নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাশিয়ার প্রত্যক্ষ সহায়তায় ইউক্রেন এর ডনবাস এলাকায় নতুন দুটো স্বাধীন দেশের (দোনস্ক এবং লুহানস্ক) উদ্ভব বিশ্বকে নতুন এক বাস্তবতায় উপনীত করেছে। এবিষয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর দীর্ঘ বক্তব্য টি একটু অনুধাবনেই বোঝা সম্ভব, নিকট ভবিষ্যতে ইউক্রেনসহ আরও অনেকেই প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বাস্তবতায় ফিরে যাচ্ছে। তবে এই বাস্তবতা বিশ্বব্যাপী অনেক সংঘাত, রক্ত-মৃত্যু ও খাদ্যাভাব এর।
যতই হম্বিতম্বি করুক, আফগানিস্তান থেকে মার্কিনীসহ পশ্চিমাদের পশ্চাদপসরণ এর পর নতুন করে ইউক্রেন কে বাঁচাতে ওরা ফিরে আসবে না, এটা হলফ করে বলে দেয়া যায়।
মার্কিনযুক্তরাষ্ট্র কেন্দ্রিক বিশ্বব্যবস্থা চায়না-রাশিয়া দ্বারা ধীরে ধীরে রিপ্লেস হয়ে যাচ্ছে এটাই এখন দৃশ্যমান বাস্তবতা। আর চীনের চাওয়ার উপর ভিত্তি করে তাইওয়ানের ভবিষ্যতও অল্পসময়ে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।
গত কয়েক বছরে বিশ্বযে গনতন্ত্র উত্তর যুগে প্রবেশ করছিলো তা এই বাস্তবতায় আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এই বাস্তবতা অথরেটিয়ান যুগ। ইউরোপিয়ান কমিশন এর প্রধান উরসুলা ভন এর বক্তব্য নতুন বিশ্ব-বাস্তবতা বুঝতে সহায়ক হতে পারে। উনি কয়েকদিন আগে বলেন, বেইজিং ও মস্কো আইনের শাসনকে ‘সবচেয়ে ক্ষমতাধরের শাসন’ দিয়ে প্রতিস্থাপন করতে চায়।
গনতন্ত্র, মানবাধিকার অথবা ভালো-মন্দ ইস্যুতে পশ্চিম এর চোখে বিশ্বকে দেখা মনে হয় বন্ধ হতে চলছে। তবে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার স্টেপগুলো বৃহৎ প্রতিবেশীর পাশের ছোট প্রতিবেশিদের জন্য ভয়ংকর উদাহরণ হয়ে রইলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ঠিক, এর ব্যাপক সম্ভাবনা আছে.....
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৬
সোনাগাজী বলেছেন:
চীন তাইওয়ান ব্যতিত আরো কোন এলাকাকে দখল করবে নাকি? তাইওয়ান তো এক সময় মুল চীনেরই অংশ ছিলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমার মনে হয়, এর পরের স্টেপ ভারতের অরুনাচল...
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৩
নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: আমার মনে হয়, এর পরের স্টেপ ভারতের অরুনাচল...
এটা দরকার। ভারতের একটা উপযুক্ত শিক্ষা এখন দরকার। পাশ্ববর্তী দেশগুলিতে অতিরিক্ত মাথা ঘামানো শাস্তি একান্ত এদের দরকার।
রাশিয়া ইউক্রেন দখল করে নিলেই কেউ সেখানে ইউক্রেন বাচাতে যাবে না । যতই লম্ফ ঝম্ফ করুক না কেন বাইরের দেশগুলি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভারতের উপর যেকোন আক্রমন আমাদের জন্য বিপর্যয়কর হবে..........
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৮
আগন্তুক৬৯ বলেছেন: চীন যদি ভারতের অরুণাচল বা লাদাখের জায়গা নতুন করে দখল করার চেষ্টা করে, তবে ভারত কি চীনকে প্রতিহত করতে পারবে। নাকি চীন মৌখিকভাবে অরুণাচলের উপর দাবী করবে।
আর চীন যদি তাইওয়ানকে দখল করে তবে আমেরিকা তখন কি করবে।
আপনার কি মনে হয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বর্তমান ভারতীয় সরকার চুপচাপ মাইর খেয়ে মেনে নেবে। ওদের যত হম্বীতম্বী ছোটদের সাথে। আর চীন তাইওয়ানকে দখলে নিলে আমেরীকা নিজেই আরও ব্যকফুটে চলে যাবে, চীনের পন্য বর্জন ও অবরোধ আরোপ করা ছাড়া।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৮
সোবুজ বলেছেন: ভৌগলিক বিশ্বব্যবস্থায় বিরাট একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।সেই সাথে নতুন মেরুকরণের ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যাঁ, নতুন মেরুকরনই এখন বাস্তবতা।যা আমাদের জন্য বিপর্জয়কর নিশ্চিতই
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩১
জ্যাকেল বলেছেন: বুঝা যাইতেছে আমেরিকার টাইম ওভার। এখন সময় চীন, রাশার। যদি তা-ই হই তবে কিন্তু আমাদের জন্য আরো ভয়ংকর পাজল উপস্থিত হইবে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: না, আমেরিকার টাইম এত সহজেই ওভার হবার নয়। তবে আমাদের জন্য ভয়ংকর হতে যাচ্ছে
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৮
এপোলো বলেছেন: ডোনাল্ড ট্রাম্পের বিদেশনীতি বিশ্বে মার্কিন প্রভাব অনেক কমিয়ে এনেছে। ট্রাম্প সবসময় পুতিনের প্রশংসা করে এসেছে। এমনকি গতকালও সে বলছে পুতিন তো খুব ভালো। ওই চার বছরে আমেরিকা দেশের বাইরে যা হারাইসে সেটা ফিরে পেতে ১০-১৫ বছর লেগে যেতে পারে।
সাথে সাথে এটাও সত্য যে, রাশিয়াকে বিশ্ববাসী এখনো তেমনভাবে মেনে নিতে পারছে না। সেই হিসেবে বিশ্বপুলিশ এর খেতাব রাশিয়া কিংবা চীন নিতে পারবে বলে সন্দেহ রয়ে যায়। অহরহ টাকা হলেও কাতার যেভাবে বিশ্বে প্রতাপশালী দেশের তালিকায় নাম উঠাতে পারেনি এখনো, অনেক মিলিটারি পাওয়ার থাকলেও রাশিয়া বিশ্বমোড়ল এর স্থান দখল করতে পারবে বলে মনে হয় না। ইসরাইলের মানবাধিকার লঙ্গন মেনে নিয়েও আমেরিকা শীর্ষ প্রতাপশালী দেশ হিসেবে টিকে আছে বেশিরভাগ মানবসভ্যতা কর্তৃক গ্রহণযোগ্য সরকার পদ্ধতি ও বিদেশে কূটনৈতিক অবস্থানের কারণে। সরকারে স্থিতিশীলতা না থাকলে এই পজিশন বজায় রাখা সম্ভব না। রাশিয়ার সরকারে গণতন্ত্রও নাই, দ্বিতীয় কোনো সরকারও এখনো ক্ষমতায় আসেনি স্থিতিশীলতা আছে কিনা সেটা দেখার জন্য। সেই হিসেবে আমি এখনই রাশিয়াকে ওরকম ভাবে গ্রহণযোগ্য হিসেবে দেখছি না।
তবে আমি সবজান্তা শমসের নই আর ভবিষ্যৎও আর আমার কথায় চলবে না। আমেরিকার গদি একটু নড়বড়ে সেটা দিবালোকের ন্যায় স্পষ্ট। বিশ্ব রাজনীতিতে কিছুটা পরিবর্তন আসতেছে সে সম্পর্কে কোনো সন্দেহ নাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সুন্দর অবজারভেশন। নিশ্চিতভাবে কিছুই আসলে বলা যায় না, অনেক যদি কিন্তুর উপর সব কিছু নির্ভরশীল
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৭
গরল বলেছেন: রাশিয়া ও চীন এর উথ্বান হলে আবারও রাজতন্ত্র , রাজ্য দখল, কয়েদরাজ্য এসব ফিরে আসার সম্ভবনা আছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: চীন এর উথ্থান বিশ্বের জন্য সুখকর হবে না এটা নিশ্চিতভাবেই বলা যায়।তবে রাশিয়ার উথ্থান বিশ্বে ভারসাম্য নিয়ে আসবে।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৩৪
নেওয়াজ আলি বলেছেন: এই রিপ্লেস হতে কিছুটা সময় লাগলেও রিপ্লস হওয়াটা দরকার । চীন সবসময় ভারতকে দৌড়ের উপর রাখবে তবে দখল করবে বলে মনে হয় না
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভারত দৌড় এর উপর থাকা আমাদের জন্য সুখকর না হয়ে বিপর্যয়কর হতে পারে
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪
আল আমিন হাসান সাদেক বলেছেন: মালদ্বীপ । পর্যটকদের স্বর্গরাজ্য । দুরবীন বাংলা । Maldives । DURBEEN BANGLA
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: মদন এর মত কাজ করতে গিয়ে লজ্জা হওয়া উচিত।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: ইউক্রেন আজ অসহায়। ৭১ এ আমরাও বড্ড অসহায় ছিলাম। তবুও আমরা জয়ী হয়েছি। কখন কি ঘটে বলা যায় না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ইউক্রেন এর জয়ী হবার উপায় নেই
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৭
নতুন বলেছেন: আগামীতে আমেরিকা মুসলিম দেশের সাথে বন্ধুত্ব করবে আর আল কায়দার কায়দা বন্ধ হবে।