নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিক এর বাংলা ব্লগ

মেঘনা পাড়ের ছেলে

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত

মেঘনা পাড়ের ছেলে › বিস্তারিত পোস্টঃ

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি...

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৮


অনুকূল পরিবেশে অথবা স্বার্থের বিপরীতে অথবা নিয়মের নিগড়ে ব্যাক্তি বা প্রতিষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন কে আর যাই বলা হোক না না কেন তা কোন মতেই ভালোবাসা নয়! ভালোবাসা অন্তরের অন্তস্হ ফল্গুধারার মতো, যা বয়ে চলে শত প্রতিকূলতা উপেক্ষা করে!

আজ বা গত ১২-১৪ বছরের অত্যাধিক অনুকূল পরিবেশ দেখে বংগবন্ধুকে হত্যা পরবর্তী ২০-২৫ বছর কে গোল্ডফিশ মেমোরির অনেকে ভুলে গেছে বা ভুলে যাবার অভিনয় করছে! আর নতুন প্রজন্ম কল্পনাও করতে পারবে না, কি দুঃসহ সময় গেছে সেই দিনগুলোতে!

আমরা যারা সেই অন্ধকার সময়ের শেষ দিকটা দেখে বড় হওয়া, আমাদের প্রজন্ম ও তার আগের প্রজন্ম সেই নির্মমতার সাক্ষী! একটা বা দু'টা প্রজন্ম কে পুরো মুক্তি সংগ্রাম ও তার কান্ডারী বংগবন্ধুকে ভুলে যেতে রাষ্ট্রের আইন কানুন ও প্রতিটি ক্ষমতা কেন্দ্র দিয়ে বাধ্য করা হয়েছিল!

আজ পত্রিকা, টিভি, মাইক ও চারিদিকে নিজের/নিজেদের স্বার্থে বংগবন্ধুকে নিয়ে যে উৎসাহ প্রদর্শন ক্ষেত্রবিশেষে তা অনেক সময় অসভ্যতাতেও রুপান্তরিত হচ্ছে তা আর যাই হোক ভালোবাসার বহিঃপ্রকাশ নয় কোনক্রমেই!

১৯৭৭ সালের সেই অন্ধকার সময়ের একুশের ভোরে বাংলা একাডেমি প্রাংগনে কবিতা পাঠের আসরে বাংলাভাষার জীবিত কবিদের মাঝে শ্রেষ্ঠ কবি নির্মলেন্দু গুণ প্রথম খুনীদের রক্তচক্ষু উপেক্ষা করে এই লাইনগুলি উচ্চারণ করেছিলেন। এই কয়েকটি লাইন ছিলো এই ভুখন্ডের মানবিক মানুষদের মনের কথা, যা দানব বা খুনিদের চিন্তার সম্পুর্ন বিপরীত!

"সমবেত সকলের মত আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি,
রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ গতকাল
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।

শহিদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট
গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।

সমবেত সকলের মত আমিও পলাশ ফুল খুব ভালবাসি,
'সমকাল' পার হয়ে যেতে সদ্যফোটা একটি পলাশ গতকাল কানে কানে
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।

শাহাবাগ এভিন্যুর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।

সমবেত সকলের মত আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে,
ভালোবাসা আছে, শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।

এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক,
না-ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক-ভগ্ন অপ্রস্তুত প্রাণের ঐ গোপন মঞ্জরীগুলো
কান পেতে শুনুক, আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক;
আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের
কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম,
আমি আজ সে স্বপ্নের কথা রাখলাম।

আমি আজ কারো রক্ত চাইতে আসি নি,
আমি আমার ভালবাসার কথা বলতে এসেছিলাম।"

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: মন দিয়ে পড়লাম।

১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

২| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০২

চাঁদগাজী বলেছেন:




শেখ হতয়ার সময় আপনার বয়স কত ছিলো?

১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: মাত্র ২ দিন

৩| ১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫০

শেরজা তপন বলেছেন: ইদানিং ব্লগে বেশ কম আসেন- কেমন আছেন?

১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আগের মতো উৎসাহ পাই না, তাই.....। ভালো আছি ভাইজান...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.