নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৩-২০১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিশুখাদ্য গুঁড়োদুধ এবং জীবনরক্ষাকারী ওষুধ এর উপর অতিরিক্ত কর আরোপ এর প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। এই সিদ্ধান্ত কার্যকর করা হলে বাজারে শিশুখাদ্যের দাম এবং জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক এর দাম বেড়ে যাবে। যা অলরেডী দেখাও যাচ্ছে। অর্থমন্ত্রীকে বুঝতে হবে, বাচ্চারা গুঁড়োদুধ শখে খায়না আর ওষুধও শখে সেবন করে না। অতিরিক্ত ট্যাক্স আরোপ করার আরও অগনিত ক্ষেত্র থাকার পরও কেন এদুটি অতি প্রয়োজনীয় প্রোডাক্ট এর দিকে নজর দেয়া হলো তা আমাদের মত আম জনতার মাথায় আসছে না।
সিমকার্ডের ট্যাক্স কমিয়ে এবং গাড়ীর ট্যাক্স কমিয়ে, মাত্র ১০% ট্যাক্স এ কালোটাকা সাদা করার সুযোগ করে দিয়ে সাধারন মানুষের (বিষেশত শিশু ও রোগীদের ) ব্যবহার্য্য জিনিষের উপর অতিরিক্ত করআরোপ কোন মতেই কল্যাণকামী রাষ্ট্রের সাথে যায় না।
মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
সংযোজন:
প্রয়োজনীয়তা অনুধাবন করে মূল পোস্টে কমেন্টটি অন্তর্ভুক্ত করে দিলাম।
৬ নং কমেন্টএ সপ্নাতুর আহসান বলেছেন:
একজন রিকশাওয়ালা একটি অ্যান্টিবায়োটিক এর কোর্স (৫/৭টা) কেনার আগে একদিন দাম জিজ্ঞাসা করে, তার পরদিন অতি লজ্জায় জিজ্ঞাসা করে দাম কম রাখা যাবে কি না।
আর যদি দাম বাড়ানো হয় তাহলে এই সমস্ত মানুষকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া ছাড়া কিছু হবে না। ইনারা আর দোকানের আশেপাশে ভিড়বেন না।
শিশুখাদ্যের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষের দুর্গতির সীমা থাকবে না। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কল্যাণকামী রাষ্ট হিসেবে নিজেকে ভাবলে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
২| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:১৬
মোহাম্মদ আনোয়ার বলেছেন: ২০১৩-২০১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিশুখাদ্য গুঁড়োদুধ এবং জীবনরক্ষাকারী ওষুধ এর উপর অতিরিক্ত কর আরোপ এর প্রস্তাব করা হয়েছে।
**************************
এটা হলো জনসংখ্যা নিয়ন্ত্রনের নতুন কৌশল। সম্ভবত ভারত হতে আমদানীকৃত। ট্যাক্স ফি হইলেও হইতে পারে
০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বিষয়টা জনগুরুত্বপূর্ন, হালকাভাবে নেয়ার মত নয়........
৩| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৪
ইউক্লিড রনি বলেছেন: ভারতের সুবিদারথে বাংলাদেশে বাজেট করা হইসে।
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভারত বা পাকিস্তান বুঝিনা, স্পেসিফিক প্রতিবাদ হওয়া উচিত।
৪| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৪
রেজোওয়ানা বলেছেন: Akmot apnar sathe.
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি
৫| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৭
সপ্নাতুর আহসান বলেছেন: সহমত।
একজন রিকশাওয়ালা একটি অ্যান্টিবায়োটিক এর কোর্স (৫/৭টা) কেনার আগে একদিন দাম জিজ্ঞাসা করে, তার পরদিন অতি লজ্জায় জিজ্ঞাসা করে দাম কম রাখা যাবে কি না।
আর যদি দাম বাড়ানো হয় তাহলে এই সমস্ত মানুষকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া ছাড়া কিছু হবে না। ইনারা আর দোকানের আশেপাশে ভিড়বেন না।
শিশুখাদ্যের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষের দুর্গতির সীমা থাকবে না। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার এই কমেন্টটি আমি মূল পোস্টে অন্তর্ভুক্ত করে দিতে বাধ্য হলাম।
অনেক ধন্যবাদ ভাই ।
৬| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৫
হাসান মাহবুব বলেছেন: একমত।
১২ ই জুন, ২০১৩ সকাল ১১:২৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: থেম্কু, থেম্কু...............
৭| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: তীব্র প্রতিবাদ জানাচ্ছি শিশুখাদ্য গুঁড়োদুধ এবং জীবনরক্ষাকারী ওষুধ এর উপর অতিরিক্ত করারোপের
এথন সেই বৈষম্য!!!বরং তারচে বেশি-
২২ পরিবার থেকে ২২ হাজার পরিবারের উত্থান!!!!!!!!!!!!!!!!!!
এছাড়া মৌলিক কোন পরিবর্তন কই????!!!!
১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৩১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: তীব্র বিরোধীতা করি অর্থমন্ত্রীর প্রস্তাবের..........
৮| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৬
সিয়ন খান বলেছেন: প্রত্যেকটি অ্যান্টিবায়োটিক এর দাম এমনিতেই আকাশ ছোঁয়া। তার উপর নতুন করারোপ করা হলে সাধারনের ক্রয় সিমার বাইরে চলে যাবে। মানুষের জীবন রক্ষা করতে না পারলেও জীবন কেরে নেওয়ার সিদ্ধান্ত নেয়া উচিত না।
১২ ই জুন, ২০১৩ দুপুর ১:২৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: একমত, জীবন রক্ষা না করতে পারলেও কেড়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া যাবে না্
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৪০
বিবাগী বাউল বলেছেন: শিশুখাদ্য গুঁড়োদুধ এবং জীবনরক্ষাকারী এন্টিবায়োটিক এর উপর অতিরিক্ত কর প্রত্যাহার করতে হবে