নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতিঝিল অফিস পাড়া, মোহামেডান স্পোর্টিং ক্লাব গেইট। আজ দুপুর আনুমানিক ১ টা প্রায়। সিটি সেন্টারে কাজ সেরে ভেতরের রাস্তা দিয়ে হেঁটেই শাপলা চত্তরে নিজের অফিসে ফিরছিলাম। দুর থেকেই কয়েকটা কুকুরের হল্লা চিল্লা দেখে একটু সাবধান হতেই হলো। বলাতো যায়না, পশু বলে কথা। সামনাসামনি এসে ভাল করে লক্ষ্য করে থমকে গেলাম। মোট ৬ টা কুকুর। ৪টা ঠায় পাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। বাকী দুটার একটা অন্যটাতে উপগত। মেয়ে কুকুরটা কঠিনভাবে অনিচ্ছুক। সেই চিৎকার করে প্রতিবাদ করছে। রীতিমত তার অসহায় গোঙ্গানি কানে লাগছে। পাশ দিয়ে পার হতে গিয়ে লক্ষ্য করলাম আরো কয়েকজন পথচারীও এই বিষয়টা লক্ষ্য করে দু একটা মন্তব্য করলেন।
মনটা বিষাদে ভরে উঠলো যে বিষয়টায়, পশুদের ভিতরে জোর জবরদস্তিমুলক মিলন সাধারনত দেখিনি, দেখেছি একজনের অন্যায় আচরনে অন্যরা বরং ঘেউ ঘেউ শব্দ করে হলেও দুর থেকে প্রতিবাদ জানাতে। আর মানুষের ভিতরে দেখেছি বরং এই হিংশ্রতা। দেখেছি অন্যের প্রতি ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ না করে নিশ্চুপ হয়ে তা দেখে যেতে। মানুষের এই নোংরা আচরন পশুরাও কি আত্বস্থ করছে ইদানিং। পাশবিকতা আর মানবিকতার পার্থক্য নিরুপন করতে আমি আর পারছি না।
২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আসলেই দুঃখজনক.........
২| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
ঢাকার বিশৃংখলা পরিবেশ, জীবন ও প্রকৃতির উপর প্রভাব ফেলছে, মনে হয়।
২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যাঁ, সেটাই মনে হয়..........
৩| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৬
মিঃ আতিক বলেছেন: রাস্তায় ছেড়ে দেয়া কুকুর গুলো অসম্ভব ভয় লাগে।
২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমারও একই অবস্থা.....
৪| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৭
কামরুন নাহার বীথি বলেছেন:
২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন:
৫| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫
হাসান মাহবুব বলেছেন: মানুষের কাছে দেখে শিখতেছে।
২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দুঃখজনক হলেও তাই দেখছি..........
৬| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৫
সনেট কবি বলেছেন: অবশেষে তারাও প্রতিবাদের ভাষা হারিয়েছে।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আসলে প্রকৃতিতে প্রতিটি প্রাণই একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত.............
৭| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: সবকিছু নষ্টদের অধিকারে চলে যাচ্ছে!
১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অলরেডী গ্যাছেও........ক্যামন আছেন কবি ?
৮| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: এই তো আছি! আপনার কী হাল?
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অফিসিয়ালী বাজে একটা সময় কাটাচ্ছি..........
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫২
চানাচুর বলেছেন: আসলেই