারা কেমন করে?
লেখতে হলে পাঠক চাই
পাঠক ছাড়া জমে না ভাই।

সামু কি হারিয়ে যাবে?
সবার মনে একই কোশ্চেন,
আসুন সবাই রুখে দাঁড়াই
সামু তোমার ভয় নেই।


মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামুর আকাশে রুয়ানুর ঘনঘটা!!!!!

রুয়ানু যেমন পথ বদলে চলে গেছে অন্যদিকে- সামুর উপর বদনজরের জ্বিনরাও ভেগে যাক আন্দামানে ;)

২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

চিক্কুর বলেছেন: ঠিক ঠিক বলছেন ভাই
আমরা সবাই তাই চাই,
খুশি হলাম কমেন্টে
ধন্যবাদ রইল যে।

২| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

মার্কোপলো বলেছেন:


সামুকে আরেকটু টেকনোলোজীক্যাল হতে হবে; হ্যাকিং থেকে নিজকে রক্ষার জন্য আরো সচেস্ট হতে হবে; যদি হ্যাকিং ক্রমেই বাড়ছে।

ব্লগিং এর বিপক্ষে সরকার, অনেক রাজনৈতিক দল, ধর্মীয় লোকগণ, ব্যুরোক্রট, সরকারী কর্মচারী, ব্যবসায়ী ও পেছনে-পড়া অনেক মানুস; ফলে, ব্লগিং এ কিছুটা ভাটা পড়বে।

২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

চিক্কুর বলেছেন: টেকনোলোেজীতে ভীষণ দুর্বল
নোটিফিকেশনই তার প্রমাণ,
আরো সমস্যা আছে ভাই
বলতে গেলে ভয় পাই।

৩| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন:
বিদ্রোহী ভৃগু বলেছেন: সামুর আকাশে রুয়ানুর ঘনঘটা!!!!!

রুয়ানু যেমন পথ বদলে চলে গেছে অন্যদিকে- সামুর উপর বদনজরের জ্বিনরাও ভেগে যাক আন্দামানে ;)

২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

চিক্কুর বলেছেন: ঠিক ঠিক বলছেন ভাই
আমরা সবাই তাই চাই,
সাদা মনের মানুষ
মানুষই বড় রয়ানু,
খুশি হলাম কমেন্টে
ধন্যবাদ রইল যে।

৪| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন:

২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

চিক্কুর বলেছেন: আহ! কি আনন্দ আকাশে বাতাসে
বৃষ্টি যেন নেমে আসল আমার ঘরেতে।

৫| ২১ শে মে, ২০১৬ রাত ৮:২০

প্রোফেসর শঙ্কু বলেছেন: আশা করছি ঝড়-ঝঞ্ঝা কেটে যাবে। শিঘ্রিই।

২২ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৬

চিক্কুর বলেছেন: আশা করি তাই হবে
আপনার আশা পূর্ণ হবে।

৬| ২১ শে মে, ২০১৬ রাত ১০:১৬

কবি নজরুলের ছাত্র বলেছেন: ভাইজান আজকাল সামুতেও কোন সিকিউরিটি নাই দেখছি।
আর পাসওয়ার্ড পরিবর্তনের বা রিসেটের ফাদে অনেকে হারিয়ে গেছেন

২২ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৭

চিক্কুর বলেছেন: টেকনোলোেজীতে ভীষণ দুর্বল
নোটিফিকেশনই তার প্রমাণ,
আরো সমস্যা আছে ভাই
বলতে গেলে ভয় পাই।

৭| ২১ শে মে, ২০১৬ রাত ১০:৩৫

মুসাফির নামা বলেছেন: লিখছেন একখান খাটি কথা
সামুর দেখি বেহাল অবস্থা,
আশা করি ফিরে আসবে
সামু তাহার পূর্বের ছন্দে।

২২ শে মে, ২০১৬ রাত ১:১২

চিক্কুর বলেছেন: আপনিও ভাই বুঝতে পারছেন?
আমি ভাবছি আপনি বুঝি
না ফেরার দেশে চলে গেছেন।

৮| ২১ শে মে, ২০১৬ রাত ১০:৪২

সুমন কর বলেছেন: লেখতে হলে পাঠক চাই
পাঠক ছাড়া জমে না ভাই।


ঠিক বলেছেন।

২২ শে মে, ২০১৬ রাত ১২:৫৮

চিক্কুর বলেছেন: একবারে পাঠে একটাকা
দেখবেন আবার মেলা পাঠক
আসছে ব্লগের মেলায়।

৯| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:০৭

বিজন রয় বলেছেন: সামুকে বাঁচিয়ে রাখতেই হবে।

২৩ শে মে, ২০১৬ রাত ১:০৮

চিক্কুর বলেছেন: আশা করি তাই হবে
আপনার আশা পূর্ণ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.