নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার হাহাকার

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২





দিগন্তের নীলের স্পর্শতা আর এক টুকরো জ্যোৎস্না
ডাস্টবিন থেকে আসা গন্ধের মতোই অধরা,
প্রাচীরে আটকেপড়া স্বান্ত্বনাটুকুও বরফের মতো গলে যায়।

ঠেস দেওয়া প্রাচীরের মতোই জীবনের সুখ বিলাস
তুবু হাঁড়ভাঙ্গা খাটুনি খেটে সমুদ্রে মন্থনে যায়,
খাঁচা বন্দী সুখ পাখিটা অযথাই খাঁচায় ঠোকর দেয়।

আর ভালবাসা একখানি চকোলেটের মতো কখন মিলিয়ে যায়
শুধু রেশটুকু রেখে যায় সিডর বিধ্বস্থ জনপদের মতো,
তবু শিশুর মতো হাহাকার করে উঠি ভালবাসা পাওয়ার আশা।



ছবিসূত্রঃ-নেট।

মন্তব্য ৩৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৬

নকীব কম্পিউটার বলেছেন: ছন্দোময় কথামালা খুব ভালো লাগলো।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ। +

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ,ভাল থাকবেন।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০

চিক্কুর বলেছেন: সেরাম হয়েছে,কবিতা এমনই ছাই।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫২

মুসাফির নামা বলেছেন: সেরাম ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতা ভালো লেগেছে।
ধন্যবাদ মুসাফির নামা।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩

মুসাফির নামা বলেছেন: হেনা ভাই,অসংখ্য ধন্যবাদ।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬

সুমন কর বলেছেন: ভালো লেগেছে।

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

শরণার্থী বলেছেন: কবিতাগুলো ছোট হয়ে যাচ্ছে,এটা কি বিবর্তন।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

মুসাফির নামা বলেছেন: অশেষ ধন্যবাদ।

৭| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

জুন বলেছেন: ভালবাসা একখানি চকোলেটের মতো কখন মিলিয়ে যায়
শুধু রেশটুকু রেখে যায় সিডর বিধ্বস্থ জনপদের মতো,

কবিতার এ চরণদুটোয় অনেক অনেক ভালোলাগা রইলো মুসাফিরনামা ।
+

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

মুসাফির নামা বলেছেন: অশেষ ধন্যবাদ।ভাল থাকবেন।

৮| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩২

জ্যোস্নার ফুল বলেছেন: ভালোলাগা অনেক ।

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

মুসাফির নামা বলেছেন: অশেষ ধন্যবাদ।ভাল থাকবেন।

৯| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯

মুসাফির নামা বলেছেন: অশেষ ধন্যবাদ।ভাল থাকবেন।

১০| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:




শুধু রেশটুকু রেখে যায় সিডর বিধ্বস্থ জনপদের মতো

এই এক লাইনেই বাজীমাত।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪

মুসাফির নামা বলেছেন: এক লাইনে পুরো ট্রেন চলছে।

১১| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

আমিই মিসির আলী বলেছেন: ভালোবাসা এমন জিনিস এটা যেমনই হোক না কেন! অতীত ব্ল্যাক রেকর্ড ও যদি থাকে তবুও ভালোবাসা চাই।
ভালোবাসা হীনতায় বাঁচা যায় না।

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

মুসাফির নামা বলেছেন: অশেষ ধন্যবাদ।

১২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

মিজানুর রহমান মিরান বলেছেন: আশা পূর্ন হোক।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩

মুসাফির নামা বলেছেন: অশেষ ধন্যবাদ।মিরান ভাই, অনেকদিন আপনার লেখা পাচ্ছি না।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: তবু শিশুর মতো হাহাকার করে উঠি ভালবাসা পাওয়ার আশায়!
ভালো লেগেছে!

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৬

মুসাফির নামা বলেছেন: শামীম ভাই,অশেষ ধন্যবাদ।ভাল থাকবেন।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

রাজসোহান বলেছেন: ডাস্টবিন থেকে আসা গন্ধের মতোই অধরা,

এই লাইনটা কেমন বেখাপ্পা লাগলো। ডাস্টবিনের গন্ধ কেন অধরা হবে? এই গন্ধ থেকে সবাই পালাতে চায়। পালানো আর অধরা নিশ্চয় এক বিষয় না :|

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

মুসাফির নামা বলেছেন: গুরু আসছেন, ধন্যবাদ।এখানে বলতে চেয়েছি, প্রথম দু'টাতো নাগালের বাইরে,অথচ ডাস্টবিনের গন্ধতো নাগালের মধ্যে অথচ তার থেকে পালাই অর্থাৎ অনুভূতির জিনিস গুলো সবসময় অধরাই থেকে যায়।এগুলো আমাদের কাছে টানবে, দূরে ঠেলবে।পরিপূর্ণতা কখনও আমরা পাব না, তা আমরা যতই হাহাকার করি।

১৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০

রাজসোহান বলেছেন: ভাই গুরু বলা বাদ দেন। আপনিও ভাই, আমিও ভাই। আমরা ভাইভাই B-)

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

মুসাফির নামা বলেছেন: সোহান ভাই,দুঃখিত। মনে কিছু নেবেন না, আমি একটু ফান করে কমেন্ট করি। যদিও সবার সাথে মনে হয়, এসব করা ঠিক হচ্ছে না।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮

রাজসোহান বলেছেন: হাহাহা, তাইলে ঠিক আছে, আমি ধরতে পারি নাই :-B

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৬

মুসাফির নামা বলেছেন: ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য ধন্যবাদ।

১৭| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: আর ভালবাসা একখানি চকোলেটের মতো কখন মিলিয়ে যায়
শুধু রেশটুকু রেখে যায় সিডর বিধ্বস্থ জনপদের মতো ...
ভালোলাগছে :)

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭

মুসাফির নামা বলেছেন: আমারও.....।ধন্যবাদ,ভাল থাকবেন।

১৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো হয়েছে।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

মুসাফির নামা বলেছেন: আপনাকে কমই দেখি ব্লগে।

১৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮

মুসাফির নামা বলেছেন: প্রামানিক ভাই,ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.