নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ, আমার কল্পনার প্রতিচ্ছবি।আমি চাই বিশুদ্ধ চিন্তার আলোকে শিক্ষণীয় কিছু পোষ্ট লিখে রাখতে।

মুসলিম মাহমুদ

মুসলিম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ভারতে বিকৃতভাবে ছাপানো কুরআন শরিফ বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে???

০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫

ষড়যন্ত্র কুরআন বিকৃত করে???
ভারতেই ভুয়া ঐ তথা কথিত হিন্দু
গোষ্ঠী কুরআনের বিভিন্ন যায়গায় কম
বেশি করে আয়াতের মাঝে
পরিবর্তিত শব্দ ঢুকিয়ে কুরআন
ছাপয়েছে।
সম্প্রতি সিলেটের এক লাইব্রেরী
থেকে উদ্ধার হওয়া কুরআন শরিফ খুলে
দেখা গেছে যে সুরা ইয়াছিন সহ
অনেক যায়গায় সুরার সিরিয়াল ও
আয়াতের মধ্যে উল্টাপাল্টা।
কাকে দোষ দেব???কি শাস্তি হওয়া
উচিৎ এই আবালদের???

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৫

Saheyd বলেছেন: মুসলিম দের ইমান নষ্ট করার জন্য এসব করা হচ্ছে

২| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৮

মীর মোহাম্মদ উল্লাহ বলেছেন: আমি শিউর না খবরটা সঠিক কিনা।
সঠিক হলে প্রকাশকের বিরুদ্ধে মামলা করা উচিত।

আল্লাহ তায়ালা নিজেই কুরআন পাকের হেফাজতকারী.. কেউ কুরআন পাক বিকৃত করতে পারবে না।
এটা ওপেন চ্যালেন্জ।

তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়। কিন্তু
আল্লাহ অবশ্যই তাঁর নূরের পূর্ণতা বিধান করবেন, যদিও কাফেররা তা
অপ্রীতিকর মনে করে। (9:32).
তিনিই প্রেরণ করেছেন আপন রসূলকে হেদায়েত ও সত্য দ্বীন সহকারে, যেন এ
দ্বীনকে অপরাপর দ্বীনের উপর জয়যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপ্রীতিকর মনে করে।(9:33).

৩| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:০৫

মুসলিম মাহমুদ বলেছেন: saheyd ভাই আমরা এখন কি করতে পারি?

৪| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:০৯

মুসলিম মাহমুদ বলেছেন: ভাই #মীর_মুহাম্মদ_উল্লাহ
খবর টা সঠিক
যদিও তারা পারবেনা এ পর্যন্ত কেওই পারেনি
যাদের পারার কথা ছিল,, আরব সাহিত্যিক বিশ্বজুড়ে যাদের সাহিত্যের দাপট ছিল তারাই পারেনি আর এরাতো গণ্ড মর্খ।
তারপরও তারা চেষ্টা করে বিভ্রান্তি ও ফিৎনা ছড়ানোর জন্য। এদের কে প্রতিহত করতে হবে।

৫| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:১২

মুসলিম মাহমুদ বলেছেন: fariha অবশ্যয় ষড়যন্ত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.