নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃসহ এই কভিড-১৯জনিত দহনকাল একদিন শেষ হবে। প্রতিটি মানুষ তার কাজে আবার ফিরবে। বাচ্চাদের কলকাকলীতে মাঠ-ঘাট, স্কুল-কলেজ_বিশ্ববিদ্যালয় প্রাংগন আবার ভরে উঠবে। সব নোংরামি, ইতরতা, অসভ্যতা, পেছন ফিরে থাকা, কূপমন্ডুকতাকে পায়ে দলে এই ভুখন্ড আবার মানুষের হবে।
ইতিহাসের পথ ধরে শিক্ষার, জ্ঞানের, আশাবাদীতার জয় হবে, বিজ্ঞানের জয় হবে। শেষ বিচারে জয় হবে মানুষের।
বিশ্বের প্রায় ৮০০ কোটি মানুষের মাঝে রমজান মাসের প্রথম দিনে প্রায় ১৮০ কোটি মুসলিমকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আর বাংলা সনের প্রথম দিনে বিশ্বের ৩০ কোটি বাংগালীকে নতুন বছরের শুভেচ্ছা।
এখানে মাদার তেরেসা'র সেই বিখ্যাত কথাটা প্রাসঙ্গিক হবে। তিনি বলেছিলেন - "দৃশ্যমান সৃষ্টিকে যদি তুমি ভালোবাসতে না পার, তাহলে অদৃশ্য ঈশ্বর বা আল্লাহকে তুমি কিভাবে ভালোবাসবে?"
বুখারী শরিফের ১০ নং হাদিস এর বক্তব্যও প্রনিধানযোগ্য -'যার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ থাকে, সেই প্রকৃত মুসলিম।'
সুরা বাকারা'র ২১৭ নং আয়াতে আল্লাহ বলেছেন " ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়েও ভয়ানক।" আরবি ফিতনা শব্দের মানে হল নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা, প্রভৃতি।
সংযুক্তিঃ সম্মানিত যারা সামাজিক যোগাযোগের সাইটগুলোকে তাদের ব্যাক্তিগত ধর্মাচরণের শো অফ করতে করতে অস্থির হয়ে যান, তাদেরকে ইসলাম ধর্মে "রিয়া" শব্দ দিয়ে কি বুঝায়, আর রিয়া'র শাস্তি কি তা একটু গুগল এ নক করে দেখতে বলব।
মা-আস-সালাম।
১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮
শায়মা বলেছেন: ভাইয়া শুভ নববর্ষ। ভালো থাকো অনেক অনেক।
১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: তোমাকেও শুভেচ্ছা আপি।
৩| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
আমাদের সংবিধান নাগরিক দায়িত্ব ও নাগরিক অধিকার নিয়ে কি বলেছে?
১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সংবিধান অনেক কথাই বলেছে, কিন্তু তার নাগরিকরা সেটা বোঝার মত মানষিক অবস্থায় উন্নিত হতে পারে নি
৪| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
বুখারী শরীফে যা বলা হয়েছে, আজকের মানুষ সেটা থেকে কম বুঝেন, নাকি বেশী জানেন?
১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ১৩-১৪ শত বছর আগের মানুষ যতটা বুঝতে সক্ষম ছিলো, সামান্য ব্যাতিক্রম বাদ দিলে এই ভুখন্ড বাদে বাকি দুনিয়ায় মানুষ তার চেয়ে বেশি বুঝে মনে হয়।
৫| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: নবর্বষ টা সুন্দর করে পালন করতে পারলাম না।
১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বেচে থাকলে পালনের অনেক সুযোগ পাব আমরা
৬| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: সংবিধান অনেক কথাই বলেছে, কিন্তু তার নাগরিকরা সেটা বোঝার মত মানষিক অবস্থায় উন্নিত হতে পারে নি
-নাগরিকেরা সেটা না বুঝলে, তারা সেটার জন্য যুদ্ধ করেছিলো? কি যে বলেন নিজেও জানেন না। বাংলাদেশের সংবিধান কত পৃষ্ঠা?
১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সিংহভাগ নাগরিক শিক্ষা ও কমন্সেন্স এর অভাবে নিজেদের অধিকার ও দ্বায়িত্ব বুঝতে অপারগ, এটা নিশ্চয়ই অস্বীকার করবেন না
৭| ১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
নেওয়াজ আলি বলেছেন: শুভ বাংলা নববর্ষ শুভেচ্ছা
১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা অফুরান।
৮| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৯
আহমেদ জী এস বলেছেন: মেঘনা পাড়ের ছেলে,
নতুন বছরের শুরুতেই তুমুল বাসনা করে গেলেন ----
"পৃথিবীটা মানুষের হোক...............
সব নোংরামি, ইতরতা, অসভ্যতা, পেছন ফিরে থাকা, কূপমন্ডুকতাকে পায়ে দলে এই ভুখন্ড আবার মানুষের হবে।"
আপনাকেও বৈশাখী শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও অফুরান শুভেচ্ছা
৯| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৭
শায়মা বলেছেন:
ভাইয়া পান্তাভাত আর আমার পান্তাবুড়িকে নিয়ে এলাম।
১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপি, তোমাকে এবং তোমার পান্তাবুড়িকে অফুরন্ত শুভেচ্ছা
১০| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:০০
শেরজা তপন বলেছেন: একটু দেরিতে আসলাম। ভালো আছেন তো ভাই? ভালো থাকবেন সব সময়...
২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভালো আছি, ভাই৷ তবে কভিড-১৯ পজিটিভ। এখন রিস্ক ফ্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মহামারি করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৭৮৭ জন। এ সময়ে
আরও ৫ হাজার ১৮৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আল্লাহ আমাদের দেশকে হেফজত করুন এবং পৃথিবী থেকে
মহামারী নামক গজবকে দূর করে দিন। আমিন