![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপর সময় নদী অতিবাহিত হয়।
অনেককাল পার হয়ে যায়।
সব স্বাভাবিক চলতে থাকে।
শুধুই দেখা যায় বাস্তবের মুখসে থাকা অবলার চোখে জল,
আর নাস্তার টেবিল অপরপক্ষ শুন্য।
ছায়া সংগী আলোর উপস্থিতিতে বিলীন হয়ে যায়।
বিলীয়মান সংগীর সাথে থাকে রক্তাক্ত মন,
যার ক্ষরণ চলতেই থাকে।
চূড়ান্ত বিশ্বাস হারানোর ব্যাথার,
অপেক্ষারত মানুষের তালিকার আরেকজন শুধুই যুক্ত হয়।
এছাড়া তেমন কিছুই পরিবর্তিত হয় না,
সব স্বাভাবিক চলতেই থাকে।
চলমান চলা চলতেই থাকে।
ছবি : সংগ্রহীত
©somewhere in net ltd.