![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গর্জে উঠেছে বাংলাদেশ, সত্যর পক্ষে, বাংলাদেশকে ন্যায়ের আলোয় আলোকিত করার জন্য।
দুদিন আগেও আমার বুক ভেঙে যাচ্ছিল নিঃস্বাস নিতে কষ্ট হচ্ছিল। একোন বাংলাদেশে আছি? যারা কসাই নামে পরিচিত তাদের জন্য এক শ্রেনীর মানুষ হরতাল ডাকছে। কিছু তরুন গাড়ি ভাঙছে। কসাই,নরপশুদের জন্য!!!
দম বন্ধ হয়ে মরে যাওয়ার কখা বাঙালির। মুন্সী আব্দুর রউফের নতেৃত্বে ছুটে আসছে সাত বীরশ্রেষ্ট। ভা...গো.. অবাধ্য অবুঝ তুরুনেরা।
শাহাবাগ জাগরণ আমাকে আশাবাদি করে তু্লেছে আমার বাচার উপকরণ এনেছে। এই সহায় বাঙালি জাতিকে এই সচেতনাই পারে কেবল রাজতন্ত্রের হাত থেকে রক্ষা করতে। সকল অন্যায় থেকে মুক্ত রাখতে। এই ভাষার মাসে এসে আবার উপলব্ধি করতে পারলাম এই বাংলা ভাষায় পারে আবার আমাদের আলোর পথ দেখাতে। আমি লিখব লেখার জন্য আমার ভেতরের আমি কাতরাছে।
ওদরে আর থাকতে দেওয়া যায়না। যারা এই অপার সম্ভাবনাময় দেশটাকে টেনে হিচড়ে নিয়ে বেড়িয়েছে বেড়ায় এবং বেড়াতে চাই। তাদের রুখতে হবে!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
মোঃ মুশফিকুর রহমান বলেছেন: ভালো লেগেছে
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
দেখি তো পারি কিনা..... বলেছেন: কোথায় থাকেন আপনারা যখন বিশ্বজিত কে প্রকাশ্যে হত্যা করা হয় । কোথায় থাকেন যখন দেশের কুখ্যাত সন্ত্রাসীদের কে রাষ্ট্রপ্রতি সাধারন ক্ষমা করে। কোথায় থাকেন যখন দেশে র্দূনীতির চরম সীমা অতিক্রম করছে। কোথায় থাকেন যখন হত্যা, ধর্ষন সহ আরো নানাবিধ অপরাধে জর্জরিত এই দেশ (
(
( ।
সস্তা আবেগ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
মোঃ মুশফিকুর রহমান বলেছেন: দেখি তো পারি কিনা.., আপনি অন্ধ তাই দেখেতে পারেন না! এই সম্তা আবেগটুকু আপনার ভিতর আছেতো? আপনি যেটা সস্তা বলছেন আমাদের কাছে সেটা মূল্যবন। আপনি কি ছাগল আর ভেড়ার পারথক্য বোঝেন???
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
মেঘ বালকের কথা বলেছেন: "দেখি তো পারি কিনা..... বলেছেন: কোথায় থাকেন আপনারা যখন বিশ্বজিত কে প্রকাশ্যে হত্যা করা হয় । কোথায় থাকেন যখন দেশের কুখ্যাত সন্ত্রাসীদের কে রাষ্ট্রপ্রতি সাধারন ক্ষমা করে। কোথায় থাকেন যখন দেশে র্দূনীতির চরম সীমা অতিক্রম করছে। কোথায় থাকেন যখন হত্যা, ধর্ষন সহ আরো নানাবিধ অপরাধে জর্জরিত এই দেশ" ---
মামা আপনি যেখানে থাকেন আমরা সেখানেই থাকি। এখন সব কিছুর উপরে দাবি একটাই সব কটা রাজাকারের ফাসি চাই। এই কটা রাজাকারের ফাসি হওয়ার পর আবেগ খুইজেন।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
নিষ্কর্মা বলেছেন: মনে রাখবেন, জনতাই ৯৯% ।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
ক্লান্ত দুচোখ বলেছেন: Click This Link
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
অন্তরন্তর বলেছেন: সকল আন্দোলনকারী এবং এই আন্দোলনের সমর্থনকারীদের
আমার সংগ্রামী সালাম।
কোন কথা নাই, রাজাকারের ফাঁসি চাই।
পোস্টে +++++++++++++++
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
খুব সাধারন একজন বলেছেন: হাতে তুলে নাও কোদাল আর কাস্তে,
ভেঙে দাও মাথায় ওদের, মেরোনাকে আস্তে।