নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

প্রথম দেখা।

১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩


মেয়েটির কি নাম দেয়া যায়?
বাবুল মামার দোকানে আমাদের প্রথম দেখা।
সেই দেখাই যে আমার চোখে সাদা কাল থেকে রঙ্গিন সপ্ন দেখাবে বুঝতে পারিনি।
যাই হোক তোমাকে বলার পর তুমি আমাকে ফিরিয়ে দিলে।
আমি অপেক্ষায় ছিলাম মনে একটা আশা ছিল,একদিন হয়ত তুমি আমাকে গ্রহন করবে।
সেই গ্রহনটা এমন হবে বুঝি নাই....
হটাৎ তোমার ফোন ,"তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে? "
-----হুম অবশ্যই ..কথা হল কোথায় আসব?
"যেখানে আমাদের প্রথম দেখা"..
------আচ্ছা আমি বিকালে চলে আসব।
সত্যি আমি ভাবি নাই তুমি আমার আগেই চলে আসবে..
আমাকে দেখে হাশিখুশি একটা ভাব নিয়ে বললে আস একটু সামনের দিকে হাটি।
দুইজন ই নিরব ,নিরবতা তুমিই ভাংলে।
কাগজের একটা ফুল আমার হাতে দিয়ে বললে প্রাণ দিতে পারবে?
-----হুম ,পারব.
"কিভাবে প্রান দিবে?"
----বাজার থেকে একটা সত্যিকার ফুল কিনে তোমাকে দিব ,আর বলব এটাই তোমার কাগজের ফুল ,আমি প্রান দিয়েছি|
""যাই তাহলে আজ ,তুমি বুঝে নিও একটা মেয়ে এর চেয়ে স্পস্ট করে বলতে পারে না "
-----হুম বুঝে নিব ...
চোখ কেমন যানি জানি ঘোলা হয়ে আসছে ...
এমন খুশী কখনোই হইনি আগে....
তোমাকে পিছন থেকে শব্দহীন ডাক দিলাম শুনতে পেলে না ...
গলা দিয়ে কোন শব্দ বের হল না....
ঘুম ভেঙ্গে গেল ,সব আনন্দ ভাল লাগা কেমন যানি কস্টে পরিনত হল ...
ইস যদি সপ্ন সবসময় সত্যি হত ....

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো অনেক।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫২

দৃষ্টির সীমানায় বলেছেন: ধন্যবাদ দীপংকর ..:-)

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০

তুষার কাব্য বলেছেন: আশাজাগানিয়া স্বপ্ন সত্যি হয়ে উঠুক...শুভকামনায়...

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৪

দৃষ্টির সীমানায় বলেছেন: আপনার কথা যেন সত্যি হয়ে উঠে ,:-)

৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮

কলমের কালি শেষ বলেছেন: ব্যর্থ আবেগ । সুন্দর লেখনী । :)

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৬

দৃষ্টির সীমানায় বলেছেন: আবেগ ব্যর্থ কিনা সেটা এখনো বলা যাচ্ছে না,আর কিছুদিন অপেক্ষা করতে হবে,
আশা করছি হয়ে যাবে

৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: হুম !

শুভকামনা আপনার জন্য :)

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১১

দৃষ্টির সীমানায় বলেছেন: ধন্যবাদ ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.