![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের ভুল থাকে ভুল থাকেনা ফেরেশতাদের।
তাই মানুষ তার নিজের প্রতি সুবিচার করতে ভুল করতেই থাকে।
তবে মানুষের একটি বিশেষ গুণ আছে।
মানুষ ভুল করে আবার সেই ভুলের জন্য অপরাধ বোধহয়।
অন্য প্রানীর এই গুন নেই।
আমাদের আশরাফুল একটি ভুল করেছে,
সে তার ভুলের জন্য অপরাধবোধ করেছে ক্ষমা চেয়েছে।
তাকে শুধরানোর জন্য আরেকটি সুযোগ কি দেয়া যেত না ?
তাই অন্যকে মাফ করতে শিখুন, নিজেও আল্লাহ থেকে গুনাহ মাফ পাবেন।
আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা এর চেয়ে বড় অপরাধ করে দিব্যি বুক ফুলিয়ে চলছে ।
তাদের মনে কোন অনুশোচনাও নেই।এমন হাজার উদাহরন একটা বাচ্চাও দিতে পারবে।
তাদের বিচার আগে হওয়া উচিৎ ছিলনা?
আশরাফুলের পিছনে যারা অপরাধে সাহায্য করেছে তাদের নাম শুনা যাচ্ছে না কেন?
তাহলে আমরা কি ভেবে নিতে পারি যে,কেঁচো খুড়তে সাপ বের হতে পারে বলে নিরহ একজনের উপর দোষ চাপানো হচ্ছে?
©somewhere in net ltd.