নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমিই ! অন্য কেহ নয়।

মিউজিক রাসেল

আমি আমিই, অন্য কেহ নয়

মিউজিক রাসেল › বিস্তারিত পোস্টঃ

পুলিশ যখন ছিনতাইকারী.....রক্ষক রখন বক্ষক

০১ লা মে, ২০১৩ দুপুর ২:২৫

গতদিন আমার বোনের একটি ছেলে সন্তান হয়। (আলহামদু লিল্লাহ্)। সুখের বিষয়। কিন্তু দুঃখের বিষয় এই যে, সন্তান টি জন্ম হয় রাত ২টা চমকে গেলেন জম্ন হওয়া টা কোন দুঃখ নয় দুঃখ হল জন্মের পর ডাক্তার আমাকে বলেন রুগীতে যদি গরম কিছু খাওয়ানো যায় তা হলে ভাল। তখন আমি বললাম রং চা হলে কেমন হয় ? ডাক্তার সাহেব বললেন চলবে। ব্যাস বের হলাম মেডিকেল থেকে। মেডিকেলেরর গেইট থেকে ২০০গজ যাওয়ার পর পুলিশের একটি সিএনজি থামে থামার পর জিজ্ঞাসা করে পরিচয় এবং সব কিছু চেক করে করার পর কিছু না পেয়ে বলে আমি ছিনতাইকারী তার পর শুরু হয় রীতিমত বাহানা এই তোকে ছিনতাই মামলাতে ডোকিযে দিব। তার পর ওরা আমার আইফোন ৪, ও মানিব্যাগ থেকে ২০০০টাকা নিয়ে আমাকে রেখে পালিয়ে যায়।আমি নাম মনে রাখি এবং থানায় গিয়ে তাদের সন্ধান পাই । কিন্তু ওদের বিরুদ্ধে কোন মামলা নেয় নি থানায়। চিন্ত করুন এ কোন রকমের দেশ এ কোন রকমের পুলিশ আমাদের সেবক, এটাকে বলতে হবে রক্ষক রখন বক্ষক।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:৪৩

এম এম কামাল ৭৭ বলেছেন: ফোন টা ফেরৎ পেয়েছেন?

২| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:৪৬

এ সামাদ বলেছেন: বাংলাদেশকে তুচ্ছ করতে ইচ্ছে করেনা।

কিন্তু এই শুয়োরগুলোর জন্য আর পারিনা।

এদের গুলি করে মারা উচিত বলে আমি মনে করি।

৩| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:৪৮

পত্রদূত বলেছেন: আপনার আদালতে যাওয়া উচিৎ

৪| ০১ লা মে, ২০১৩ বিকাল ৩:৪৪

টেকনিসিয়ান বলেছেন: ঐ শালার পুলিশেগো যদি বোম্বাই নাগা মরিচের ভেঙ্গে ভালো করে যদি চোখে কচলিয়ে দিতে পারতেন যনমের শিক্ষা হতো........


৫| ০১ লা মে, ২০১৩ বিকাল ৪:৩৩

শফিক১৯৪৮ বলেছেন: এরাই হল মখার আর তার প্রভুর বাহিনী, সর্বকালে সব সরকারের সময় এদেশের খাদক, খুনী ছিনতাইকারী, ডাকাত, ঘুষখোর অকর্মন্য, অযোগ্য পু.. বাহিনী।

৬| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৩৩

সাদা রং- বলেছেন: টাকা, ফোন ফেরৎ পেয়েছেন কিনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.