নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে
যাবে।
নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ-পরিষদ; চলে যাবে, অত্যন্ত উল্লাসে
চ’লে যাবে এই সমাজ-সভ্যতা-সমস্ত দলিল
নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র
আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে
নষ্টদের
অধিকারে। চ’লে যাবে শহর বন্দর ধানক্ষেত
কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির
পালক
মন্দির মসজিদ গির্জা সিনেগগ পবিত্র
প্যাগোডা।
অস্ত্র আর গণতন্ত্র চ’লে গেছে, জনতাও
যাবে;
চাষার সমস্ত স্বপ্ন আস্তাকুড়ে ছুঁড়ে একদিন
সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে
যাবে।
.....................................
.....................................
সবচে সুন্দর মেয়ে দুইহাতে টেনে সারারাত
চুষবে নষ্টের লিঙ্গ; লম্পটের অশ্লীল উরুতে
গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী।
চ’লে যাবে,
কিশোরীরা চ’লে যাবে, আমাদের তীব্র
প্রেমিকারা
ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা ক’রে চ’লে যাবে,
নষ্টদের
উপপত্নী হবে। এই সব গ্রন্থ শ্লোক মুদ্রাযন্ত্র
শিশির বেহালা ধান রাজনীতি দোয়েলের
স্বর
গদ্য পদ্য আমার সমস্ত ছাত্রী মার্ক্স-লেনিন,
আর বাঙলার বনের মত আমার শ্যামল
কন্যা-
রাহুগ্রস্থ সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক
আমি জানি তারা সব নষ্টদের অধিকারে
যাবে।”
- হুমায়ুন আজাদ কে পছন্দ করুন বা না করুন, তাকে উপেক্ষা করতে পারবেন না। সমকালেও চিন্তাশীল মানুষদের বাইরে উনি যে খুব জনপ্রিয় ছিলেন তা কিন্তু নয়। তাছাড়া উনি জনপ্রিয়তার পথে হাটেন নি। তার ভাষায়, 'জনপ্রিয়তা হচ্ছে নেমে যাবার সিড়ি'। সময়ের অনেক আগে জন্ম নেয়াদেরকে সমকালীন মানুষ মূল্যায়ন করতে পারে না, এটা ইতিহাসের শিক্ষা। আর তাই যেখানে সমকালীন জনপ্রিয়রা হারিয়ে যান তাদের প্রস্থানের সাথে সাথে, সেখানে এই ক্ষণজন্মারা মুল্যায়িত হন শত বা হাজার বছরের স্কেলে।
আমার জীবদ্দশায় দেখেছি, সমাজের সকল বর্গকে উদ্দেশ্য করে অপ্রিয় সত্যিটা বলতে পারতেন একমাত্র একজনই, তা হুমায়ুন আজাদ। আজ এই ক্ষণজন্মা'র জন্মদিন। উপরের কবিতাংশটি উনার 'সব কিছু নষ্টদের অধিকারে যাবে' কবিতা থেকে নেয়া।
আমাদের বর্তমান বাস্তবতা কিভাবে ৩০ বছর আগের এই কবিতায় কবি তুলে ধরেছেন তা লক্ষ্যনীয়। উনার একটা কথা দিয়েই এই নাতিদীর্ঘ লেখাটি শেষ করছি - "আমার লেখার যে অংশ পাঠককে তৃপ্তি দেয় সেটুকু বর্তমানের জন্য, আর যে অংশ তাদেরকে ক্ষুব্ধ করে তা ভবিষ্যতের জন্য।"
২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সত্যিকারের মানুষদের এই সমাজ সহ্য করতে পারে না
২| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৭
বোবাকান্না বলেছেন: বাকীটা আছে কী?
২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আসলেই নাই
৩| ২৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:০৯
অনল চৌধুরী বলেছেন: সে নিজেও নষ্ট ছিলো।
বাংলা একাডেমীতে ২০০০ সালে নিজেকে ক্ষমতাবান দেখানোর জন্য পুলিশকে থাপ্পর মেরে রাস্তার সন্ত্রাসীর মতো আচরণ করেছিলেন।
আরো অগণিত আছে।
২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: উনার নষ্ট কাজের লিস্ট বানিয়ে তাকে নিয়ে একটা বই লিখে ফেলেন, আমরা জেনে ধন্য হই
৪| ২৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৪৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সমাজের নেতৃস্থানীয়রা যে যার প্রয়োজনমতো নিয়ম কানুন বানিয়ে ফেলছেন যা তাদের জন্য একধরণের সুরক্ষার বলয় তৈরী করছে। তাই মামুনুলরা মূতা বিবাহের ডিফেন্স ব্যবহার করে অন্যায় করেও অনুসারীদের চোখে নিরাপরাধ হয়ে দিন পার করছেন। দরবেশ বাবারা জুয়ার বোর্ড বসিয়ে জনগণের কষ্টার্জিত সম্পদ লুট করে ফুলে ফেঁপে মোটা হচ্ছেন কোনো বাধাবিপত্তি ছাড়াই। আর আজিজ মোহাম্মদ, আনভীর মোহাম্মদ (আকবর) রা সালমান শাহ, মোশারাতকে দুনিয়া থেকে গায়েব করেও পার হয়ে যাচ্ছেন অবলীলায়।
২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যাঁ, এগুলো প্রমাণিত তিক্ত সত্যি, যা আজাদেএল্র অবজারভেশনকে প্রমাণ করে
৫| ২৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৮
বিবেকহীন জ্ঞানি বলেছেন: একজন হুমায়ন আজাদের কবিতাত বড্ড অভাব আজ।
২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যাঁ, তাই
৬| ২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৭
শেরজা তপন বলেছেন: বড্ড সাহসী কবিতা।
ধন্যবাদ আপনাকে কবিতার পাশাপাশী আলোচনাটুকুর জন্য।
* এখন ভাল আছেনতো আপনি?
২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ধন্যবাদ আপনাকেও ভাই। এখন ভালো আছি, আবার নিয়মিত হতে চাই এখানে, মাঝে মাঝে হলেও।
৭| ২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৯
বোবাকান্না বলেছেন: কমেন্ট ব্যান হয় কেন তাতো জানিনা!
২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অন্য কারো পোস্ট এ আপনার কোন কমেন্ট এ কেউ যদি আক্রান্ত হয়েছেন মনে করেন বা এখানকার মডারেটর রা যদি সেই কমেন্টকে আপত্তিকর মনে করেন....
৮| ০৫ ই মে, ২০২১ রাত ১:৩৯
রাজীব নুর বলেছেন: একজন সত্যিকারের জ্ঞানী লোক।
০৮ ই মে, ২০২১ রাত ৯:৫৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: উনার মত মানুষ একটি সমাজে শতবছরে একআধবার আসে
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৩৮
কামাল১৮ বলেছেন: এমন মানুষের দরকার আজকে খুব বেশি।কিন্তু শয়তানরা তাকে বাঁচতে দিল না।সেই সাথে আরো অনেক কে।