নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞান প্রযুক্তি ও মুক্তচিন্তা

জাগো বাহে কোনঠে সবাই

মোঃ মুশফিকুর রহমান

সোজা কথা বলো সোজা চলো

মোঃ মুশফিকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

গ্রহানু তুমি এদিকে এসোনা,

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:০১

৩১/৫/১৩ ইং তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত দুইটা ৫৯ মিনিটে ১৯৯৮ কিউই২ নামের গ্রহানুটি পৃথিবী থেকে ৫৮ লাক্ষ দুরত্ত্বে অবস্ষান করছিল। এইখানে বিস্তারিত পেশাদার এবং শখের বিজ্ঞানীরা উটকো গ্রহাণু আগে থেকে চিহ্নিত করতে কাজ করে যাচ্ছে।

সেদিন ধানমন্ডির লেকে বসলাম মনোরম পরিবেশ হঠাৎ পোড়া বিভসৎ গন্ধ একটু ভেবে নিশ্চিত হলাম এটা গাজার গন্ধ। যেদিক থেকে গন্ধটা আসছে সে দলকে লক্ষ করলাম পোশাকে আশাকে সবাই অভিজাত শ্রেণীর। উপরের খবরটির সাথে যারা এই কথাগুলোর মিল খুজে পাচ্ছেননা তাদের একটু অপেক্ষা করতে বলব।

এদেশের লক্ষ লক্ষ তরুন বেকার হয়ে ঘুরে বেড়াই।আমি তাদের কথা বলছিনা। অভিজাত শ্রেনীর সন্তানেরা লেকে যেয়ে গাজা খায় ঘন্টায় ৫০০ টাকা ভাড়া করা রুমে বসে শিশা খায়।

কেও বাবার কাছ থেকে টাকা চেয়ে বলে না বাবা আমাকে টাকা দাও আমি টেলিস্কপ কিনব আমি মহা বিশ্ব দেখব। মহাবিশ্বের খবর আমাদের কি চিরকাল অন্যর কাছ থেকেই শুনতে হবে?

কেও কি ভাবছেন আমি কথাগুলো অযথাই বলছি। না আমি দৃড় কন্ঠে বলছি আজ যদি আমাদের দেশে বিজ্ঞানের চর্চা থাকতো তাহলে এদেশের মানুষ চাঁদে সাঈদীর ছবি না দেখে মহাকাশের নক্ষত্র দেখত। কোনো নক্ষত্র পৃথিবীর দিকে ধেয়ে আসছে কিনা? সেটা আসলে আমরা কি করব।

হে তরুন তোমাকে বলছি তুমিই পার বাংলাদেশের একজন জ্যের্তিবিজ্ঞানী হতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.