নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞান প্রযুক্তি ও মুক্তচিন্তা

জাগো বাহে কোনঠে সবাই

মোঃ মুশফিকুর রহমান

সোজা কথা বলো সোজা চলো

মোঃ মুশফিকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বাংলার ম্যারাডোনা সাকিব

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩০

ম্যারাডোনাই আর্জেন্টিনাকে নিয়ে গেছে কোটি দর্শকদের কাছে ৮৬ আর ৯০ সালের বিশ্বকাপে ম্যারাডোনার মাধ্যমেই সারা বিশ্বে জনপ্রিয় হয়। সাকিব হয়তো বিশ্বকাপ জেতেনি,সাকিব ছাড়া বাংলাদেশের ক্রিকেট? ম্যারাডোনা ছাড়া আর্জেন্টিনা একবার বিশ্বকাপ জিতেছিল কিন্তু জনপ্রিয়তা কি ছিল? সাকিব আসার আগে বাংলাদেশের ক্রিকেটকে সব সময় হুমকির ভিতর থাকতে হয়েছে। টেষ্ট ষ্ট্যাটাস থাকে কিনা। যখন সেরা অলরাউন্ডার হলো তখনই সাহস পেল বাংলার ক্রিকেট। তখনই না চুপ করলো ইংলিশ আর অস্ট্রিলিয়ার ক্রিকেট পন্ডিতেরা। সাকিব তার খেলা দিয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে নিজের অবস্থান তৈরি করেছে তাকে এভাবে শাস্তি পেতে হলো? আমার ভিশন কষ্ট হচ্ছে. ইফটিজারদের বিরুদ্ধে যখন সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে তখন সাকিব ইফটিজারদের পেটালো বলে সমালোচনা হয়। মৌখিক অনুমতি নিয়ে যাওয়ার পরও তাকে শাস্তি পেতে হয়? পাপন সাহেবেরা এদেশের ক্রিকেটকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পাইতারা করছে নাকি নিজেদের ক্ষমতার দাম্ভিকতার প্রকাশ করছে। ক্ষমতা চিরকাল কারো থাকবে না। আমি আমার হৃদয়ে সর্ব্বচ্চ ঘৃনা প্রকাশ করলাম বিবিসিবির কর্মকর্তাদের বিরুদ্ধে। সাকিব অনুরোধ তুমি থেকো এই কাঙাল বাঙালি জাতির পাশে এই গরিব জনগন নিশ্চিয় মনে রাখবে তোমাকে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৬

হরিণা-১৯৭১ বলেছেন: সাকিব গরীবদের পাশে ছিল না, থাকবে না; মনে হয়, গরীবদের পাশে আপনিও নেই।

২| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬

মুদ্‌দাকির বলেছেন:

না সাকিবের আগে পরে কেউ আছে , আর না সাকিব কারো পাচাটতে রাজি !!!!!!

ভিন দেশে ক্রিকেটের উচ্চমহলে গুঞ্জন আছে সাকিব নাকি সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হতে যাচ্ছেন..................।

লোটা বা ফাপনের মত চোর বাটপাররা কি আর এই ধরনের ট্যালেন্ট হ্যান্ডেল করতে অভ্যস্ত ??????

ইনাদের দরকার ইনিয়ে বিনিয়ে কথা বলা চাটুকার !!!

৩| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৬

তাসজিদ বলেছেন: তাহলে কোচকে গালি দেবার জন্য পুরুস্কার দেয়া উচিৎ??????????????

৪| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১০

নিজাম বলেছেন: ম্যারাডোনা হোক আর পেলে হোক, শৃংখলাবোধ থাকতে হবে। অহংকারী মনোভাব কিছুতেই গ্রহণযোগ্য নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.