নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিক এর বাংলা ব্লগ

মেঘনা পাড়ের ছেলে

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত

মেঘনা পাড়ের ছেলে › বিস্তারিত পোস্টঃ

আর কত খাবার রেস্টুরেন্ট দরকার এই শহরের বাসিন্দাদের?

০৬ ই মে, ২০২১ রাত ১০:৪৪


আপনাদের কি হিসেব আছে, এই শহরে খাবারের রেস্টুরেন্ট আর শপিং মলের সংখ্যা কত? পুরো শহরটাকেই তো এই দুটা জিনিস দিয়ে ভরিয়ে ফেলেছেন। এই শহরের কেন্দ্রস্থলে একমাত্র রমনা-সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া আর কই সবুজ আছে? প্রত্যেকটা বাড়ির নিচে রেস্টুরেন্ট বা দোকান! আর কত দরকার? এবার হাত দিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানের গাছগুলো কেটে রেস্টুরেন্ট বানানোতে! আজব এবং অসভ্য চিন্তাধারা! আপনাদের কাছে কেউ শহরের সবুজ কেটে আরও ৭ টা রেস্টুরেন্ট চাইছিল? আর কত খাওয়া লাগবে এই শহরের মানুষগুলির?

সারা বিশ্বের মিথেন গ্যাসের সবচেয়ে বড় উৎস এখন এই ঢাকা এটা আপনাদের জানা আছে? এই শহরে কোন দিনের অফিসিয়াল তাপমাত্রার চাইতে মিনিমাম ৮-১০ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা কেন অনুভূত হয় মাননীয়রা আপনারা বলতে পারেন?

আল্লাহরওয়াস্তে আমাদেরকে এবার মাফ করুন। রেস্টুরেন্ট বাদ দিয়ে একটা গাছ ও না কেটে স্বাধীনতা স্তম্ভ প্রকল্পটি বাস্তবায়ন করুন।

আর আজ দু'বছর হতে চলছে, শিশুপার্কটি সংস্কার উসিলায় বন্ধ। বাচ্চাদের কলকাকলীতে মুখরিত শিশুপার্কটি দ্রুত খুলে দেবার ব্যবস্থা নিন।

নোট ঃ লেখাটি আমার ফেসবুক পোস্ট এও দেয়া হলো।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২১ রাত ১১:১৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: মনে হয় রেস্টুরেন্ট বানিয়ে গাছেদেরও খেয়ে ফেলার ইচ্ছা আছে ।

০৮ ই মে, ২০২১ রাত ৯:৪৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: রেস্টুরেন্ট বাদ দিয়ে ১০ টা গাছও যদি রক্ষা করা যায় তা'ই করা উচিত

২| ০৬ ই মে, ২০২১ রাত ১১:২৩

নান্দনিক নন্দিনী বলেছেন: সম্ভবত এগুলো ব্যবসায়ী রাজনীতিবিদদের দরকার...

০৮ ই মে, ২০২১ রাত ৯:৪৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বুদ্ধিহীনরা রাজনীতিবিদ হলে যা হয় আর কি

৩| ০৬ ই মে, ২০২১ রাত ১১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: এইখানে লিখে বা ফেসবুকে লিখে যতটা লাভ হবে তার চেয়ে অনেক বেশী লাভ হবে ঐখানে উপস্থিত হয়ে প্রতিবাদটা জানালে।
হয়তো আপনি গিয়েছেন!

০৮ ই মে, ২০২১ রাত ৯:৪৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: প্রতিটি মানুষ তার জায়গা থেকে প্রতিবাদ করা উচিৎ

৪| ০৬ ই মে, ২০২১ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: রেস্টুরেন্টের চেয়ে গুরুত্বপূর্ন গাছ।
গাছের সুন্দর আর কিছু নাই। গাছ আমাদের বন্ধু। বন্ধুকে হত্যা করলে- আমাদেরই ক্ষতি।

০৮ ই মে, ২০২১ রাত ৯:৫০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: গাছের চেয়ে সুন্দর অন্য কিছু নেই

৫| ০৭ ই মে, ২০২১ দুপুর ১:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: বাঙালীরা দুটো কাজ ভালো পারে, খাওয়া আর বাচ্চা-কাচ্চা জন্ম দেয়া।

০৮ ই মে, ২০২১ রাত ৯:৫১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: একটুও ভুল বলেননি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.