নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মুক্তিযুদ্ধে শহীদ পরিবার এবং শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা সর্বপ্রথম ১৯৭২ সালের ১৭ই মার্চ শহীদ মিনারে সমাবেশের পর বঙ্গবন্ধুর নিকট স্মারকলিপি দিয়ে যুদ্ধাপরাধে অভিযুক্তদের বিচারের দাবী তুলেছিলেন। মুক্তিযুদ্ধে স্বামী ও সন্তানকে হারানো শহীদ জননী জাহানারা ইমাম সেই সমাবেশেরই একজন ছিলেন। যাঁর একমাত্র সন্তান রুমি '৭১ এ দেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানী বর্বর বাহিনীর হতে গ্রেফতার ও পরবর্তীতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন।
গনহত্যাকারী ও সহায়তাকারীদের বিচারের জন্য ১৯৭২ সালে তৈরি হয় দালাল আইন। বিচার শুরুও হয়েছিলো। কিন্তু ১৯৭৫ এর বঙ্গবন্ধুর হত্যাকান্ডের ফলশ্রুতিতে সবকিছু থেমে যায়।
১৯৭৫ এর রক্তাক্ত বর্বরতা, ১৯৮১ সালের দু:খজনক অধ্যায় এবং ১৯৯০ এর গনতন্ত্রে প্রত্যাবর্তনের পর্যায়ে অনেক বছর পর ১৯৯১ সালে শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধী ও পাকিস্তানি নাগরিক গোলাম আযমকে জামায়াতে ইসলামী দলের প্রধান ঘোষণা করায় সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। তারই ফলশ্রুতিতে শহীদজননী জাহানারা ইমামের নেত্রীত্বে দেশব্যাপি গড়ে উঠে ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অভূতপূর্ব আন্দোলন। এই বাংলার আনাচে কানাচে যুদ্ধাপরাধীদের অপরাধের বিরুদ্ধে জনমত গঠনের জন্য উনি দিনরাত ঘুরে বেড়িয়েছেন। গঠিত হয়েছিলো "একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি" । স্থাপিত হয় '৭১ এর ঘাতকদের বিচারের জন্য গনআদালত।
১৯৯২ সালের ২৬শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে অস্থায়ী মঞ্চে স্থাপিত গণআদালতে পাঁচ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে যুদ্ধাপরাধী গোলাম আযমের প্রতীকী বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। শহীদ জননী জাহানারা ইমাম গণআদালতের বিচারকমণ্ডলীর চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছিলেন। এই গণআদালতের সদস্য ছিলেনঃ ভাষাসৈণিক এডভোকেট গাজিউল হক, ডঃ আহমদ শরীফ, স্থপতি মাজহারুল ইসলাম , ব্যারিস্টার শফিক আহমেদ, কবি সুফিয়া কামাল, অধ্যাপক কবীর চৌধুরী, শিল্পী কলিম শরাফী, কথাসাহিত্যিক শওকত ওসমান, লেঃ কর্ণেল (অবঃ) কাজী নুরুজ্জামান, লেঃ কর্ণেল (অবঃ) আবু ওসমান চৌধুরী এবং ব্যারিস্টার শওকত আলী খান।
বিচারে গোলাম আযমের ১০টি অপরাধ মৃত্যুদন্ডযোগ্য বলে ঘোষণা করা হয়। রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবী জানানো হয়।
গনআদালতের রায় ঘোষনার পরই তৎকালীন বিএনপি সরকার জাহানারা ইমাম সহ ২৪জন বিশিষ্ঠ নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে, যা ছিলো অজামিনযোগ্য অপরাধ। তারপরও আদালত সবদিক বিবেচনায় তাদেরকে জামিন দিয়েছিলেন। আমৃত্যু জননী জাহানারা ইমাম সেই রাষ্ট্রদ্রোহিতার মামলা কাঁধে বয়ে বেড়িয়েছেন।
১৯৯৩ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে গণআদালতের প্রথম বার্ষিকীতে জাহানারা ইমামের নেত্রত্বে গণতদন্ত কমিটি ঘোষিত হয় এবং নিন্মোক্ত আটজন ঘৃণ্য যুদ্ধাপরাধীর নাম ঘোষণা করা হয় : আব্বাস আলী খান, মতিউর রহমান নিজামী, মোঃ কামরুজ্জামান, আবদুল আলীম, দেলোয়ার হোসেন সাঈদী, মওলানা আবদুল মান্নান, আনোয়ার জাহিদ এবং আবদুল কাদের মোল্লা।
১৯৯৪ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে গণআদালতের দ্বিতীয় বার্ষিকীতে গণতদন্ত কমিশনের চেয়ারম্যান কবি বেগম সুফিয়া কামাল শহীদ জননী জাহানারা ইমামের হাতে জাতীয় গণতদন্ত কমিশনের রিপোর্ট হস্তান্তর করেন। এই গণতদন্ত কমিশনের সদস্যরা ছিলেন: কথাসাহিত্যিক শওকত ওসমান, ব্যারিষ্টার কে এম সোবহান, এডভোকেট সালাহ উদ্দিন ইউসুফ, ড: অনুপম সেন, বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য, অধ্যাপক খান সারওয়ার মুরশিদ, কবি শামসুর রাহমান, ব্যারিষ্টার শফিক আহমেদ, আবদুল খালেক এবং সদরুদ্দিন। এই সমাবেশে আরো আটজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে চলা ধারাবাহিক কার্যক্রম চলাকালীন ১৯৯৪ সালের ২৬শে জুন ক্যান্সারাক্রান্ত শহীদজননী জাহানারা ইমাম পৃথিবীর মায়া ছেড়ে অনন্তালোকে যাত্রা করেন। মৃত্যুশয্যায় তিনি বাংলাদেশের জনগনের প্রতি যুদ্ধাপরাধী ও মানবতার শত্রুদের বিচার কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য আহবান জানিয়ে নিচের চিঠিটি লিখেছিলেন :
{সহযোদ্ধা দেশবাসীগন,
আপনারা গত তিন বছর ধরে একাত্তরের ঘাতক ও যুদ্ধাপরাধী গোলাম আযমসহ স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির বিরূদ্ধে লড়াই করে আসছেন। এই লড়াইয়ে আপনারা দেশবাসি অভূতপূর্ব ঐক্যবদ্ধতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। আন্দোলনের শুরুতে আমি আপনাদের সঙ্গে ছিলাম। আমাদের অঙ্গীকার ছিল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত কেউ রাজপথ ছেড়ে যাব না। মরণ ব্যাধি ক্যান্সার আমাকে শেষ কামড় দিয়েছে। আমি আমার অঙ্গীকার রেখেছি। রাজপথ ছেড়ে যাইনি। মৃত্যুর পথে বাধা দেবার ক্ষমতা কারো নেই। তাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং অঙ্গীকার পালনের কথা আরেকবার আপনাদের মনে করিয়ে দিতে চাই। আপনারা আপনাদের অঙ্গীকার ও ওয়াদা পূরণ করবেন। আন্দোলনের শেষ পর্যায় পর্যন্ত ঐক্যবদ্ধ লড়াইয়ে থাকবেন। আমি না থাকলেও আপনারা আমার সন্তান- সন্ততিরা আপনাদের উত্তরসূরিরা সোনার বাংলায় থাকবেন।
এই আন্দোলনকে এখনো দুস্তর পথ পাড়ি দিতে হবে। দেশের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা, ছাত্র ও যুব শক্তি, নারী সমাজসহ দেশের সর্বস্তরের মানুষ এই লড়াইয়ে আছে। তবু আমি জানি জনগণের মত বিশ্বস্ত আর কেউ নয়। জনগণই সকল শক্তির উৎস। তাই একাত্তরের ঘাতক ও যুদ্ধাপরাধী বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও '৭১- এর ঘাতক দালাল নির্মূল সমন্বয় আন্দোলনের দায়িত্বভার আমি আপনাদের বাংলাদেশের জনগনের হাতে অর্পণ করলাম। জয় আমাদের হবেই।
জাহানারা ইমাম }
শহীদ জননী জাহানারা ইমাম কর্তৃক শুরু করে যাওয়া সেই আন্দোলনেরই যৌক্তিক পরিণতিতে পরিবর্তিত পরিস্থিতিতে ২০১০ সালের ২৫শে মার্চ স্থাপিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে ট্রাইব্যুনাল গোলাম আযমসহ শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষনা ও বাস্তবায়ন করে এই দেশকে ৪০ বছরের অভিশাপ থেকে মুক্ত করবে। আজই যার প্রথম রায় ঘোষনা করা হয়েছে আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির রায় দিয়ে। একে একে অভিযুক্ত বাকীদের অপরাধের রায়ও স্বল্পসময়ে ঘোষনা করে ও কার্যকর করে জাতিকে কলম্কমুক্ত করা হবে সে আশায় পুরো জাতি অপেক্ষার প্রহর গুনছে।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
হাসান মাহবুব বলেছেন: মা তোমায় সালাম।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: মাগো তোমায় সালাম...........
৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
M R Rana বলেছেন: আমি ব্লগার হইছি! বলেছেন: শাবাশ শাবাশ বাংলাদেশে
ঐতিহাসিক রায়,
এমন রায়ে দেশের মানুষ
স্বস্তি খুঁজে পায়।
রাজাকারের ফাঁসির আদেশ
এটাই স্বাভাবিক,
সকল রাজাকারের তরে
জানাই শুধু ধিক্!
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: শহীদ জননী জাহানারা ইমাম, লও সালাম, লও সালাম ...
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: জননী আজকেই এই শুভদিনে তুমি লও লাল সালাম.............
৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
কালো ঘোড়ার আরোহী বলেছেন: শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ জননী জাহানারা ইমামকে।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যা, শ্রদ্ধাভরে স্মরণ করি আজ তাঁকে......
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
রেজোওয়ানা বলেছেন: বাংলাদেশের কলংক মোচন শুরু হলো.....
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যাঁ, নিশ্চই..........
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
লোনলিফাইটার বলেছেন: এরকম পোস্ট মিস করলাম? +++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: লজ্জা দ্যান ক্যান ?........
তা ব্রো, ক্যামন আছেন ?
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
লোনলিফাইটার বলেছেন: গুড পোস্ট ব্রো।কিপ ইট আপ।আমি ভালো আছি।হাউ আর ইউ?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: থ্যাম্কু, থ্যাম্কু ব্রো.........
খুবই ভাল , ফ্রম লাস্ট থ্রি ডেজ............
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
আমি ব্লগার হইছি! বলেছেন: শাবাশ শাবাশ বাংলাদেশে
ঐতিহাসিক রায়,
এমন রায়ে দেশের মানুষ
স্বস্তি খুঁজে পায়।
রাজাকারের ফাঁসির আদেশ
এটাই স্বাভাবিক,
সকল রাজাকারের তরে
জানাই শুধু ধিক্!