![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবছেন কে এই সুজন? সুজন একজন সঙ্গীত শিল্পী। কিন্তু ও দৃষ্টি প্রতিবন্দী। এন টিভিতে অনুষ্টিত ক্লোজাপ ওয়ানে আগামি ১ ফেব্রুয়রি রাত ৯.১৫ মিনিটে গান করবে। ওখানে ও গান করবে কিন্তু সুজন কী-র্বোড বাজাতে পারে। ওকে যন্ত্র শিল্পীও বলা যায়। ভাবুনতো কত মানুষের চোখেই তো আলো আছে কিন্তু সুজনের মত কয়জন হতে পারে? সুজন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যিালয় থেকে এম এস এসও করেছে। আমি সুজনের সরাসরি অনুষ্ঠান দেখিছে র্দশক শুধু ওর গাই শুনতে চাই। সুজন তুমি এগিয়ে যাও এই কামনা করি। সবাই যেন তোমার গান পছন্দ করে তুমি যেন ১ তারিখে ভালো গান করতে পারো একামনা করি। সবাই যেন তোমাকে ভোট করে। কারন তুমি আলোকিত একজন মানুষ। তোমার আলোই আলোকিত হবে লক্ষ-কোটি মানুষ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
সজিব তৌহিদ বলেছেন: সুমনের জন্য শুভকামনা। এগিয়ে যাও সুমন...