নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসায় ফেরার আগে শান্তিনগর বাজারে ঢুকলাম প্রয়োজনীয় কিছু কেনা কাটার জন্য। ফলের দোকানে দাঁড়ালাম কলা কিনতে। যথারীতি প্রয়োজনীয় দরদাম করে কিনলামও। হঠাৎ বেল চোখে পড়ায় একটা হাতে নিয়ে দাম জিজ্ঞেস করলাম। বিক্রেতা ছেলেটি চোখে চোখ রেখে দাম বলল। ভুল শুনেছি মনে করে থমকে গিয়ে আবার সুধালাম। সে এবারও বলল ৩৫০। তার মানে আেগে ভুল শুনিনি। নিজেকে কিঞ্চিত সামলে নিয়ে বললাম, আমিতো সবগুলি নিবোনা। একটা কত? সে আবারও বলল ৩৫০ টাকা, এক পিচই। হাতের তালুর সাইজের বেলটি তাকে ফেরত দিয়ে বললাম, ঠিক আছে, রাখ।
মাথায় রোখ চেপে গেছে, যদিও কোন প্রয়োজন নেই, তারপরও বেল কিনতেই হবে। ঘুরে ঘুরে অন্য দোকানে দাঁড়ালাম। বেলের কথা জিজ্ঞেস করতেই বেলের মত গোলাকার সবুজাকৃতির একটা হাতে ধরিয়ে দিলো। ধরে দেখি নরম, তুলতুলে। সুধালাম - এটা কি ? বিক্রেতা বলল বেল। কিছুক্ষন পাকা আমের মত নরম তুলতুলে বেল হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে ফেরত দিলাম বিক্রেতাকে। সে সুধালো, স্যার নিবেন না ? বললাম এটা আবার কেমন বেল? এটা খায় কিভাবে ? বিক্রেতা বলল এটা গরম পানিতে সিদ্ধ করে তারপর খায়। আমি বললাম, গরম পানিতে সিদ্ধ করে আলু খায়, ডিম খায়, আরও আরও অনেক কিছু খায় জানি, কিন্তু তুলতুলে বেল খায় তা আজ প্রথম জানলাম। থাক আমার বেল খাওয়া লাগবে না। তুমি রাখ। এটা বাসায় নিয়ে গেলে সবার হাসির পাত্র হবো এটা নিশ্চিত। তা ভাইজান বলেনতো এটা এরকম কেন ? সে বলল এটা কাঁচা বেল। আমি হাফ ছেড়ে বাঁচলাম, ও তাহলে এই কান্ড ! দাম বেশী দেখে গাছ থেকে পেড়ে যা পাওয়া গেছে তাই নিয়ে এসেছে। তাই বলে টেনিস বল সাইজের একটা বেল ৩৫০ টাকা এটা কোন ভাবেই মানতে পারছিলাম না।
পরের দোকানে গিয়ে আবার বেল চাইলাম। বিক্রেতা নেই বলাতে তাকেই জিজ্ঞেস করলাম, একটা হাতের তালুর সাইজের বেলের দাম বেশী হলে কত হতে পারে ? সে হাসি দিয়ে বলল, আপনার কাছে; কত চাইসে ? বললাম, আপনিই বলেন কত হতে পারে ? সে হাসি দিয়ে বলল, ৪০০ টাকা ? আমি বললাম না ৫০ টাকা কম।
বাসায় এসে আব্বুকে বললাম বিষয়টা, উনি বললেন, হিন্দু ধর্মাবলম্বিদের দুর্গাপুজোর আবশ্যিক উপকরণ এই বেল্। আমরাতো জাতি হিসেবে খুব বেশী ধর্মভীরু, তাই রমজানের সময়কার খদ্যদ্রব্যের মতই এখনও একই কাজ করেছি.............
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আসলেই.........। আপনাকেও অনেক শুভেচ্ছা।
ব্রাউজারের জটিলতার কারনে দেরীতে উত্তর দেওয়ারজনিত কারনে ক্ষমাপ্রার্থী।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৫
অগ্নি সারথি বলেছেন: নরম তুলতুলে বেল? কানের নিচে গরম করে দিলেন না কেন?
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দাম শুনে তব্দা খেয়েছিলাম যে............
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮
ফারজুল আরেফিন বলেছেন: কৎবেল কিনেন। বাজারে এখন প্রচুর, দামও কম, মানও ভালো, খেতেও ভালো, ভাবিও খুশি।
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কতবেল দিয়েকি শরবত হবে ?
এটা শুনলে তোমার ভাবি তোমার মাথায়ই কতবেল ভাংবে .........
৪| ১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪২
হাসান মাহবুব বলেছেন: বেলরে নোবেল দেয়া উচিত।
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: নোবেল রে আর কত নিচে নামাবেন। বেল রেও দিতে চান।
এক প্রেসিডেন্টরে দেয়া হইছে উনি বিশ্বশান্তির জন্য কাজ করবেন এই আশাবাদ ব্যাক্ত করিয়া, আরেক বাচ্চারে দেয়া হইছে নারীশিক্ষায় ভবিষ্যতে অবদান রাখবে এই আশায়, এখন মায়ের পেটে থাকা ভবিষ্যত সকল শিশুরে দেয়া্ উচিত ওরা আমাদের অবর্তমানে বিশ্ব চালাবে এই আশায়
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: কাঁচা বেল তুলতুলে হয় ! কখনও দেখিনি !
সে কারনেই হয়তো রবীন্দ্রনাথ বলেছিলেন ,
''সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।''
শুভেচ্ছা