নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিরিয়া ইস্যুতে আমেরিকা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গত কয়েক বছরের কার্য্যক্রম ও তার পরিপ্রেক্ষিতে রাশিয়ার পাল্টা অবস্থানই এই পোষ্ট দিতে আমাকে উৎসাহিত করেছে। যদি আরেকটি বিশ্বযুদ্ধের মত পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সমরশক্তিতে কার অবস্থান কোথায় তা এই পোস্টে চোখ বুলালেই কিছুটা হলেও ধারনা করা যাবে। একটি যুদ্ধ শুধুমাত্র সমরশক্তি দিয়ে হয়না। অনেক আনেক পারিপার্শিকতা এখানে নিয়ামক। এবিষয়ে অনলাইনে অনেক অনেক সাইট ও কন্টেন্টস বিদ্যমান। তারই সহায়তায় এই ক্ষুদ্র প্রয়াস। সমরশক্তিতে ১ নম্বরে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপর পর্যায়ক্রমে রাশিয়ান ফেডারেশন, চায়না, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, সাউথ কোরিয়া, জার্মানী, জাপান এবং ১০ নম্বরে আছে টার্কি। পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের অবস্থান ৫৩ তম। গ্লোবালী মোট ১২৬ টি দেশ এই লিষ্টে স্থান পেয়েছে। তাহলে এবার আমরা মূল কন্টেন্টস এ চোখ বুলিয়ে নেই:
অবস্থান : ১ম /২য় /৩য় /৪র্থ /৫ম /৬ষ্ঠ /৭ম /৮ম /৯ম /১০ম /৫৩ তম
দেশ : ইউএসএ/রাশিয়া/চায়না/ইন্ডিয়া/ইউকে/ফ্রান্স/সাউথকোরিয়া/জার্মানী/জাপান/টার্কী/বাংলাদেশ
মোট জনশক্তি: ৩২.০২/১৪.২৪/১৩৫.৫৬/১২৩.৬৩/৬.৩৭/৬.৬৩/৪.৯০/৮.১০/১২.৭১/৮.১৬/১৬.৬৩ কোটি
কর্মক্ষম জনশক্তি: ১৪.৫২/৬.৯১/৭৪.৯৬/৬১.৫২/২.৯২/২.৮৮/২.৫৬/৩.৬৪/৫.৩৬/৪.১৬/৩.৬৫ কোটি
যুদ্ধে যাবার মত জনশক্তি: ১২.০০/৪.৬৮/৬১.৮৬/৪৮.৯৬/২.৪০/২.৩৭/২.১০/২.৯৫/৪.৩৯/৩.৫০/৬.৬১ কোটি
প্রতিবছর যুদ্ধে যাবার যোগ্য হয়: ৪২/১৩/১৯৫/২২৯/৮/৮/৭/৮/১২/১৪/৩৩ লক্ষ
একটিভ ফোর্স : ১৪/৮/২৩/১৩/২/২/৬/২/৩/৪/৪ লক্ষ
রিজার্ভ ফোর্স : ১১/২৫/২৩/২১/২/২/২৯/১/১/২/২৩ লক্ষ
স্থলশক্তি
ট্যাংক : ৮৮৪৮/১৫৩৯৮/৯১৫০/৬৪৬৪/৪০৭/৪২৩/২৩৮১/৪০৮/৬৭/৩৭৭৮/৬৮০ টি
আর্মার্ড ফাইটিং ভেহিকেল : ৪১০৬২/৩১২৯৮/৪৭৮৮/৬৭০৪/৫৯৪৮/৬৮৬৩/২৬৬০/৫৮৬৯/২৮৫০/৭৫৫০/৯৪২ টি
এসপিজি : ১৯৩৪/৫৯৭২/১৭১০/২৯০/৮৯/৩২৫/১৯৯০/১৫৪/২০২/১০১৩/১৮ টি
আর্টিলারি : ১২৯৯/৪৬২৫/৬২৪৬/৭৪১৪/১৩৮/২৩৩/৫৩৭৪/০/৫০০/৬৯৭/০ টি
এমএলঅারস : ১৩৩১/৩৭৯৩/১৭৭০/২৯২/৪২/৪৪/২১৪/৫০/৯৯/৮১১/৩২ টি
বিমানশক্তি
মোট এয়ারক্রাফট : ১৩৮৯২/৩৪২৯/২৮৬০/১৯০৫/৯৩৬/১২৬৪/১৪১২/৬৬৩/১৬১৩/১০২০/১৩৮ টি
ফাইটার : ২২০৭/৭৬৯/১০৬৬/৬২৯/৮৯/২৮৩/৩৯৯/১০৫/২৮৯/২২৩/৪৫ টি
এটাকিং এয়ারক্রাফট : ২৭৯৭/১৩০৫/১৩১১/৭৬১/১৬০/২৫৭/৩৯৯/১৯২/২৮৯/২২৩/৪৫/৪৫ টি
ট্রান্সপোর্ট এয়ারক্রাফট : ৫৩৬৬/১০৮৩/৮৭৬/৬৬৭/৩৬৫/৬৮৯/৩৪২/৩২২/৫২৯/৪৩৯/৬১ টি
ট্রেইনিং এয়ারক্রাফট : ২৮০৯/৩৪৬/৩৫২/২৬৩/৩৪৩/২৬৪/২৭৭/৪৯/৪৩২/২৭৩/৩৮ টি
হেলিকপ্টার : ৬১৯৬/১১২০/৯০১/৫৮৪/৪০২/৬০১/৬৬৮/৩৫৫/৭৪১/৪৪৩/৫১ টি
এটাকিং হেলিকপ্টার : ৯২০/৪৬২/১৯৬/২০/৬৫/৪৬/৭৭/৩৪/১২২/৫৯ /০ টি
নৌশক্তি
নেভাল স্ট্রেংথ পয়েন্ট : ৪৭৩/৩৫২/৬৭৬/২০২/৬৬/১১৩/১৬৬/৮১/১৩১/১১৫/১০০
এয়ারক্রাফট ক্যারিয়ার : ২০/১/১/২/১/৪/০/০/২/০/০ টি
ফ্রিগেট : ১০/৪/৪৭/১৫/১৩/২১/১১/১১/০/১৬/৭ টি/
ডেস্ট্রয়ার : ৬২/১২/২৫/৯/৬/০/১২/০/৪৩/০/০ টি
করভেটস : ০/৭৪/২৩/২৫/০/০/১৯/৫/০/৮/৬ টি
সাবমেরিন : ৭২/৫৫/৬৭/১৫/১০/১০/১৩/৪/১৬/১৩/০ টি
কোস্টাল ডিফেন্স ক্রাফট : ১৩/৬৫/১১/৪৬/২৮/২২/৮১/৮/৬/৫০/৫৫ টি
মাইন ওয়ারফেয়ার : ১১/৩৪/৬/৭/১৫/১৮/১০/১৫/২৯/৩২/৫ টি
রিসোর্স (পেট্রোলিয়াম) :
অয়েল প্রোডাকশন:৭৪.৪১/১০৫.৮০/৪৩.৭২/৮.৯৭/১১.০০/০.৭১/০.৪৮/১.৫৭/ ১.৩৩/০.৫৩/০.০৫ লক্ষ ব্যারেল/প্রতিদিন
প্রমাণিত অয়েল রিজার্ভ ২০৬৮০/৮০০০০/১৭৩০০/৫৪৭৬/৩১২২/৮৫/৬/ ২৫৪/৪৪/২৭০/২৮ লক্ষ ব্যারেল
বাৎসরিক সামরিক বাজেট : ৫৭৭১/৬০৪/১৪৫০/৩৮০/৫১৫/৪০০/৩৩১/৪০২/৪১৬/১৮১/১৬ কোটি ইউএসডলার
নোট: globalfirepower.com এর সহায়তায় এ পোষ্ট।
অনেক অনেক দিন পরে আবার নিয়মিত হবার ইচ্ছে হচ্ছে . চাইলে এই পোস্টটিকে এই ডেটা দিয়েই অনেক অনেক বড় করা যেত। সেটা এড়াতে চেয়েছি।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: চেষ্টা করব। তবে সমস্যা হলো এখন আর লিখার ধৈর্য্য হয়না। আজকে ২ বছর মোটেই কিছু লিখিনি। কমপক্ষে ৫০ টা পোস্ট শুরু করে শেষ করিনি বা পারিনি। এই পোস্টেও তার নমুনা আছে। মাঝে ইষ্টিশনে ও আমার ব্লগে নাম এন্ট্রি করাই সার হয়েছিলো।
অনেকেযে যুদ্ধ যুদ্ধ করে তাদের জন্যও এই পোষ্ট। আকেলমান্দের জন্য ইশারাই কাফি
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩
গেম চেঞ্জার বলেছেন: বাংলাদেশ নাকি ৫২তম ছিল? আমার এক বড়ভাই বললেন।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: স্বাগত: আমার ব্লগে। শায়মাপুর পোস্টে আপনা্র সুনাম দেখেছি। না বর্তমানে ৫৩ তম অবস্থান আামাদের
৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৯
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: চমৎকার তত্থবহুল পোষ্ট!
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: স্বাগতম আমার ব্লগে। অনেক অনেক ধন্যবাদ
৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৩
কিরমানী লিটন বলেছেন: চমৎকার তথ্য সমৃদ্ধ পোষ্ট,+++
আপনাকে সালাম ...
সতত শুভকামনা...
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: স্বাগত: আমার ব্লগে। সম্মানিত বোধ করছি, অনেক ধন্যবাদ........
৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০১
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ভাল তো ভাল না?
২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: না ভাল হয়ে উপায় আছে ?
৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৬
ডাঃ মারজান বলেছেন: অনেক ভালো পোস্ট। নতুন অনেক তথ্য জানলাম। শুভেচ্ছা রইল।
২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪
সুমন কর বলেছেন: তথ্যবহুল পোস্ট।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪০
বিদ্রোহী সিপাহী বলেছেন: ভাই যে লিষ্টি দিলেন তা দিয়া তো শ'খানেক পৃথিবী মহাশূণ্যে মিলিয়ে দেওয়া যাইবো।
যুদ্ধ নয় শান্তি চাই।
ভাল লাগল ভাই। ভাল থাকবেন।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আসলেই তাই। হ্যাঁ যুদ্ধ নয় শান্তি চাই। আপনিও ভাল থাকবেন।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২
এহসান সাবির বলেছেন: অনেক তথ্য জানলাম।
+++
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের সেনা বাহিনী এখন পৃথিবীর পুলিশ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: শান্তিরক্ষী হিসেবে সেটা আসলেই ঠিক। তবে বসে বসে খাওয়ার চাইতে সেটাই ভাল নয় কি ? তাছাড়া একবার বিদেশের মিশনে ঘুরে আসতে পারলেই আর্থিক বেনিফিট ব্যাক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করে।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার নিয়মিত হবার অপেক্ষায় আছি! পোস্টে আরো একটু টাইম দিতেন! বাংলাদেশী বহুত পাবলিক যুদ্ধে যাইবার জন্য অস্থির। তাদের জন্য কিছু ছবি টবি দিয়া বাস্তব অবস্থা বুঝানোর দরকার আছে।