নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৮ ই মে, ২০১৬ রাত ১০:২১

মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক,


আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ফুলেল শুভেচ্ছা।
আজকের কবিতাটি তাঁকে উৎসর্গ করলাম।




কবিতা হচ্ছে____
একগুচ্ছ জড়তা মুক্ত গদ্য
মোহময় শব্দে সোনার হরফে অলংকৃত।

কবিতা হচ্ছে____
একখানা না বুঝা পদ্য
প্রাঞ্জল ছন্দে গভীর অর্থে নৈবদ্য।

কবিতা হচ্ছে____
স্বাধীনতার মন্ত্রমুগ্ধ গান
যার ঝংকারে ঝংকারে চলে মেশিনগান।

কবিতা হচ্ছে____
দেশপ্রেমের চরমপত্র
বিশ্বঘাতক মিরজাফররা কাঁপে থর থর।

কবিতা হচ্ছে____
অন্ধকারের অবিনাশী গান
আলোর মিছিল মশাল হাতে নারীর জাগরণ।

কবিতা হচ্ছে____
প্রিয়ার হাতে প্রেমিকের প্রাণ
আর প্রেমিকের কাছে প্রিয়ার সম্মান।

কবিতা হচ্ছে____
অন্যায়ের সাথে চিরন্তন সংগ্রাম
মিথ্যার দেওয়াল ভেঙ্গে সত্যের অধিষ্ঠান।

কবিতা হচ্ছে____
কবি গুরুর অঞ্জলি প্রদান
বিশ্বদরবারে গেয়েছেন বাংলাভাষার জয়গান।

কবিতা হচ্ছে____
দুঃখুর চিরন্তন সংগ্রাম
তারপরও গেয়েছেন হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান।

কবিতা হচ্ছে____
একুশ ফেব্রুয়ারী বায়ান্নের সংগ্রাম
আহ!মাতৃভাষা মায়ের ভাষা অমৃত সমান।

কবিতা হচ্ছে____
বঙ্গবন্ধুর ছয়দফা বাঙালীর জয়গান
৬৯,৭০,৭১ স্বাধীকার থেকে স্বাধীনতা সংগ্রাম।

কবিতা হচ্ছে____
সিপাহী জনতার গণঅভ্যুত্থান
বহু দলীয় গণতন্ত্রের খুড়ে খুড়ে চলন।

কবিতা হচ্ছে ____
পাহারাদার সদায় জাগরণ
স্বাধীনতার রক্ষার রাইফেল হাতে চির উপাখ্যান।

কবিতা হচ্ছে____
ভূখা নাঙ্গা আর ছিন্নমূলের কল
মিছিলে মিছিলে ঘটাবে দারিদ্র্যের অবসান।

কবিতা হচ্ছে ____
চির উন্নত মম শির, করে নাকো কাহারে কুর্ণিশ
মানুষে মানুষে নেই ভেদাভেদ সকল মানুষ সমান
আর চিৎকার দিয়ে ঘোষণা করে আল্লাহ সর্বশক্তি।।



ছবিসূত্রঃ-নেট।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ রাত ১২:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতা হচ্ছে____
দুঃখুর চিরন্তন সংগ্রাম
তারপরও গেয়েছেন হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান
খুব ভালো লাগল কবি হে।

০৯ ই মে, ২০১৬ রাত ১২:১৭

মুসাফির নামা বলেছেন: পাঠে আর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,প্রিয় কবি।

২| ০৯ ই মে, ২০১৬ সকাল ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আরেকটু ছোট হলে ভালো হতো। কয়েকটা জায়গা অনাবশ্যক বলে মনে হয়েছে।
ভেদাবেদ <ভেদাভেদ হবে।
প্রথম স্তবকের শেষ চরণঃ দুর্বোধ্য শব্দে সোনার হরফে অলংকৃত -- কবিতাকে 'দুর্বোধ্য' হতে হবে কেন?

০৯ ই মে, ২০১৬ দুপুর ১:১১

মুসাফির নামা বলেছেন: পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ।কিছু সংশোধন মনে হয় দরকার আছে।

৩| ০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:০২

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৯ ই মে, ২০১৬ দুপুর ১:১২

মুসাফির নামা বলেছেন: পাঠে আর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,প্রিয় কবি

৪| ০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:২২

বিদ্রোহী চাষী বলেছেন: ভালো লাগলো।

০৯ ই মে, ২০১৬ দুপুর ১:১২

মুসাফির নামা বলেছেন: পাঠে আর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,

৫| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৩

আমিই মিসির আলী বলেছেন: কবিতা হচ্ছে____
একখানা না বুঝা পদ্য
প্রাঞ্জলতাবিহীন গভীর অর্থে নৈবদ্য।


কবিতা এতো ভালো পারেন জানতাম না তো!
+

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:২৪

মুসাফির নামা বলেছেন: |-) |-) |-)

৬| ০৯ ই মে, ২০১৬ রাত ৮:৫৪

কামরুল হাসান বলেছেন: অনবদ্য কবিতা।

০৯ ই মে, ২০১৬ রাত ১০:৩৬

মুসাফির নামা বলেছেন: পাঠে আর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,

৭| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:৪৩

প্রামানিক বলেছেন: ভালো লাগলো কবিতা। ধন্যবাদ

১০ ই মে, ২০১৬ দুপুর ২:৫৫

মুসাফির নামা বলেছেন: পাঠে আর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,

৮| ১১ ই মে, ২০১৬ রাত ১:১২

রিপি বলেছেন: আপনি তো দেখি ভাইয়া মাল্টি ট্যালেন্টেড। কবিতা চমৎকার হয়েছে।

১১ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৩

মুসাফির নামা বলেছেন: আপনার কথায় আমি কষ্ট পাই না,সেটা যেভাবেই বলুন।এসব উপহাস সবসময় উপভোগ্য।

৯| ১২ ই মে, ২০১৬ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লাগল

১২ ই মে, ২০১৬ বিকাল ৪:১৮

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।

১০| ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

প্রথম কথা বলেছেন: খুব ভাল লেগেছে।

১১| ১৭ ই মে, ২০১৬ রাত ৯:৪০

কালনী নদী বলেছেন: কবিতা হচ্ছে____
ভূখা নাঙ্গা আর ছিন্নমূলের কল
মিছিলে মিছিলে ঘটাবে দারিদ্র্যের অবসান।

অসাধারণ বৃষ্টির দিনের কবিতা ভাই এটাও সংগ্রহে রাখলাম মাঝেমধ্যে পড়া হবে নে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.