নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক দিন থাকবনা , চলে যাব বহু দূরে , রয়ে যাবে স্মৃতিটুকু স্নেহের বন্ধনে . . .

বেদুঈন আল মুসাফির ইবনে পথহারা

বেদুঈন আল মুসাফির ইবনে পথহারা › বিস্তারিত পোস্টঃ

The meaning of life in my eye is written in verse . . .

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:০৪

The meaning of life in my eye is written in verse . . .

জীবনের মানে

বেদুঈন আল মুসাফির

জীবন মানেই পথ চলা ভাই , জীবন মানেই হাঁটা ,
জীবন মানেই কোন রকমে কষ্টে যে দিন কাটা ।
জীবন মানেই সংগ্রাম ভাই জীবন মানেই লড়াই ,
জীবন মানেই কষ্টের মাঝে অল্প সুখের বড়াই ,
জীবন মানেই কষ্টের ঘামে সিক্ত দুটি পা ,
জীবন মানেই প্রখর রোদে উদাম একটি গাঁ ।
জীবন মানেই সুখ , দুঃখ , হাসি আর কান্না ,
জীবন মানেই বেদনার মাঝে আশার ছ-লনা ।

এই কি জীবন ? এর লাগি মন , কেঁদে ওঠে হায় হায় !
দুনিয়া থেকে যেতে চায়না স্বর্গের ঠিকানায় !
ওরা যে বোকা , মূর্খ অতি , বুদ্ধি নেইকো মোটে ,
তা নাহলে কেউ আলেয়া কিংবা মরিচিকার পিছে ছোটে ?

প্রভু তোমায় , দিয়েছে সময় , সময়টা খুবই অল্প ,
সেই সময়কে অবহেলা করে ; কোরনা শুধুই গল্প ।
জীবন পথের চলার গতি যখনই হবে শেষ ,
চলে যাবে তুমি পৃথিবীকে ছেড়ে , হবে যে নিরুদ্দেশ ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৪

মরুচারী বেদুঈন বলেছেন: আমিতো ডরাইসিলাম।

বানান......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.