নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমিই ! অন্য কেহ নয়।

মিউজিক রাসেল

আমি আমিই, অন্য কেহ নয়

মিউজিক রাসেল › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ভবিষ্যৎ প্রেমিকা,

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

প্রিয় ভবিষ্যৎ প্রেমিকা,

আসসালামু ওয়ালাইকুম।

আশা করি বাবার হোটেলের খাওয়া-দাওয়া আর পাড়ার বড় ভাইদের তোমার প্রতি বিশেষ সুনজরের ফলে ভালোই আছো !



কিন্তু আমি ভালো নেই , তোমার অভাবে অস্থির আমি এখন মুড়ি খাই আর ঘুরে বেড়াই ফেসবুক সুন্দরীদের প্রোফাইল থেকে প্রোফাইলে । ঘুড়ে বেড়াই তাদের ওয়ালে কিংবা আমার ইনবক্সে পাঠানো ছাইয়া আইডিদের গোপন বার্তায় !



একসময় আমার ব্যাচেলর এই সাজানো গোছানো জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়াই যখন নিয়তি, তাই দ্রুত আসো । যেনো তুমি আসার পর আফসোস করে বলতে পারি , ইসস! আগেই তো ভালো ছিলাম !



হে কাংখিত মহীয়সী ,



আমার ফেসবুক কিংবা টুইটার, সামুর গোপন পাসওয়ার্ড হতে কি তোমার ইচ্ছে করে না ?



চেয়ে দ্যাখো , কাল্পনিক প্রেমিকাদের নাম পাসওয়ার্ড হিসেবে ব্যাবহার করতে করতে আজ আমি ক্লান্ত

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: পরের জিনিনস কপি মাইরা দিলেন কোনরূপ কার্টেসী ছাড়াই !!! X( X(

কাহিনী কিতা ??

আর যদি এখনো অবুঝ সাজবার চান তাইলে এই লিংকে ক্লিক কইরা আসল পোষ্টটি দেইখ্যা লন।

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

মিউজিক রাসেল বলেছেন: আমি বলছি যে এইটা আমি লিখছি ভালো লাগল তাই শেয়ার করলাম তাতে আপনার কোন সমস্যা থাকলে বলতে পারেন আপনি আমার পোষ্ট থেকে কপি করে পেষ্ট করেন আমার কোন বাধা নাই

২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

নষ্ট কাক বলেছেন: আপনি ছেলে ভালো।
প্রশ্ন করেন "কি করে বুঝলেন?"
অতি সহজ, শুরুতেই লম্বা একটা সালাম দিছেন ;)

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

মিউজিক রাসেল বলেছেন: কপি করছি হিহিহিহিহিহিি

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: কোন পোষ্ট কপি পেষ্ট করলে মূল লেখকের নাম/ লিংক উল্লেখ করে কার্টেসী দিতে হয়। এটা তো নূন্যতম সৌজন্যতা... যা ব্লগের সবাই জানে।

আর আপনি বলেননি যে আপনি এটা লিখেছেন ঠিক আছে তেমনিভাবে কোথাও লিখেন নাই যে এটা অন্যের লেখা শেয়ার করছেন । কি লিখেছেন ??
তাহলে কেউ এটা পড়তে আসলে কি ভাববে ??

ভাববে যে এটা আপনি-ই লিখেছেন।

আর আমার সমস্যা হচ্ছে আমি এটা ধরে ফেলেছি.. কারণ এর মূল লেখক আমার বন্ধু.. আর ঐ লিংকে ক্লিক করেই দেখুন সেও এটার প্রতিবাদ করছে ।

এরপরও আপনি তর্ক করবেন ????

শেষ কথা বলি: শেয়ার করা ভাল, কিন্তু পরের জিনিস কার্টেসী না দিয়ে শেয়ার করা সবসময়-ই ঘৃর্ণ্য।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

মিউজিক রাসেল বলেছেন: সিয়র কচ্ছেন ত ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.