নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

শেয়ার বাজার

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫০




শেয়ার বাজার মজার বাজার
চিত্রের বৈচিত্র সেখানে
আজকে উঠে কালকে নামে
তালিয়া বাজাও জোরসে।

মন্ত্রী বলেন ফটকা বাজার
বিনোয়োগকারীরা ফুলছে
তাহার সাথে তাল মিলিয়ে
কয়েকজন বলছে।

মিছিল নিয়ে নামল সবাই
মন্ত্রী মশাই যাবেন কোথায়
পদত্যাগ করা চাই
দেশের বিশাল স্বার্থে।

অর্থনীতি হবে চাঙ্গা
শেয়ার উঠলে সবাই ঠান্ডা
গেমলাররা হেসে বলেন
প্রবৃদ্ধির বাজার সচল করবেন।

তাইরে নাইরে নাই
আমরা সবাই যাই
যার যা আছে
তা নিয়ে শেয়ারে বসাই।

এমনি করি ফুলিয়া ফাঁপিয়া
শেয়ার বাজার গিয়েছে বাড়িয়া
গেমলারদের কাম শেষ
বাজারেরও দিন শেষ।

দেওয়ালে কপাল ঠুকিয়া
বলে এসব হল কি করিয়া
কেমন করিয়া কোটি টাকা
হাজারে গিয়েছে ঠেকিয়া।

বলব কি আর ভাই
হাতে একখান ঝুড়ি আছে যদি চান
দিতে পারে তাই
এর চেয়ে বড় কোন সান্ত্বনা
আমার কাছে আর নাই।


ছবিসূত্রঃ-নেট

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭

বিজন রয় বলেছেন: আপনিও কি ছড়াকারদের দলে নাম লেখালেন?

আপনারা কয়েকজন অনেক ভাল লিখেছেন।
++++

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯

মুসাফির নামা বলেছেন: বিজন ভাই, আমি একটা প্রবন্ধ লিখছি কবিদের নির্মমতা নিয়ে। অনেক সহজ জিনিস অনেক কঠিন ভাষায় লিখে।সাধারণ মানুষ তাদের ভাষা বোঝেনা। তাই দৈনিন্দন বিষয়গুলো ছড়ায় লেখার চেষ্টা করি।

২| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৯

বিজন রয় বলেছেন: আমি আছি আপনার সাথে।
আমি পড়তে চাই সেই প্রবন্ধ বই আকারে।

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫

মুসাফির নামা বলেছেন: তুমি থাকবে ভাই, থাকবে আমার সাথে
আমি দেখাবো, কবিদের নির্মমতা কাহাকে বলে।

৩| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫

শরণার্থী বলেছেন: শেয়ার বাজার করল সাবার!
অনেক সুন্দর+++++

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩

মুসাফির নামা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪১

কল্লোল পথিক বলেছেন:






সুপার লাইক।

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪

মুসাফির নামা বলেছেন: সুপার ধন্যবাদ,কল্লোল ভাই

৫| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫

বিদ্রোহী চাষী বলেছেন: আমিও লাইক দিলাম।

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৫

মুসাফির নামা বলেছেন: সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।শুভকামনা রইল।

৬| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০১

ফাহিম আবু বলেছেন: ভাল লিখেছেন !!

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭

মুসাফির নামা বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।ভাল থাকবেন।

৭| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার হয়েছে
+

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮

মুসাফির নামা বলেছেন: মন্তব্য এবং অনুসরণের জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪

কালনী নদী বলেছেন: বোল দেখে কেউ করিস নে ভুল
আড়ালে তার বিয়ার হাঁসে। (ফরেক্স কাব্য)

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪

মুসাফির নামা বলেছেন: তবে মানুষ করে ভুল
দুগ্ধ গাভীর তেজ দে'খে। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.