নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞান প্রযুক্তি ও মুক্তচিন্তা

জাগো বাহে কোনঠে সবাই

মোঃ মুশফিকুর রহমান

সোজা কথা বলো সোজা চলো

মোঃ মুশফিকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

‍‍‌‌!!!ইন্টারনেটে ঘরে বসে আয়!!! বিভ্রন্ত সাধারণ মানুষ

২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:১২

ঘরে বসে লক্ষ লক্ষ ডলার আয় করা যায় কথাট যেমন সত্য তেমন এই কথাটার পেছনে আছে বাস্তবতা। আর তারই শিকার হচ্ছে এদেশের সাধারণ মানুষ। নানা বিজ্ঞাপনে নিজের অর্থনৈতি শিক্তিকে আরও সমৃদ্ধি করতে বিভান্ত হচ্ছে। ইন্টানেট থেকে আয় করতে হলে কয়য়েকটি বিষয়ে দক্ষ হতে হয়।

(১) ভালো ইংরেজী জানতে হয়।

(২) এবং কাজের দক্ষতা।

যে ভালো ইংরেজী পারে তার জন্য কাজের দক্ষতা অর্জন শুধু মাত্র সময়ের ব্যাপার মাত্র। গ্রাফিক্স,এস.ই.ও ওয়েব পেজ ডিজাইন, ডেভলপমেন্ট থেকে শুরু করে নানা রকম কাজ শেখার জন্য্ বেশ ভাল ভাল ওয়েব সাইট আছে। ভিডিও টিউটরিয়াল সহ এবং তা সবই ইংরেজীতে। অবশ্য বাংলাতেও অনেক ভাল ওয়েব সাইট আছে। ইংরেজী বাংলা যে মাধ্যমেই যাননা কেন "কাজ " শিখতে বেশ সময় লাগে। প্রতিদিন ৮-১০ ঘন্টা শেখার পেছনে সময় দিতে হবে অন্তত বছর খানেক। অনেকে হয়ত বলবেন আমার এর থেকে কম সময় লেগেছিল। আপনি ব্যতিক্রম আমি আপনার কথা বলছিনা।

আমাদের দেশের সাধারণ মানুষ দুই-তিন মাসের ভিতর কাজ শিখে আয় করতে চাই যার সুযোগ নেয় কিছু ব্যবসায়ীক প্রতিষ্ঠান। তাদের চটকদার বিজ্ঞাপণে বিভান্ত হয় সাধারন মানুষ। ঘরে বসে আয় খুব সহজ নয়।

সাধারণ ঠুক-ঠাক ইন্টারনেট ব্যবহার কারীরা ইন্টারনেট থেকে আয় করতে হলে বেশ পরিশ্রম করার মানষিকতা থাকতে হবে। ইংরেজী এবং কাজ শেখার জন্য সময় দিতে হবে এক থেকে দুই বছর

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪১

সাদা আকাশ বলেছেন: ভাল দক্ষতা না থাকলে এসব কাজ করা কিঠিন.....................ধান্ধা মার্কা বিজ্ঞাপন দেখে জাতি আর কত প্রতারিত হবে। ধন্যবাদ আপনাকে।

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২১

মোঃ মুশফিকুর রহমান বলেছেন: ধন্যবাদ, আমরা সবাই চাই আমাদের দেশের সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয়।

২| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৮

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: একদম সত্যিকথা । কারন আমি যতটুকু ইংরেজি জানি তা দিয়ে খুব সহজে ফ্রিলান্স করতে পারবো কিন্তূ এর জন্য যথেষ্ট সময় দিতে পারি না । তার জন্য কিছুদিন চেষ্টা করে শেষ পর্যন্ত বাদ দেই । এখন আমি একটা ভাল চাকরির জন্য পড়াশোনা করছি ।

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

মোঃ মুশফিকুর রহমান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ

৩| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৭

কে.এম. মাহ্‌বুব শরীফ (রাতুল) বলেছেন: আপনার কথার সাথে একমত।।
ইন্টানেট থেকে আয় করতে হলে ভালো ইংরেজী জানা এবং কাজের দক্ষতা থাকা অপরিহার্য।

আমি ২০১২ থেকে ওডেস্কে ওয়েব ডিজাইন এর কাজ করি কিন্তু এখনো মাঝে মাঝে অনেক problem এ পড়তে হয়।

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মোঃ মুশফিকুর রহমান বলেছেন: ধন্যবাদ

৪| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

সপ্নাতুর আহসান বলেছেন: সহমত।

৫| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:০৪

শ্রীঘর বলেছেন: সবইত বুঝলাম!!!

কিন্তু যে নাইল দিয়া বিদেশি মাইষের লগে একটু যুগাযুগ করমু হেই নাইল যদি ভালা না থাকে তয় কিবা করুম এই বিদেশী ভাষা আর ট্রেইনিং লইয়া।

হেগরে কন ভাই নাইল ডা বালা কইরা দিতে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.