![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজন নেই,তবু বলার জন্যই বলা।
মুখ ভাষা পরিবর্তন বুঝ শক্তি শুন্য কেউ নয়।
যুক্তি বা তর্ক,প্রতিবাদ বা প্রতিহত করার কোন আশংকা নেই আজ।
দৃষ্টান্তরূপে পরিণত অন্ধ অনুসারী কাউকে বুঝানো হলেও,
বাস্তবিকপক্ষে আদর্শ রুপ ছাড়া সে কিছুই নয়।
আবার বলছি -
নিশ্চিন্ত থাকুন, ব্যাখ্যার আশংকা নেই এবার।
নিশ্চুপ থাকা অসম্ভবপ্রায় হলেও অসম্ভব নয়।
এবারের মত অন্ধকারাচ্ছন্ন প্রাজ্ঞ চোখ সম্পূর্ণ সুরক্ষিত।
অন্তত সফলভাবে থামানো গিয়েছে নোনাজল,
থামানো হয়েছে মুখের আনন্দ চোখে দেখানো,
প্রতিহত হয়েছে মনের আলোয় চোখ আলোকিত হওয়া।
অনেক হয়েছে,
এবার সুরক্ষিত অন্ধকে বিদায় বলুন,
উপলব্ধির জন্য এ বিদায় প্রয়োজন আছে।
©somewhere in net ltd.