![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩ জি'র বিজ্ঞাপন আমাকে খুবই আলোড়িত করে তুলল। ভাবলাম স্বপ্ন বুঝি এই ধরাই নেমে এলো । আমি কুষ্টিয়ার ছেলে, গেলাম টেলিটকের কাষ্টমার সার্ভিসে। সেখান থেকে যা শুনলাম তাতে আমি আমি কষ্ট পেলাম এমন কষ্ট নিকট অতীতে আর পেয়েছি... হ্যাঁ এশিয়া কাপরে ফাইনালে পেয়েছিলাম।
টেলিটক ঢাকা শহরেই শুধু ৩ জি সেবা দেবে কিন্তু এখনো সে সেবা শুরু হয়নি। একটা অফার চলছে সে অফারে কম টাকায় (৯০০ টাঃ) ৩ জি'র সিম বি্ক্রয় চলছ। শহর গুলোতে এখন ২ জি প্রযুক্তি বসানোর কাজ চলছে? কুষ্টিযার মত শহরে ৩ জি আসতে এখনো ১ বছর লাগব। আমি বললাম ১ বছর? কাষ্টমার ম্যানেরজার বলল তার বেশিও লাগতে পারে। টিভিতে এমন দীপ্তময় এ্যাড দেখে যারা ৩ জি'র সি, কনিতে চাচ্ছেন তাদের বলি টেলিটক মিথ্যা বলে না। মাত্রতো ২ জি দিলো ৩ জি ও দিবে।১...২.. বছর পর। সুনীলের সেই কাবিতা পড়ে আপাতত সময় কাটায় "নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাঁদ ফুড়ে আকাশ র্স্পশ করলে তার পর তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে"??
©somewhere in net ltd.