![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বিভিন্ন মতবাদে বিশ্বাসী হয়।
নুনু মতবাদে বিশ্বাসী অনেক মানুষ আছে।
বিশেষ করে বয়স্ক লোকেরা।
তাদের ধারনা চোখে এনা (ছোট বিশেষ ধরনের গোটা যা চোখের পাপড়ির উপরে হয়) পিচ্চি পোলাপানদের নুনু লাগাইলে ভাল হয়ে যায়।
আমার ছোট বেলায় চোখে এনা উঠছিল,তখন আমার মা একপিচ্চির নুনু আমার চোখে লাগাইছিল।
আজব বেপার হচ্ছে এর পরের দিনই আমার চোখের এনা চলে গিয়েছিল।
সেই পিচ্চি আজ অনেক বড় হয়ে গেছে।
একটু আগে দেখা হল ওর চোখে এনা উঠছে,পিচ্চি পোলাপান পাচ্ছেনা।
ওরো বিশ্বাস পিচ্চি পোলাপানদের নুনু লাগালে ওর এনা ভাল হয়ে যাবে...।
ওর বিশ্বাস নিয়ে কিছু না বলেই হাটা শুরু করলাম বাসার দিকে।
কি দরকার এরকম এক হাস্যকর বিশ্বাস ভাঙ্গানোর চেষ্টা করার।
©somewhere in net ltd.