নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুসফিক ফাহাদ

"বৃষ্টি ভালোবাসি। দিন নেই রাত নেই, যখনই বৃষ্টি হয় ঘর থেকে বেরিয়ে পড়ি। আর যদি বের হতে না পারি জানালার পাশে গিয়ে বসি। গভীর রাতে জ্যোস্নার আলো আমার বুকে হাহাকার জাগায়। তখন কবিতার খাতা খুলে বসি। মনের আবেগগুলোকে কবিতার রূপ দেয়ার চেষ্টা করি। কখনও পারি, কখনও পারি না!"

মুসফিক ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

সানি লিওনির ঢাকা ভ্রমণ ও ১৫,০০০ টাকার টিকেট কথন...

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৯

অদ্ভুত এক দেশে বসবাস আমাদের! নামে মুসলিম, কামে না! বেশীরভাগ ধর্মকে তোয়াক্কাই করে না; এত টাইম কোই! আর যারা বুক ফুলিয়ে সবার সামনে নিজেদের মুসলিম বলে জাহির করেন, তাদের বেশিরভাগই ধান্ধাবাজ, নাহয় কট্টরপন্থী। এখন আসি মূল প্রসঙ্গে। রাখঢাক না রেখেই বলি, সানি লিওনি একটি ইন্টারন্যাশনাল বেশ্যার নাম; এটা কমবেশি সবাই বেশ 'ভালভাবেই' জানি (সানি লিওনির অন্ধ ভক্তদের এভাবে আহত করার জন্য স্যরি!)। এতদিন বেশ্যাদের খোঁজ পাওয়া যেত অন্ধকার কোন শহরতলীতে, নাহয় 'লিটনের ফ্ল্যাটে', তা নাহলে কম্পিউটারের 'হিডেন' কোন ফোল্ডারে। বেশ্যাকে ১৫,০০০ টাকার টিকেট কেটে দেখার জন্য উচ্চবিত্ত, উচ্চমধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্তের এমন 'আগ্রহ' (পড়ুন লালসা) দেখে তাজ্জব বনে যাচ্ছি! বাংলাদেশ কত পবিত্র একটি জায়গা, বলার অপেক্ষা রাখে না। হাজার হাজার ওলি-আউলিয়ার দেহ ধারণ করে আছে এদেশের জমিন। লক্ষ লক্ষ মসজিদে ঢেকে থাকা অসংখ্য নগরী, মন্দির-গির্জা-প্যাগোডা - এসব মানুষের বিশ্বাস লালন করছে, মনুষ্যত্বের সাক্ষী দিচ্ছে, ভালো কাজের নির্দেশ দিচ্ছে। বেশ্যাবৃত্তিকে কোন্‌ ধর্ম ঠাঁই দিয়েছে বলুন শুনি! অনেকেই হয়ত বলবেন, "দরিদ্র মেয়েগুলো টিকে থাকার তাগিদে টাকার বিনিময়ে ইজ্জৎ বিকোচ্ছে, তোমার এত গায়ে লাগলে ওদের সাহায্য করো, পুনর্বাসন করো, পরে মানবতার বুলি আউড়াও!" সত্যিকারের 'দরিদ্র' বেশ্যা দেখতে চাইলে সানিকে না, আমাদের দেশের বস্তিগুলোতে ঘুরে আসুন। ৫ টাকার বিনিময়ে শয্যাসঙ্গী হওয়া মেয়েগুলোর জন্য, মাগুলোর জন্য চোখের পানি ফেলুন, সাহায্য করুন, মন থেকে আশির্বাদ বেরিয়ে আসবে! কিন্তু সানির মত হাই-ক্লাস বেশ্যাকে ১৫,০০০ টাকার টিকিট কেটে কেন দেখতে হবে, সত্যিই মাথায় ধরছে না! সানিরা বেশ্যাবৃত্তিকে শিল্পের পর্যায়ে, 'সম্মানজনক' পেশার পর্যায়ে নিয়ে যাওয়ার দোষেও দুষ্ট। 'মুক্তচিন্তার' মানুষদের কাছে প্রশ্ন রইলো, আগামির প্রজন্ম, ধরুন আপনার মেয়ে এসে যদি আপনাকে বলে, "বাবা আমি বেশ্যাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিতে চাই। নেম, ফেম, মানি - সবই আছে এখানে!" তখন কি বলবেন মশাই!? আপনার মেয়ের জন্য যে ভালবাসা-নিরাপত্তা আপনি মাথায় রাখেন, সমাজের জন্যেও সেটা রাখুন, তাহলে সমাজকে ডাস্টবিন বানানোর আগে একটিবার হলেও দুশ্চিন্তা করবেন।

পুনশ্চঃ বাবা-দাদাদের প্রজন্মকে ছোট করে দেখার আগে একবার ভাবুন, তারা টিকেট কেটে মঞ্চনাটকের ললনা, বা সিনেমার অভিনেত্রীদের দেখতে গিয়েছেন, আমাদের মত বেশ্যাদর্শনে তো অন্তত বের হননি! আমাদের চেয়ে ঢের ভালো ছিলেন! মনুষ্যত্বের জয় হোক!

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৬

রুবেল ১ বস হ্যাপি বলেছেন: আমাদের অপু,তারানা থাকতে কেন ,সানি বেশ্যাকে আনা হচ্ছে ??

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৩১

মুসফিক ফাহাদ বলেছেন: হা হা হা!!! খারাপ বলেননি...

২| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৮

তেীহিদুল ইসলাম শওকত বলেছেন: সামাজিক ভাবে প্রতিহত করতে হবে

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৩২

মুসফিক ফাহাদ বলেছেন: জ্বি, সেটাই কাম্য ও করণীয়...

৩| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৫৫

আমি শঙ্খচিল বলেছেন: "অদ্ভুত এক দেশে বসবাস আমাদের! " হ্যাঁ ঠিক ই বলেছেন , বড়ই অদ্ভুত এই দেশ , তার থেকেও অদ্ভুত এই দেশের মানুষ । যতই বলেন না কেন প্রতিহত করা হবে, নিন্দা জানাচ্ছি , কিছুতেই কোন কিছু হবে না । বাঙ্গালীর নুতন হুজুগ লেগেছে সানি লিওন কে দেখার । এই হুজুগ এ মাতাল বাঙ্গালী কে ঠেকাবে কে ? এই দেশ এ একটা জিনিস এর প্রভাব খুবই বেশি , সেটা হল টাকা, টাকার কাছে সবাই নত । টাকা খরচ করে সানি লিওনকে আনছে ত দেশের কোটিপতিরাই। আর ১৫০০০ টাকা খরচ করে যে সব হুজুগে বাঙ্গালী তাকে দেখতে যাবে তারাও কোটিপতির দুলাল ।

১৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:০২

মুসফিক ফাহাদ বলেছেন: হ্যাঁরে ভাই, ঠিকই বলেছেন, কিছুতেই কোন কিছু হবে না! মাঝে মাঝে নিজেদের খুব অসহায় মনে হয়...

৪| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫০

রাজীব বলেছেন: মেয়েটা খারাপ কাজ ছেড়ে ভালো হতে চাচ্ছে আর আপনারা কি যা তা বলছেন :-P :-P

৫| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় ! কি দিন এলো
বারবণিতার খদ্দেররা আমাদের নেতা!
নীতি নির্ধারকরা বেশ্যার পৃষ।ঠপোষক
অনুমতি দাতা! বেহায়াপনাকে প্রকাশ্য উপভোগের!!

সুশীলদের লুল ঝড়ে
১৫ হাজার টিকেটেও দর্শকের তিল ধারনের ঠাই হবেনা!
এরা কারা! আমজনতার দুবেলা খাবার জন্য যখন উদয়াস্ত খেটে মরে একটা সস্তা জাকাতের কাপড়ের সন্ধানে পদতলে পিষ্ট হয় !!!
এই বেশার খদ্দের এরা কারা!

আবার রাবিশ রা শিক্ষায় ভ্যাট দেয়
এই বারবণিতার টিকেটে নিশ্চয়ই তা দেবার সাহস রাখেনা!

একটা আমুল পরিবর্তন দরকার
শৈকড় শুদ্ধ উপরে ফেলা বিষবৃক্ষের
বিষবৃক্ষ কি আর সুমিষ্ট ফল দেয়!

হায়! কি কু-দিন এল
বেশ্যার খদ্দেররা আমাদের নেতা!!!!!!!!!!!!!!!!!

৬| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৫

মাঘের নীল আকাশ বলেছেন: ভাই, কিছু মনে কইরেন না...এইটা বাঙ্গালীর স্বভাব দোষ...জোয়ানকালে থাইল্যান্ড-পাতায়ায় ম্যাসেজ করাইয়া বুইড়া কালে হজ্জ্ব ফ্লাইট ধরবার চায়...মধ্যবিত্তের মধ্যে এই প্রবণতা আরো বেশী, এরা সবই খাইতে চায়!
বাঙ্গালীর মোরাল কোন কালেই ছিল না, আজো নাই! |-)

৭| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:১৩

নিষ্‌কর্মা বলেছেন: বাঙালী মাত্রেই নিষিদ্ধ জিনিশে আসক্ত। হেফাজত ১৩ দফা থেকে একটা দফা তুলে ধরুক। আর সরকার বলুক যে তারা মদিনা সনদ অনুযায়ী দেশ চালাচ্ছে। আর সানি লিওন যদি এই দেশে এসে পরনের কাপড়ের উপরে একটা বড় চাদর দিয়ে শরীরের উর্দ্ধাংশ ঢেকে দেয়, তাইলেই তো সব জায়েজ হয়ে যাবে। তাইলে তো বলাই যায় আলহামদুলিল্লাহ।

৮| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৫

ডা: এনামুল হক মনি বলেছেন: বংগদেশে সানি লিয়নরা সমাদৃত কিন্তু ড. বিলাল ফিলিপ্স - ডা: জাকির নায়েকরা উপেক্ষিত

৯| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১২

রেজওয়ান26 বলেছেন: বাংলাদেশের ইয়ং জেনারেশনকে ধ্বংস করার জন্যই সানি পতিতাকে বাংলাদেশে আনা হচ্ছে! সানি পতিতাকে দেখে ইয়ং জেনারেশনের উশৃঙ্খল অংশটি ধর্ষনে উৎসাহিত হতে পারে । তাই সানিকে আনার বিরোধিতা করছি।

১০| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:২৫

গোল্ডেন গ্লাইডার বলেছেন: টিকিট কই পাওয়া যাইবে ভাইজান ? B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.