![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনো বলিনি ভারত নিজেদের স্বার্থে ৭১ সালে আমাদের সহযগিতা করেছিল। কি কারনে সহযগিতা করেছিল বললে অকৃতজ্ঞ হতে হয়।আমি বরং মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করি। বন্ধু ভাবতে চাই। আমাদের দেশে যথেষ্ট ভারত প্রীতি ও বিরোধী মানুষ আছে। আমি এর কোনোটি নই। আমি স্বার্থপতার জন্য ধিক্কার জানাই পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে। যার হৃদয়ে একটু পানি দেওয়ার মত মমতা নেই। আবার কিছু দিন আগেও যখন আমাদের দেশের রাজনৈতিক অবস্থা জঘন্য ছিল শ্রীলঙ্কা সফর ও টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংশয় দেখা দিয়েছিল তখন ভারত আমাদের পাশে ছিল। জগমহন ডাল মিয়া যার সময়ে আমরা টেষ্ট মর্যদা পেয়েছিলাম তাঁর কথা মনে পড়ে যাচ্ছিল।
কিন্তু এখন কি জঘন্য ভাবে আক্রমন করছে শ্রীনিবাসন। তাদের একটা জঘন্যতম (ইতিহাসের অন্যতম জঘন্য) প্রস্তাবের পক্ষে আমাদের কে নেওয়ার জন্য যেসব হুমকি ধামকি দিচ্ছে এর জন্য শ্রীনিবাসনকে নিন্দা জানায়।
আমাদের দেশ অনেক কিছুতেই পিছিয়ে কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসায় কমতি নেই এতটুকুও। বাংলাদেশের ক্রিকেট কর্তাদের একটি কথাই বলতে চাই (বিশেষ করে নাজমূল ইসলাম পাপন কে) আপনার সরকার অনেক কিছু করেও পার পেয়ে যাচ্ছে। জনগন আপনাদের বিরুদ্ধে যাচ্ছে না কিন্তু ক্রিকেট নিয়ে যদি মাথা নত করেন জগনের আওয়াজ আপনি এবং আপনার সরকার শুনতে পাবেন। আল্লাহর কাছে দোয়া করি আপনার কলিজাটা যেন বাঘের মত হয়।
শ্রীনিবাস নিপাত যাক নিপাত যাক। চুন ও কালি কেন ওঠে না ওর মুখে।
©somewhere in net ltd.