![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* স্টকহোম সিন্ড্রোম হলো এমন এক মানসিক অবস্থা, যেখানে জিম্মি বা নির্যাতিত ব্যক্তি তার নির্যাতনকারীর প্রতি সহানুভূতি বা ভালোবাসা অনুভব করতে শুরু করে।
* ট্রমা বন্ডিং হলো এমন এক মানসিক বন্ধন, যেখানে নির্যাতিত ব্যক্তি ভয়, নির্ভরতা ও মানসিক যন্ত্রণার মধ্যেও তার নির্যাতনকারীর প্রতি গভীর আবেগ বা আসক্তি অনুভব করে।
* স্যাডিস্ট হলো সেই ব্যক্তি, যে অন্যকে শারীরিক বা মানসিকভাবে কষ্ট দিয়ে আনন্দ বা তৃপ্তি পায়।
* ম্যাচোকিস্ট হলো সেই ব্যক্তি, যে নিজে শারীরিক বা মানসিক যন্ত্রণায় আনন্দ বা তৃপ্তি অনুভব করে।
A এবং B স্বামী স্ত্রী। B এর অভিযোগ A এর প্রতি যে A স্যাডিস্ট। কিন্তু A এটা মানতে নারাজ, সে বলে বরং B নিজেই ম্যাচোকিস্ট। কথা আরও বাড়ে, তখন A বলে আমি যদি স্যাডিস্ট হই তাহলে তুমি আমার সাথে আছো কেনো? তুমি আসলে স্টকহোম সিন্ড্রোমে আক্রান্ত। B তখন বলে আমি স্টকহোম সিন্ড্রোমে আক্রান্ত নই, বরং আমি ট্রমা বন্ডিং এর শিকার!
গত কিছুদিন বহুল আলোচিত 'অনলাইন কমপ্লেইন ও ট্রায়াল' এর সংক্ষিপ্ত রূপ। যদিও এটি ছিলো দাম্পত্য ইস্যু, কিন্তু সমাজ বা রাষ্ট্রীয় বিষয়েও সমানভাবে এই টার্মগুলো প্রযোজ্য। পাত্রপাত্রীর নাম উল্লেখ না করে লিখলাম, নাহলে সবাই জাজমেন্টাল হয়ে যাবে। ব্যাক্তিগত জীবনে অনেকের জানা-বোঝা হবে তথা নিজেকে চেনা হবে তাই এই বিষয়ের অবতারণা।
©somewhere in net ltd.