নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিক এর বাংলা ব্লগ

মেঘনা পাড়ের ছেলে

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত

মেঘনা পাড়ের ছেলে › বিস্তারিত পোস্টঃ

মানুষ কিংবা কুকুরের গল্প

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০০

শারীরিক অসুস্থতার জন্য অনলাইনে বলতে গেলে আসা হয়ই না। তারপরও গত কয়েকদিন যাবত যখনই অনলাইনে আসি প্ল্যাকার্ড ও ফেষ্টুন সহকারে কিছু জীব'কে দেখি শহর থেকে কুকুর নিধণের দাবী জানাতে। এই দাবীর সাথে আমাদের দক্ষিণের মেয়র সাহেবও নাকি একমত। এই নিধনকারীদের দাবি, কুকুর নাকি যেখানে সেখানে মলত্যাগ করে পরিবেশ নষ্ট করে, মানুষকে কামড়ায়, বাইক চালকদের চলার পথে বিঘ্ন ঘটায়।

আমি আশ্চর্য হয়ে যাই, যেই দোষগুলো কুকুরদের দেয়া হচ্ছে, সেই প্রতিটি দোষ এই শহরের মানুষগুলো উপর্যুপরি বছরের পর বছর করে যাচ্ছে। পারলে এই শহর থেকে কিছু মানুষ কমান দেখি কিছু নিয়মকানুন করে, তাহলে এই শহরের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

আমি শহরের যে এলাকায় থাকি সেখানকার কুকুর গুলো এখানকার কোন মানুষকে কামড়িয়েছে বা তাড়া করেছে এটা এখানকার কেউ বলতে পারবে না। তাদের নিজেদের খাবারটা তারা প্রকৃতি থেকে জোগাড় করে নেয়। তারপরও কয়েকজন মহতপ্রাণ মানুষ প্রকৃতির এই সন্তানদের খাবারের সংস্থান করার চেষ্টা করে, যা দেখে মনটা আদ্র হয়ে উঠবে যে কোন মানবের। আমি প্রতিনিয়ত দেখি যে কয়েকজন মানুষরুপি এঞ্জেল এই কাজটা করে, তারা আমাদের সমাজের তথাকথিত ড্যাডি-মাম্মির সন্তান না, অতি সাধারণ খেটে-খাওয়া মানুষ, যারা এই খাবারের ছবি ফেবু'তে দিয়ে লাইক কমেন্ট আশা করে না।

মাদার তেরেসা'র একটা কথা এখানে প্রাসঙ্গিক হবে। তিনি বলেছিলেন - "দৃশ্যমান সৃষ্টির প্রতি যদি তোমার ভালোবাসা না আসে, তাহলে অদৃশ্য স্রষ্টার প্রতি তোমার ভালোবাসা কিভাবে আসবে?"

এই পৃথিবীটা শুধু মানুষের একার না, প্রতিটি প্রাণ এরই এখানে সমান অধিকার, এটা ভুলে গিয়ে শুধু নিজে একা বাঁচার চেষ্টা যে ঠিক ছিলো না, তা কি কভিড-১৯ এসে আমাদেরকে এখনো শেখায়নি?

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথমেই বলুন শরীর এখন কেমন।

দ্রুত সুস্থ হয়ে উঠুন প্রার্থনা।

আর বলবেন না। এরম জীবরা ভয়াবহ!
আমার এখানে প্রথম ১ টি কুকুরকে নিয়মিত বিস্কিট খাওয়াতাম। এখন সংখ্যায় বেড়ে হয়েছে চারটি।
চেষ্টা করি সকাল বিকাল সামান্য অংশনিতে তার খাদ্য সহায়তায়!
কিছু জীব হাহা রারা করে তেড়ে ওঠে।

যত দোষ নন্দ ঘোষ। নিজেদের সামগ্রীক কুক্কুরীয় স্বভাবকে অবলা প্রাণীর উপর চাপিয়ে দায় মোচনের কু চেস্টা তাদের দাবী!

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এক্সিডেন্টের শুরুর দিকের চেয়ে ভাল, দোয়া করবেন।

আমি ভাবতে পারিনা অন্য একটা অবলা জীবকে হত্যা করার দাবী তুলে এরা নিজেকে কিভাবে সৃষ্টির সেরা জীব বলে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৫

ফকির মোঃ রবিউল হাসান বলেছেন: যথার্ত বলেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ সহমত প্রকাশের জন্য

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩২

শেরজা তপন বলেছেন: সামুতে আপনাকে দেখে ভাল লাগল। আশা করি ফেসবুকের মোহ ছেড়ে নিয়মিত হবেন এখানে।

কুকুর নিয়ে আপনার সাথে সম্পূর্ণভাবে একমত।
চোরেরা আরো নির্বিঘ্নে চৌর্যবৃত্তি করার সহজ পন্থা হিসেবে কুকুর নিধন করতে চাচ্ছে। আমাদের ঢাকা শহরের সবচাইতে বিশ্বস্ত পাহারাদারকে না হটাতে পারলে অনেকেরই শান্তি নেই।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: না ভাই, ফেসবুকের মোহে কখনও পড়িনি সেভাবে। তবে '১৩ এর অসভ্য ঘটনাবলীর পর বাসার চাপে নিজেকে সরিয়ে নিয়েছিলাম অনেক অনেক ব্লগারের সাথে।

"চোরেরা আরো নির্বিঘ্নে চৌর্যবৃত্তি করার সহজ পন্থা হিসেবে কুকুর নিধন করতে চাচ্ছে। আমাদের ঢাকা শহরের সবচাইতে বিশ্বস্ত পাহারাদারকে না হটাতে পারলে অনেকেরই শান্তি নেই।" - আপনার এই কথার সাথে কঠিনভাবে একমত না হয়ে উপায় নাই।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫১

নতুন নকিব বলেছেন:



অবলা প্রাণির প্রতি যাদের মমতা নেই, দরদ নেই, দায়বোধ নেই; তারা মানুষ হয় কিভাবে আমার বুঝে আসে না। প্রাণিকুল মেরে সাফ করার এমন ঘৃণ্য দাবি এবং উদ্যোগের নিন্দা জানাই। যারা এগুলো করছেন তাদের বোধোদয় হোক। চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।

আপনি অসুস্থ ছিলেন জানতাম না। এই পোস্টে এসে জানলাম। সুস্থতার জন্য প্রার্থনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমার সুস্থ্যতার জন্য দোয়া করায়।

"অবলা প্রাণির প্রতি যাদের মমতা নেই, দরদ নেই, দায়বোধ নেই; তারা মানুষ হয় কিভাবে আমার বুঝে আসে না।" - হ্যাঁ, আমারও কথা এটাই, অবলা প্রাণীকে যে মমতা দেখাতে পারে না সে মানুষ হয় কিভাবে ?

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৭

সাগর শরীফ বলেছেন: আনারসে বাজি দিয়ে মেরে ফেলা হাতির প্রতি সহমর্মিতা দেখিয়ে এখন কুকুর নিধনের পক্ষে থাকা মানুষগুলোকে একবার দেখতে চাই আমি।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যাঁ সেটাই। ফেসবুকে বা অনলাইনের বিভিন্ন সামাজিক সা্ইটে এদের দেখা গত কিছুদিন দেখা যাচ্ছে ব্যপকভাবে.....

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের অনেক নাগরিক কুকুরের মতো বুদ্ধিমান নন।

(৬ নং মন্তব্যটা মুছে দেবেন, প্লীজ)

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: একটুও ভুল বলেন নি, বরং মুছে দেয়া কমেন্টটি আমার বেশী পছন্দ হয়েছিল।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০২

আহমেদ জী এস বলেছেন: মেঘনা পাড়ের ছেলে,



ভালো বলেছেন -
"যেই দোষগুলো কুকুরদের দেয়া হচ্ছে, সেই প্রতিটি দোষ এই শহরের মানুষগুলো উপর্যুপরি বছরের পর বছর করে যাচ্ছে। পারলে এই শহর থেকে কিছু মানুষ কমান দেখি কিছু নিয়মকানুন করে, তাহলে এই শহরের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।"

কভিড-১৯ কেন ? কভিড- ৮৪ এসেও আমাদের কিছুই শেখাতে পারবেনা!

আপনার শারীরিক সুস্থ্যতা কামনা করছি।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন:
অনেক ধন্যবাদ আমার সুস্থতা কামনা করার জন্য।

আসলেই কভিড- ৮৪ এসেও আমাদের কিছুই শেখাতে পারবেনা! সব দেখেশুনে তাই মনে হচ্ছে।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৮

নেওয়াজ আলি বলেছেন: কিছুদিন আগের একটা ঘটনা অনেক লোকজন একজনকে মারছে অন্য সবাই ছবি তোলায় ব্যস্ত শুধু একটা কুকুর ঘেউ ঘেউ করে প্রতিবাদে চিৎকার করেছে । কে ভালো

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এই অবলা জীবদের ভেতরে যেটুকু সেন্স ও সেন্সেবিলিটি আছে, আমাদের মানুষদের অনেক তথাকথিত শিক্ষিতদের মাঝেও তা অবশিষ্ট নেই এখনকার সমাজে।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর গল্প।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: গল্প নয়, সত্যি

১০| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩১

শায়মা বলেছেন: ভাইয়া

আমি ভাবছিলাম তুমি ব্লগে আর আসোনা।

তাই খুঁজতে এলাম।

কেমন আছো?

যাইহোক পোস্ট দেখে মন খারাপ হলো। কুকুরগুলোকে মানুষের হাতে মরতে হয়। :(

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আসলেই আসিনাতো আপি তাই উত্তর দিতে দেরি হলো। তুমি ভালো আছ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.