![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা বিশ্বে জীবন বীমার একটা আলাদা গুরুত্ব আছে। সচেতন মানুষ মাত্র জীবন বীমা করে রাখে তার পরিবারের কথা চিন্তা করে। পাকিস্থান উপলব্ধিটা অনেক পরে করেছে। এত দিন পরে পাকিস্থান তাদের দেশে খেলতে গেলে বিশ লাখ ডলারের জীবন বীমা সুবিধা দিতে চেয়েছে। খবরটা পড়ে অনেক ক্ষন ভেবেছি। ভেবেছি শেন ওর্য়ন অবসর ভেঙে আবার খেলতে চলে আসবে বুঝি পাকিস্থানে। মুসকিল হবে বাংলাদেশের আবার বুঝি পাকিস্থানে যাওয়া লাগবে। সাকিবের নববিবাহিতা বধূ শিশির বুঝি এবা্র কুয়াশা হয়ে যাবে টেনশনে। টেনশন আমাদেরও কি কম হবে? আমরাতো জানি কি র্নিমম ভাবে পাকিস্থানীরা মানুষ হত্যা করতে পারে। খবরটা পড়ে আমি ভাবতে লাগলাম এটা কোন কৈাতুক নয়তো? নাহ কৈাতুকতো নয়। তাহলে আমি হাসছি কেন? নিজের কাছে নিজেই প্রশ্ন করি।
এমন একটা প্রস্তাব দিয়ে পাকিস্থান বাংলাদেশের বিরাট উপকার করলো??? ভাবছেন কি ভাবে? পাকিস্থানই প্রমান করলো পাকিস্থানে খেলতে যাওয়া উচিত নয়। বাংলাদেশ সঠিক সময়ে সঠিক সিধান্ত নিয়েছে। সারা বিশ্বের কাছে আবার প্রমানিত হলো পাকিস্থান প্রভাব খাটিয়ে বাংলাদেশকে তাদের দেশে নিয়ে যেতে চাই। পাকিস্থানীরা বিপিলে খেলতে না এসে নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। ওদের প্রতিটা খেলোড়ার এদেশে খেলতে আসার জন্য মুখিয়ে ছিল। আসলো না ভালো কথা ওরা টাকা গুলো নিয়ে য়েতে পারলোনা। ক্ষতিটা ওদরেই। এই সুয়োগে আমরা আরো কিছুদিন "পাকিস্থান" কথাটা মাথাটা ঝেড়ে ফেলি??
ভারতওতো আমাদের দেশে খেলোযাড় আসতে দেয়নি তাতে কি আমাদের বিপিএল হচ্ছেনা??ভারত ও পাকিস্থান দুটি দেশই ছোট মনের দেশ। ওদের আচার আচরন খুবই নিম্ন মানের।
একটা দুইটা উদাহরন দিই, পাকস্থান ৭১ সালে যা করেছে কোন সভ্য মানুষ তা মেনে নিতে পারে না। ভাবুনতো বিশ্বজিত দাস কে কিভাবে ছাত্রলীগের ক্যাডারেরা মারলো?? ঐ দৃশ্য দেখার পর কোন মানুষ কি ভালো থাকতে পারে?? আমার এক সপ্তাহ মন খারাপ ছিল বিশ্বজিতকে মারার দৃশ্য দেখে। একজন আওয়ামী মনা মানুষ হিসেবে আরও কষ্ট পেলোম যখন স্বরাষ্ট্র মন্ত্রী, পরিবেশ মন্থী বললেন ওরা ছাত্র লীগের কেও না। কেন ভাই বলা গেলোনা "ওরা যারাই হোক ওদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে্।
পাকিস্থানিরা ত্রিশ লক্ষ বাঙালিকে বিশ্বজিতের মত হত্যা করেছে। এটা কি পাকিস্থানিদের পীড়াদেয় না? তাহলে ওরা কেন ক্ষমা চাইনা? হামিদ মীর,ইমরান খানের মত মানুষ ক্ষমা চাওয়ার পক্ষ। কিন্তু এই দুজন পাকিস্থানিদের মত মন সব পাকিস্থানিদের নয়। ওদের মনের পরিধি খুবই ছোট।
আর ভারত ছোট মনের একটা দৃষ্টান্ত। ওত বড় দেশ আমাদের মত ছোট দেশের কাছ থেকে সব সুযোগ সুবিধা নিতে চাই বিনিমময়ে দিতে চাই না কিছুই। বিপিএলে খেলোয়াড়রা খেলতে আসবে তা নিজেদের র্স্বাথ দেখবে? যেমনটা দেখব তিস্তার পানির ক্ষেত্রে? ফারাক্কার পানির ক্ষেত্রে। ট্রানজিট সহ এদেশে এসে নিজেদের মনের মত সব সুযোগ সুবিধা নিয়ে যাবে আর নিজেদের বেলায় শুধু স্বার্থ দেখবে?
এগুলো কি সংকির্ন মনের পরিচয় নয়? এই নাহ হলো প্রতিবেশি। নিকুচি করি ওমন প্রতিবেশির।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
সুলাইমান হাসান বলেছেন: আমার ভালো লেগেছে ।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
আমি ব্লগার হইছি! বলেছেন: আমারো ভালো লেগেছে। একেবারে ঠিক কথা বলেছেন আপনি। ইন্ডিয়া আর পাকিস্তান হলো জগতের সবচেয়ে ছ্যাচড়া দুই জাতি।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
মোঃ মুশফিকুর রহমান বলেছেন: মন্ত্বব্য করার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
মোঃ মুশফিকুর রহমান বলেছেন: মডারেট ভাই আমার লেখাটি ভাল লাগলে জানাবেন?