নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার নির্জনরাতে মুহুর্মুহু কলতানে

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২




বাদলা দিনে আলতো ঝরে পড়া বৃষ্টিতে
উজানতীরে আছড়ে পড়া ঢেউয়ে স্বপ্নগুলো ডানা মেলতো
স্নিগ্ধ বাতাসে ভেসে বেড়াতাম তুমি আর আমি
শিয়ালের ডাকে ঘোর ভেঙ্গে যেত
তবু উষ্ণতার রেশটুকু যতনে ঢেকে যেত
হৃদয়ের রূপালী কৌটোয় অশথের শীতল ছায়ায়।

জীবনের শ্রান্তিতে তোমার দু’কূলে বান ডেকেছিল
ফিরে আসব বলে সেদিন কাঁদিনি।

অথচ আজ উজানতীরের ঝরণা ধারা আমি
ভেঙ্গে পড়া ঢেউগুলো শুধু মিলিয়ে যায়
উষ্ণতার রেশটুকু জাগিয়ে দিতে ঝরে পড়ছে বৃষ্টি
শূণ্যতার ঘোর কাটাতে ডেকে চলছে শিয়াল
তবু বসে থাকি অপেক্ষার নির্জনরাতে মুহুর্মুহু কলতানে।





ছবিঃ-নেট।

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪

কল্লোল পথিক বলেছেন:



চমৎকার কবিতা।

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭

মুসাফির নামা বলেছেন: মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,ভাল থাকবেন।

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩

চিক্কুর বলেছেন: জীবনের শ্রান্তিতে তোমার দু’কূলে বান ডেকেছিল
ফিরে আসব বলে সেদিন কাঁদিনি।


বিরহটা এখান থেকে শুরু।+++

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭

মুসাফির নামা বলেছেন: মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,ভাল থাকবেন।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২০

কালনী নদী বলেছেন: তবু অপেক্ষার নির্জনরাতে বসে থাকি মুহুর্মুহু কলতানে।

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮

মুসাফির নামা বলেছেন: মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,ভাল থাকবেন।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতা ভালো লেগেছে।
ধন্যবাদ মুসাফির নামা।

২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

মুসাফির নামা বলেছেন: মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,ভাল থাকবেন হেনা ভাই।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬

শরণার্থী বলেছেন: দারুণ ভাললাগা রইল।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০

মুসাফির নামা বলেছেন: মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,ভাল থাকবেন।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১১

বিদ্রোহী চাষী বলেছেন: ভাল লাগল।+++

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯

মুসাফির নামা বলেছেন: মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,ভাল থাকবেন বিদ্রোহী ভাই।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২০

কামরুল হাসান বলেছেন: অনবদ্য।

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০

মুসাফির নামা বলেছেন: মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,ভাল থাকবেন কামরুল ভাই।

৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কল্পনা করুন, গ্রামের একটি নির্জন বাড়ি......একটি টিনের ঘর......গভীর অন্ধকার রাত .........হঠাৎ বিদ্যুৎ চমকে মুষলধারে বৃষ্টি .......টিনের চালে বৃষ্টির উম্মাতাল নৃত্য ........
এমন একটি পরিবেশে কখনো রাত কাটিয়েছেন?
কখনো উপভোগ করেছেন সেই টিনের চালে গভীর রাতের বৃষ্টি? সেই মোহনীয় ছন্দের রূপ কখনো উপভোগ করেছেন?
আমি করেছি! কল্পনা নয়!! একদম বাস্তবে!!!!
আপনার কবিতা আমাকে আমার সেই দিনটির কথা মনে করিয়ে দিলো।

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪

মুসাফির নামা বলেছেন: শামীম ভাই,আপনিতো আবেগটাকে আরো বাস্তব করে তুলেছেন।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৫

কালনী নদী বলেছেন: মোঃ সাইফুল্লাহ ভাই আপনি আমার মতন একজন মনে হচ্ছে যার ছোটবেলা টিনের কোন সস্তা ঘড়ে কেটেছে কিন্তু যে অনুভুতি রেখে গেছে সেটার মূল্য হিসেবের বাইরে!
সহোদর একা হলে এমন কাব্যিক জগতে প্রবেশ করেন যে তাকে একাকিত্ব কাঠিয়ে উঠতে প্রার্তনা করবো না আরো বেশি করে লিখতে বার বার এমনিভাবে একা হয়ে যেতে বলব বোঝতে পারছি না।
অনেক অনেক শুভ কামনা রইল আর হে আমি কবিতাথে বোল্ড ফন্ট ব্যহার করে পাঠকের ফিডব্যাক পেয়েছি যদিও আমার পড়তে তেমন কোন অসুবিধা হয় নি।
অনেক অনেক অনেক শুভ কামনা রইল।

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৯

মুসাফির নামা বলেছেন: সহোদর,আপনার অনুপ্রেরণা সব সময় আশির্বাদের মতো মনে হয়।আপনার জন্য দোয়া রইল।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮

মিজানুর রহমান মিরান বলেছেন: বাদলা দিনে আলতো ঝরে পড়া বৃষ্টিতে...
লাইনটা পড়েই আকাশে তাকায়ছি, বৃষ্টির জন্য কত প্রতীক্ষা, বৃষ্টি আসে না কেন!! আসবে ক্যামনে... বৃষ্টি তো মুসাফির ভাইয়ের কবিতায় ডুম মেরে আছে!

সুন্দর কবিতা।

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩

মুসাফির নামা বলেছেন: বৃষ্টি যতদিন থাকবে বিরহটাও মনে হয় ততদিন থাকবে। মিরান ভাই,ধন্যবাদ।

১১| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ফিরে আসব বলে সেদিন কাঁদিনি
চমৎকার

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬

মুসাফির নামা বলেছেন: আপনি আগের চাইতে সুন্দর হয়েছেন,তেমনি আপনার কবিতাও।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯

মুসাফির নামা বলেছেন: হাসান ভাই,আপনার প্রোফাইল পিকসার যদি আমাকে কয়েক দিনের জন্য ধার দিতেন।দেখে মনে হয়,দুষ্ট কিন্তু মিষ্টি একটা বালক।

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০

অতঃপর হৃদয় বলেছেন: onek sundor likhesen

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

মুসাফির নামা বলেছেন: thanks for comment,dear brother.

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অথচ আজ উজানতীরের ঝরণা ধারা আমি
ভেঙ্গে পড়া ঢেউগুলো শুধু মিলিয়ে যায়
উষ্ণতার রেশটুকু জাগিয়ে দিতে ঝরে পড়ছে বৃষ্টি
শূণ্যতার ঘোর কাটাতে ডেকে চলছে শিয়াল
তবু বসে থাকি অপেক্ষার নির্জনরাতে মুহুর্মুহু কলতানে।" দীর্ঘশ্বাস!

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

মুসাফির নামা বলেছেন: দীর্ঘশ্বাস!




কবিতা মানে প্যাঁচাল, অথচ কি সুন্দর এক শব্দে সব চলে আসে।

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

বনমহুয়া বলেছেন: বাদলা দিন মানেই স্মৃতি কাতরতা।

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

মুসাফির নামা বলেছেন: সেরকমই মনে হয়।অসংখ্য ধন্যবাদ।

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪

মাইদুল আলম সিদ্দিকী বলেছেন: অসাধারণ!

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১

মুসাফির নামা বলেছেন: মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,ভাল থাকবেন।

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

মুসাফির নামা বলেছেন: সবসময় ধন্যবাদ
ভালো লাগেনা আর
সমালোচনা না আসলে
লেখার থাকেনা ধার।

১৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:




এগুলো কি জীবনের কাহিনী, নাকি শুধু সুন্দর বাক্য দিয়ে একটা পরিবেশ তৈরি করে, তাকে অনুভব করা?

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

মুসাফির নামা বলেছেন: কবিতা আর গান সব সময় অনুভূতির জিনিস। তবে পরিবেশটাতো জীবনেরই অংশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.