![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত ঘনিয়ে আসে....... সূচনা হ্য় একটি বিষণ্ণ রাতের....... ঘুমহীন চোখে...................
সুপ্রিয় ভাইয়া মণি / আপুনি গণ , সালাম লৈবেন ! আশা করি বেঁচে আছেন! আমার গত পোস্ট এ তে বলেছিলাম , আমাকে সেফ না করা পর্যন্ত কোন পোস্ট দিবো না ।
অনেক অভিমান করে অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও তাই পোস্ট প্রসব করিনাই !
অবশেষে ,
দীর্ঘ ১ বছর ৭ দিন পর !!! দেখিলাম গত রাত্তিরে আমি সেফ হইয়াছি !!!
সাথে সাথে গর্ভবতী হইয়া পোস্ট প্রসব করিবার অভিপ্রায়ে লেবার রুম এ ( মানে রাইটিং প্যানেল আর কী ) আসিলাম ! :!> :!>
আমার গত পোস্ট টী সম্পূর্ণরূপে শেষ করিতে পারিনাই ! এবার ঠিক ঐ অংশ থেকেই সরাসরি লেখা এবং ছবি দেয়া আরম্ভ করছি , ঊকে?
আসেন, ফিরে যাই ঢাকায় , চলেন ডিপজলের(সেমি-সমর্থিত সূত্র) গাড়ি দেখি-
বেক্সিমকো গ্রুপ এর কোন এক ডাইরেক্টর এর কোন এক সুযোগ্য পুত্রর পরশে ৯৯৬(yellow 996 Turbo w/ black TechArt rims) টার্বো গাড়ি-
নিচের সাদা পোরশে White 996 Carrera 4S টাও বেক্সিমকো গ্রুপ এর
বাংলাদেশে দুইটা লোটাস গাড়ি আছে (লোটাস কামালের গাড়ি না কিন্তু আবার !!!) একটা হই্ল Blue Elise , আরেকটা হইল blue-grey Exige Cup S240....... একটা বেঙ্গল গ্রুপ এর আরেকটা হইল মুসা খান নামক ফ্যামিলির ! নিম্নে সেই দুইটা গাড়ির ছবি দিলাম-
বৈশাখী চ্যানেল এর মালিক জনাব জনাব বুলু এর গাড়ি দেখুন আর টাশকিত হউন- মারসিডিস সি-ক্লাস
নিচের লিঙ্কন টাউন গাড়িটা চট্টগ্রাম এর সম্ভবত , এই গাড়ি এক পিস ই আছে বাংলাদেশ এ , অনেক আগে তোলা , এখন কোথায় কে জানে
হুম ..............প্রথম পর্বের এখানে সমাপ্তি টানা টা উচিত হবে , কারন এরপর থেকে যেসব গাড়ির ছবি দিবো তাদের মালিকরা ওতটা সুপরিচিত নন , তাই ব্র্যান্ড ভিত্তিক গাড়ির রেন্ডম ছবি দিলেই মনে হয় ভালো হবে !
পর্ব ২ ; বিএমডব্লিউ/মারসিদিস দেখিবে যখন , পূর্বের মতন মুখ হা করিয়া চাইয়া থাকিওনা এখন !!!
জি ভাই ! রাস্তায় উপরোক্ত গাড়ি গুলোর কিছু ব্র্যান্ডের গাড়ি রাস্তায় দেখিলে আগে যেমন হা করিয়া, মাথা ঘুরাইয়া তাকিয়ে তাদের মনে আত্মতৃপ্তি জাগ্রত করিয়া দিতেন
, তাহা করিবার দিন শেষ , ভ্রাতা !
এর কারন হল বর্তমানে উপরোক্ত দুটি ব্র্যান্ড এর গাড়ির কিছু সিরিজ ( সম্ভবত বিএমডব্লিউ ৩ অথবা মারশিডীস ই ক্লাস ) আমাদের পার্শ্ববর্তী ভারত মাতার বক্ষে জোড়া লাগানো হয় ( মানে এসেম্বলিং করা হয় আর কি !! ), ভক্স ওয়াগন এর মতো । তো এর ফলে ওইসব নির্দিষ্ট ( আমি বলছিনা কিন্তু সব ) মডেল এর গাড়ি আনলেও , রাস্তায় চালালেও , সোজা ভাষায় যদি বলি " অতো পার্ট হয় না ! " আর কি
এবার তাহলে চলেন ব্র্যান্ড ভিত্তিক গাড়ি দেখা শুরু করি বিসমিল্লাহ !
প্রথমে দেখি হামার ব্র্যান্ড এর গাড়ি ! বাংলাদেশে এখন পর্যন্ত তিনটি হামার গাড়ি দেখা গিয়েছে( আমার চোখে ) , দুটি ঢাকায় , একটি চট্টগ্রাম এ !
উপরের গাড়িটি একজন এম পির , নাম বলুম না
এবার দেখি চলেন কেডিলাক এর গাড়ি, এই ব্র্যান্ড এর গাড়ি আমেরিকায় তৈরি হয় , উপমহাদেশ এ জাপানি গাড়ির আধিপত্যের কারনে এইশব গাড়ি অনেক কম আসে ........... কিন্তু বাংলাদেশ এ আসা ঠেকায় কে !!!
নিচের গাড়িটা কেডিলাক সিটু এস সিরিজ এর
উপরের ছবি দেখে বুঝতে পারবেন যে এইটা বাংলাদেশই আছে !!
নিচের কেদিলাক সাভ টা তা ও একজন এম পি র , নাম বলুম না
এবার চলেন দেখি ক্রাইসলার ব্র্যান্ড এর গাড়ি , একটা কথা বলি , এই গাড়ির ক্ষেত্রেও একি কথা প্রযোজ্য ,কম দামি , কিন্তু রাস্তায় কম দেখা যায় বলে " পার্ট " আর কি !
এবার চলেন দেখি বিশ্বখ্যাত পোরশে ব্র্যান্ড এর গাড়ি , বাংলাদেশে আমার জানা মতে পরশের তিনটি সাভ জাতীয়( কেয়ানে মেগ্নাম) ও তিনটি/চারটি কূপে ( ৯১১,৯৯৬,টেক আর্ট টার্বো ,বক্সস্টার) ব্জাতীয় গাড়ি আছে , চলেন দেখি -
এবার দেখবো কূপে স্টাইলের গাড়ী -
এবার চলেন দেখি জাগুয়ার ব্র্যান্ড এর গাড়ী । এঈ ব্র্যান্ড এর নীচে দেয়া এস সিরিজ এর গাড়ীর একটা লট পোর্ট থেকে খালাস হয়েছে , সুতরাং কিছুদিনের মধ্যে এঈ গাড়ী বাংলার রাস্তায় রাস্তায় চলতে দেখবেন-
ঊফ, হাঁপাইয়া গেলাম ছবি আপলোড করতে করতে ! আজকে এটুকুই থাক , কেমন ??? ইচ্ছে ছিল গত পর্বের মতো আর ও বর্ণনা যোগ করার , কিন্তু পারছিনা ( মানে সামু দিচ্ছেনা , এডিট করলে পুরো পোস্ট টী হাওয়া করে দিচ্ছে ! )
এর পরের পোস্ট এ থাকবে বীএমডব্লীঊ, মারশীদিস, জাগুয়ার , আঊডী সহ আরও অনেক ব্র্যান্ড এর নামীদামী গাড়ীর ছবি ( এবং অবশ্যই বাংলাদেশী ) এবং আরও আলোচনা করবো গাড়ী গুলি কীভাবে শুল্ক ফাকী দিয়ে আসে বাংলাদেশে , সে ব্যাপারে !
সবশেষে বাংলাদেশি এইসব বিলাসবহুল গাড়ী নিয়ে মজার একটি জোকস এর ছবি দিয়ে পোস্ট টী শেষ করছি । হ্যাপি ব্লগিং !!!
গত পোস্ট - ১০ টাকা হাতে ভিখারি , পাশে ১৬ কোটি টাকার ফেরারি !!!! ইট হেপেন্স অনলি ইন বিডি! একটি সচিত্র গাড়ীয় কথন !!! না দেখলে মিস !!!
ছবি সূত্র ; CARS of bangladesh(FB),world motor showroom dhk ,google ,BDRC(FB),self-collection
ডিসক্লেমার - ইন্টারনেট হতে সংগৃহীত বিধায় উপরে উল্লেখিত গাড়ীর মডেল ও গাড়ীর মালিকের নাম এ ভূল থাকা স্বাভাবিক , ভূল ধরিয়ে দিলে সংশোধন করে দেয়া হবে
২| ০৫ ই মে, ২০১২ দুপুর ২:৩৪
তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++++++
০৫ ই মে, ২০১২ বিকাল ৩:২১
মুঠোকাব্যর কবি বলেছেন: ধন্যবাদ !
৩| ০৫ ই মে, ২০১২ দুপুর ২:৩৫
ফয়সাল তূর্য বলেছেন:
০৫ ই মে, ২০১২ বিকাল ৩:২২
মুঠোকাব্যর কবি বলেছেন: কি হইল ভাই ? আপনার তাগাদা থেকেই দ্রুত দিলাম
৪| ০৫ ই মে, ২০১২ দুপুর ২:৩৯
নিঃশব্দ শিশির! বলেছেন: ভাই বাংলাদেশের ব্র্যান্ড গরুর গাড়ি ছবি সঙ্গে দিতে পারতেন ...!! আরো বেশি ভালো হইতো,,,! আচ্ছা ভাই এসব ছবি যোগাড় করলেন কি ভাবে..! তার থেকে বড় কথা আপনার উদ্দেশ্য কি...!!
০৫ ই মে, ২০১২ বিকাল ৩:২৫
মুঠোকাব্যর কবি বলেছেন: উপরে ছবি সূত্র দিয়েছি , দেখে নিন
আজকের পোস্ট টী সম্পূর্ণ গাড়িপ্রেমিক হিশেবে দিয়েছি , আর কোন উদ্দেশ্য নাই !
৫| ০৫ ই মে, ২০১২ দুপুর ২:৫২
আবিরে রাঙ্গানো বলেছেন: এসব গাড়ী দেখিয়ে তো আমার মত গরীবের ঘোড়া রোগ বানাইয়া ছাড়বেন দেখছি। আব্বু গাড়ী লাগবে একটা।
০৫ ই মে, ২০১২ বিকাল ৩:২৬
মুঠোকাব্যর কবি বলেছেন: আবিরে রাঙ্গানো বলেছেন: আব্বু গাড়ী লাগবে একটা !!!
ধন্যবাদ !
৬| ০৫ ই মে, ২০১২ দুপুর ২:৫৮
আফজাল ২২ বলেছেন: আবারও প্লাস।
আমি NFS খেইলাই সাধ মিটামু
০৫ ই মে, ২০১২ বিকাল ৩:৩০
মুঠোকাব্যর কবি বলেছেন: ধন্যবাদ !
একটা মজার কথা বলি......উপরে এসব গাড়ি যারা চালায় , তাদের বেশিরভাগ ই কিন্তু গাড়ি চালানো শিখেছে এই গেমস হতেই ! মেনুএল মোড এ খেলে !
৭| ০৫ ই মে, ২০১২ বিকাল ৩:০১
ইশতিয়াক০০৮ বলেছেন: এখনও সকালে versity যাওয়ার সময় ২ কিঃমিঃ হেটে যাই
আর বিকেলে versity থেকে আসার সময় ২ কিঃমিঃ হেটে বাসায় আসি ।
সাথে সব মিলায়ে ৬/= বাস ভারা দেই.........
০৫ ই মে, ২০১২ বিকাল ৩:৩৬
মুঠোকাব্যর কবি বলেছেন: এরকম একজন গাড়িওয়ালার সাথে ঝগড়ার এক পর্যায়ে আমি তাকে বলেছিলাম " ঝুম বৃষ্টির মাঝে রিকশা করে টিএসসি ঘোরার মজা তোরা জিন্দেগিতেও আউডি তে পাবিনা ! আঊডির চৌদ্দ গুষ্টির মডেল পারবেনা তোকে এই মজা দিতে!
"
মন্তব্যের জন্যে ধন্যবাদ !
৮| ০৫ ই মে, ২০১২ বিকাল ৩:০৩
রাতুল_শাহ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৫ ই মে, ২০১২ বিকাল ৩:৩৮
মুঠোকাব্যর কবি বলেছেন: আপনাকেও পড়ার জন্যে ধন্যবাদ !
৯| ০৫ ই মে, ২০১২ বিকাল ৩:১১
সংবাদিকা বলেছেন: ভাই রোলস রয়েস কিংবা মেব্যাক কি বাংলার মাটিতে চলেনা ??? ছবি থাকলে দিয়ে বাধিত কইরেন...............
০৫ ই মে, ২০১২ বিকাল ৩:২১
মুঠোকাব্যর কবি বলেছেন: আমার গত পোস্ট এ যান , ওখানে পাবেন !
ধন্যবাদ !
১০| ০৫ ই মে, ২০১২ বিকাল ৩:১২
আমি ছড়াকার বলেছেন:
আহ গাড়ী! উহ গাড়ী!!
০৫ ই মে, ২০১২ বিকাল ৩:৩৮
মুঠোকাব্যর কবি বলেছেন: আমি ছড়াকার বলেছেন:
আহ গাড়ী! উহ গাড়ী!!
১১| ০৫ ই মে, ২০১২ বিকাল ৩:২১
ওবায়েদুল আকবর বলেছেন: ধানমন্ডি ১১ নং এ এক ধনীর দুলালের স্পোর্টস হোন্ডার বেপরোয়া চালনায় এক গর্ভবতী নারীর পেটের বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল বলে শুনেছিলাম। কোন মডেলের হোন্ডা নিয়ে এই মহৎ কর্ম সাধিত হয়েছিল বলতে পারতেছিনা তবে বিশ লাখ টাকা পেয়ে গর্ভবতী নারী আর তার স্বামী এখনো চুপচাপ আছে বলেই শুনেছি। ঐ সুসন্তানের কিছুই হয়নাই। শুনছি সে নাকি এখন ফেরারি চালায়। কোন মডেলের তা জানিনা, গাড়ি নিয়ে আগ্রহ অনেক কম। আমার আগ্রহ প্লেন নিয়া। কিছুদিন আগে আনুমানিক ৩০০০ কোটি টাকা (আরো বেশীও হইতে পারে) দিয়া এক বঙ্গসন্তান নাকি বোয়িং ৭৪৭ কিনছে, পুরা এয়ারপোর্ট নাকি হা কইরা চাইয়া ছিল। হোক এইটারে সে কার্গো প্লেন হিসেবে চালাবে কিন্তু প্রশ্ন তো থাকেই এত টাকা আসে কোথা থেকে?
০৫ ই মে, ২০১২ বিকাল ৩:৪৩
মুঠোকাব্যর কবি বলেছেন: কিছুই বলার নাই ভাই !
এন্ড এইশব টাকা কোথা হতে আসে , সেটা নিয়ে গত পোস্ট এ অনেক আলোচনা হয়েছে , অনেক ব্লগার মন্তব্য করেছেন । দেখে নিবেন সময় করে !
প্লেন নিয়ে আমারও আগ্রহ আছে ! জেট প্লেন নিয়ে পোস্ট দিবো কোন একদিন ইচ্ছা আছে !
ধন্যবাদ !
১২| ০৫ ই মে, ২০১২ বিকাল ৩:৩৭
দূরের মানুষ বলেছেন: এই গাড়ীগুলার ভেতরের আরাম আয়েস সম্পর্কে যদি কিছু বলতেন। একটা সাধারন ব্রান্ডের গাড়ীতে যে সু্যোগ সুবিধা আছে যেমন লেদার সিট, বোস স্পিকার , সেফটি এয়ার ব্যাগ, ইত্যাদি ইত্যাদি এগুলাতেও সেম নাকি এগুলার ভেতরে ক্রিকেট খেলা যায়। শুধু আউটার মডেল আর ব্রান্ডেই ভাব??
০৫ ই মে, ২০১২ বিকাল ৩:৪৮
মুঠোকাব্যর কবি বলেছেন: ভাই , অবশ্যই এইশব গাড়ির সুযোগ সুবিধা ( ইঞ্জিন, আরাম আয়েশের উপকরন ) সাধারণ গাড়ির চেয়ে বেশি , তাই তো দাম এতো বেশি !
এইশব গাড়ির ভেতরের আরাম আয়েশ নিয়ে লিখতে হলে তো ১০-১২ টি পোস্ট দিতে হবে , তারপরও দেখি একটা পোস্ট দিবো বিখ্যাত এইশব গাড়ির ইঞ্জিন ও বিশেষত্ব নিয়ে !
ধন্যবাদ !
১৩| ০৫ ই মে, ২০১২ বিকাল ৩:৪৩
দূরের মানুষ বলেছেন: একটা লেটেষ্ট ব্রান্ড নিউ ২০১১/১২ নিশান নাভারা বা মিতসুবিশি ৪ ডোর পিকআপ বাংলাদেশে বর্তমান দাম কত পরতে পারে আইডিয়া আছে?? এই পিকাপগুলার জন্য ট্যাক্স কত পার্সেন্ট ?
০৫ ই মে, ২০১২ বিকাল ৪:০১
মুঠোকাব্যর কবি বলেছেন: সরি ভাই , ধারনা নেই এইশব গাড়ির দাম ও ট্যাক্স এর ব্যাপারে
এই দুই ব্র্যান্ড এর গাড়ির বাংলাদেশি ডিলার নাভানা/ র্যাংগস , আপনি এক কাজ করুন , এদের ওয়েবসাইট এ চেক করুন বা ফোন করে জেনে নিন ! আশা করি প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন !
ধন্যবাদ !
১৪| ০৫ ই মে, ২০১২ বিকাল ৩:৪৭
শায়মা বলেছেন: আহা মরি মরি!!!
এত সুন্দর গাড়ি !!!
০৫ ই মে, ২০১২ বিকাল ৪:০১
মুঠোকাব্যর কবি বলেছেন: শায়মা বলেছেন: আহা মরি মরি!!!
এত সুন্দর গাড়ি !!!
১৫| ০৫ ই মে, ২০১২ বিকাল ৩:৫০
~মাইনাচ~ বলেছেন: একটা গাড়ীও ভালো না
০৫ ই মে, ২০১২ বিকাল ৪:০৩
মুঠোকাব্যর কবি বলেছেন: হা হা হা....আসলেই আঙ্গুর ফল টক হয় !
ধন্যবাদ !
১৬| ০৫ ই মে, ২০১২ বিকাল ৩:৫৮
ছাসা ডোনার বলেছেন: এইসব গাড়ীও বাংলাদেশে আছে!!!!!!!!!!!!!!!!!!!১
০৫ ই মে, ২০১২ বিকাল ৪:০৩
মুঠোকাব্যর কবি বলেছেন: জী ভাই , আছে এবং রাস্তা দাপিয়ে চলে !
১৭| ০৫ ই মে, ২০১২ বিকাল ৪:১৯
রাষ্ট্রপ্রধান বলেছেন:
০৫ ই মে, ২০১২ বিকাল ৪:২৯
মুঠোকাব্যর কবি বলেছেন:
১৮| ০৫ ই মে, ২০১২ বিকাল ৪:২০
নাম দেবো না বলেছেন: ঐ মিয়া আপনার কোনো কাম নাই! খালি খালি মন খারাপ করায়া দেন!
ফালতু পোষ্ট !
আমার গাড়ীতে এলার্জী আছে।
আমি হরতাল সমর্থন করি না, তবে কোন হরতালে এই গাড়ী সামনে পাইলে ..............................................................
এক্কেরে খাইয়া ফালামু!
০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৩২
মুঠোকাব্যর কবি বলেছেন: নাম দেবো না বলেছেন: আমি হরতাল সমর্থন করি না, তবে কোন হরতালে এই গাড়ী সামনে পাইলে ..............................................................
এক্কেরে খাইয়া ফালামু!
জিন্দেগীতেও পারবেননা ভাইজান ! এইশব গাড়ি শুধুমাত্র গভীর রাতে অথবা শুক্রবার বিকেলে বের করা হয় !
তারপর ও শুভকামনা রইল ..........
১৯| ০৫ ই মে, ২০১২ বিকাল ৪:২৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ ! এই না হলে আমার সোনার বাংলাদেশ !!
ইস, একটা এক্স করল্লা পাইলেই খুশী থাকতাম !!
০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৩৪
মুঠোকাব্যর কবি বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ ! এই না হলে আমার সোনার বাংলাদেশ !!
আরে এক্স কোন ব্যাপার ! চেষ্টা করবেন পুরানো মডেল (২০০১,২০০২) এর কিনতে , দামে কম পাবেন আর ২০০৪-৫ এর তুলনায় এগুলি অনেক ভাল !
ধন্যবাদ !
২০| ০৫ ই মে, ২০১২ বিকাল ৪:২৬
নাম দেবো না বলেছেন: ওহে বালক! গাড়ী চাইলে ডেষ্টনি কর।
শুনিছি ডেষ্টনি কোটি টাকার গাড়ী দেবো!
টাই পিন্দা রেডি হইয়া চলো গাড়ী আনবার যাই!
০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৪০
মুঠোকাব্যর কবি বলেছেন:
ডেসটিনির এক চামচা আমারে কয় একদিন " দোস্ত ডেস্টিনিতে আয় , ২ বছরের মাথায় একটা বিএমদব্লিউ কিনতে পারবি ! "
আমি জবাব দিলাম " বন্ধু , ২ বছর পরে আমার সাথে দেখা করিয়ো , রিকশার চাকার একটা স্পোক যদি পাস তাহলে কসম , আমি তোকে র্যাডীসন এ বূফে খাওয়াবো ! "
২১| ০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৩৪
শায়মা বলেছেন: বিশ্বখ্যাত পোরশে ব্র্যান্ড এর গাড়ি সবচাইতে পছন্দ হইসে।
জাগুয়ারটাও ভালো তবে ইয়েলো গাড়িটা পঁচা ইয়েলো ক্যাব টাইপ। মানুষ জন তো ভুল করে এই গাড়িকে ডেকে বসবে।
০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৫৮
মুঠোকাব্যর কবি বলেছেন: পোরশে ঈজ পোরশে !! এদের গাড়ীগুলো দেখতে যেমন সুন্দর , স্পীড ও একেবারে সেইরকম !!! জার্মান ইঞ্জিনিয়ারিং আইকন হিশেবে পরশের কদর বিশ্বব্যাপী !
" ইয়েলো গাড়িটা পঁচা ইয়েলো ক্যাব টাইপ। মানুষ জন তো ভুল করে এই গাড়িকে ডেকে বসবে। " হা হা হা
২২| ০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৩৬
ধূসরধ্রুব বলেছেন: ধানমন্ডিতে হলুদ পোরশেটা মাঝে মাঝেই দেখা যায়
০৫ ই মে, ২০১২ বিকাল ৫:০১
মুঠোকাব্যর কবি বলেছেন: হূম , ধানমণ্ডি , বনানী , গুলশান এ দেখবেন এইসব গাড়ী গুলোকে বেশী বেশী
ধন্যবাদ !
২৩| ০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৩৯
মুহিব বলেছেন: হ্যামার চালায় কারা বাংলাদেশে? নাম জানা আছে ভাই? একটু চিনে রাখতাম।
০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৩
মুঠোকাব্যর কবি বলেছেন: নাম বলতে চাইনাই , আবার কোন না কোন ঝামেলাই পরি
আচ্ছা ঠিকাছে বলে দিচ্ছি এম পি দের
নিচের এইটা ঢেউটিন চুরা খ্যাত ফালু আঙ্কেলের -
নিচের এইটা কুমিল্লার (সম্ভবত) এম পি কালাম আঙ্কেলের -
আর নিচের এইটা কন্টিনেন্টাল গ্রুপ এর মালিকের , নাম মনে পরছেনা আপাতত -
২৪| ০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৪২
মাইন রানা বলেছেন: এসব গাড়ি কত ভাঙ্গছি!!!!
এস এস এফ খেলতে গিয়ে
০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৬
মুঠোকাব্যর কবি বলেছেন: কত মারছি, কত ভাংসি আহা ......... কত মডিফাইড করছি !
২৫| ০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৪৩
ফয়সাল তূর্য বলেছেন: আমার কাছে বেস্ট গাড়ি আমার এই ভাঙ্গা গাড়িটাই!!
০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১০
মুঠোকাব্যর কবি বলেছেন: ভাই , আপনার গাড়ি হইল বাংলাদেশের রাস্তার উপযোগী সবচেয়ে বেস্ট কার , এঈটার সাথে ফেরারির রেস লাগান পুরান ঢাকা টু এয়ারপোর্ট , আপনার গাড়ি ই জিতবে !!!
ধন্যবাদ !
২৬| ০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৪৭
রাহি বলেছেন: জাগুয়ার
০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১২
মুঠোকাব্যর কবি বলেছেন: হুম জাগুয়ার আমার ও ফেভারিট ছিল , ইন্ডিয়ান মালিকানা হওয়ার পর আগ্রহ কমে গিয়েছে !
ধন্যবাদ !
২৭| ০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৫০
নাম দেবো না বলেছেন: আজও সাকিব নাই!
কেকেআর নিপাত যাক
০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৫
মুঠোকাব্যর কবি বলেছেন: ভাই , এইটা নিয়ে মানুষ কেন এতো চিল্লায় বুঝিনা.....
. এইটা হইল ফান টুর্নামেন্ট , প্লেয়ার রা এখানে স্রেফ টাকার জন্যে খেলে , সো সাকিব খেল্লেও কি না খেললেও কি ....... আসল টুর্নামেন্ট গুলোতে
ভালো খেলতে পারলেই হয় !
২৮| ০৫ ই মে, ২০১২ বিকাল ৫:২১
ফেলুদার চারমিনার বলেছেন: অস্থির পোস্ট
০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২১
মুঠোকাব্যর কবি বলেছেন: অস্থির কমেন্ট !
ধন্যবাদ !
২৯| ০৫ ই মে, ২০১২ বিকাল ৫:৪২
আমি বর্ষণ বলেছেন: আমার একটা পোরশে, দুটা মারসিডিস বেঞ্জ , একটা অ্যাসটন মারটিন, দুটা ল্যাম্বরঘিনি আর একটা করভেট আছে।
NFS মোস্ট ওয়ান্টেডে...
০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৩
মুঠোকাব্যর কবি বলেছেন: হেহ ! আমার কাছে কোইনসেগ গাড়ি আছে ...... ওয়ার্ল্ড এ যে মডেল এর গাড়ি মাত্র ৫০ টি বানানো হয়েছে !
(এন এফ এস এ অবশ্য )
ধন্যবাদ !
৩০| ০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: উত্তরারে মাসকট প্লাজার সামনে একবার একটা হামার দেখেছিলাম। ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল, আরেক গাড়ীর ব্যাটারী থেকে তার সংযোগ দিচ্ছিল ইঞ্জিন স্টার্ট দেয়ার জন্য!
মনে মনে ভেবেছিলাম, শালা হামার গাড়ীর একি দশা করেছে ওরা !!
০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৫
মুঠোকাব্যর কবি বলেছেন: হা হা হা ......
তবে ডাউন হওয়াটা স্বাভাবিক , এগুলো কম বের করে তো রাস্তায়, তাই
৩১| ০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১০
বটতলার টারজান বলেছেন: হামার প্রথমটা ছিল ফালু'র ! পরে নাকি বেচে দিছে !!
আমি কিনুম ডজ !!!
০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২০
মুঠোকাব্যর কবি বলেছেন: ভাই , এগুলোর ঠিক নাই , এইসব গাড়িয়ালারা নিজেদের মধ্যে আবার গাড়ি কেনা বেচা করে , যেমন উপরে দেয়া সাদা পরশে টা আগে নাভানার ছিল , পরে বেক্সিমকো কিনে নিয়েছে !
তবে আমার জানা মতে এটা এখনো ওনার পুত্রধন চালায়
ধন্যবাদ!
৩২| ০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৩
নাম দেবো না বলেছেন: ওয়েট বয়েস....
সামনে আমরাও গাড়ী চালামু। শুনলাম ডেষ্টনি গাড়ী ফ্যাটক্যারী বানাইচ্চে!
@লেখক, তত্বাবধায়কের আমলে কার যেন বএকটা হ্যামার বেওয়ারিশ ভাবে রাস্তায় পড়ে ছিল?
রাজনীতি করবার মন্চায়!
০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৭
মুঠোকাব্যর কবি বলেছেন: আবার জিগায়!
জী হলুদ হামার টা ......... বরিশালের রাস্তায়
৩৩| ০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
নাম দেবো না বলেছেন: @ লেখক, নিজেকে পন্ডিত ভাববেন না। পোষ্ট আমরাও দিতে পারি। আপনার পোষ্টের কাউন্টারে দিলাম এটা।
০৫ ই মে, ২০১২ রাত ৮:২০
মুঠোকাব্যর কবি বলেছেন: দেখলাম এবং হাসলাম ! গুড যব !
৩৪| ০৫ ই মে, ২০১২ রাত ৮:৪০
নাম দেবো না বলেছেন: ফেরারী ৬১২ জিটিও ভালো লাগে!
০৫ ই মে, ২০১২ রাত ৯:১১
মুঠোকাব্যর কবি বলেছেন: ইতালিয়ান গাড়ির মধ্যে কেন যেন ফেরারির চেয়ে আমার লেম্বরগিনি ই ভালো লাগে
৩৫| ০৫ ই মে, ২০১২ রাত ৮:৪১
আরজু পনি বলেছেন:
রাস্তায় আমি মানুষের বদলে অনেক সময়ই গাড়ী খেয়াল করি। কোন কোম্পানী, কত সালের, সিসি কতো হতে পারে, দাম কতো নিতে পারে এসব নানান জিনিস যতোটুকু পারি বোঝার চেষ্টা করি। কিন্তু আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আমি এতোদিন কিছুই দেখিনি
কয়েকদিন আগে ঢাকা ক্লাবে গাড়ির প্রদর্শণী হয়েছিলো, গিয়েছিলেন কি? ওখানকার কালেকশন দেখে মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো।
অনেক অনেক দারুণ পোস্ট!
০৫ ই মে, ২০১২ রাত ৯:০২
মুঠোকাব্যর কবি বলেছেন: বাহ আপনিও দেখি আমার মতো গাড়ি পাগল !
আরে আমিও তো সেম কাজ ই করি , হাতে ক্যামেরা থাকলে ছবি তুলি আর আমার কিছু গাড়িপ্রেমি বন্ধু বান্ধব আছে এই আর কি !
হুম যাওয়ার ইচ্ছে ছিল , কিন্তু চট্টগ্রাম ছিলাম তখন , তাই পারিনি যেতে
........ যদিও ছবি আছে
অনেক ধন্যবাদ !
৩৬| ০৫ ই মে, ২০১২ রাত ৮:৪৩
পাখা বলেছেন: ভাই-ডি আমার ফেরারী টা
প্রতি মাসে সিএনজী টেক্সী এক বার করে ঘসাদেয়/ঘসা খায়...
০৫ ই মে, ২০১২ রাত ৯:১২
মুঠোকাব্যর কবি বলেছেন: ভাই আসেনাই আপনার ছবি , আবার দেন , দেখি আপনার ফেরারি
ধন্যবাদ !
৩৭| ০৫ ই মে, ২০১২ রাত ৮:৪৫
নাম দেবো না বলেছেন: আপনার পোষ্টে ঢুকলেই মন খারাপ হয়ে যাচ্ছে, না ঢুকলেও ভালো লাগে না।
এখন সানগ্লাস পড়ে বসছি।
০৫ ই মে, ২০১২ রাত ৯:১৪
মুঠোকাব্যর কবি বলেছেন: হা হা হা ...... আরে কোন সমস্যা নেই , আসেন বসেন , আড্ডা দেন .......সামু তে গাড়ি সিন্ডিকেট কিভাবে করা যায় সে বিষয়ে মতামত দেন
৩৮| ০৫ ই মে, ২০১২ রাত ৮:৫২
মেহদী১০ বলেছেন: ভাই আপনি কুতি আছি ২টা পোস্ট দিয়াই তো সামু কাপাই দিছেন ।
তবে গাড়িগুলো দেখাইয়া যে দুঃখ বাড়ালেন এবার গাড়ি কিননা দেন
০৫ ই মে, ২০১২ রাত ৯:২০
মুঠোকাব্যর কবি বলেছেন: ভাই , সামুতে আমি পুরান পাপি ! ১৮প্লাস , ২১ প্লাস , অশ্লীল লিঙ্ক বিতরণ ,গালাগালি ছাড়া ও কিভাবে মোটামুটি পাঠযোগ্য পোস্ট দেয়া যায় .... জানা আছে !
আরে পারবেন পারবেন ! টেকা জমানো শুরু করেন , নাইলে ডেস্টিনি শুরু করেন
অনেক ধন্যবাদ !
৩৯| ০৫ ই মে, ২০১২ রাত ৯:৩৭
ফালাক বলেছেন: উদয় টাওয়ারের মালিকের একটা জাগুয়ার আছে। ছবি তুইলেন!
০৫ ই মে, ২০১২ রাত ১০:৫৪
মুঠোকাব্যর কবি বলেছেন: উদয় টাওয়ারের মালিকের জাগুয়ার ....... উপরের তিনটি হতে একটি হওয়ার সম্ভাবনা বেশি ........
জাগুয়ার এর অই এস টাইপ গাড়ি হইলে তেমন আহামরি কিছু না ....... পুরানো হইলে আলাদা কথা ........ জাগুয়ার বিখ্যাত তার ভিন্টেজ গাড়ির জন্যে
ধন্যবাদ !
৪০| ০৫ ই মে, ২০১২ রাত ৯:৫৭
ইন্সিত বলেছেন:
০৫ ই মে, ২০১২ রাত ১০:৫৫
মুঠোকাব্যর কবি বলেছেন: প্রিমিও ২০০৭/৮ আর ২০০৫ এর দুইটা গাড়ি ........ আপনার নাকি ? সুন্দর !
৪১| ০৫ ই মে, ২০১২ রাত ১০:১৩
নাম দেবো না বলেছেন: উরে গাড়ী রে গাড়ী!
০৫ ই মে, ২০১২ রাত ১০:৫৬
মুঠোকাব্যর কবি বলেছেন:
৪২| ০৫ ই মে, ২০১২ রাত ১০:২৯
লিন্কিন পার্ক বলেছেন: পোস্টে +
০৫ ই মে, ২০১২ রাত ১০:৫৬
মুঠোকাব্যর কবি বলেছেন: অনেক ধন্যবাদ !
৪৩| ০৫ ই মে, ২০১২ রাত ১০:৩৩
ফয়সাল তূর্য বলেছেন: আপনাদের গাড়ি সিন্ডিকেটে আমারে রাইখেন বস! এত দামী দামী গাড়ি নিয়া আইডিয়া কম আমার, তবে কম দামী সম্পর্কে মুটামুটি আইডিয়া রাখি।
০৫ ই মে, ২০১২ রাত ১০:৫৯
মুঠোকাব্যর কবি বলেছেন: আরে আমাদের গাড়ি সিন্ডিকেট এর আপনাকে প্রিমিয়াম মেম্বর বানালাম
! সদস্য এখন দুইজন ! আমি আর আপনি !
এখন শুধু ফেসবুক এ গ্রুপ করা আর স্ক্রিন শট নেয়া বাকি !!
হে হে
৪৪| ০৫ ই মে, ২০১২ রাত ১০:৪০
নাম দেবো না বলেছেন: পুরাই হিট হইয়া গ্যালো রে
০৫ ই মে, ২০১২ রাত ১১:০১
মুঠোকাব্যর কবি বলেছেন: বেশি হিট হইলে সমস্যা , মালিকের নামগুলি মুছে দিতে হইতে পারে তখন , কপিরাইট টপীরাইট নিয়েও কেচাল বাঁধতে পারে
৪৫| ০৫ ই মে, ২০১২ রাত ১০:৪৬
একজন ঘূণপোকা বলেছেন:
০৫ ই মে, ২০১২ রাত ১১:০১
মুঠোকাব্যর কবি বলেছেন:
৪৬| ০৫ ই মে, ২০১২ রাত ১১:০৫
ফয়সাল তূর্য বলেছেন: হাহাহা!
০৫ ই মে, ২০১২ রাত ১১:১৫
মুঠোকাব্যর কবি বলেছেন:
৪৭| ০৫ ই মে, ২০১২ রাত ১১:২৪
শহিদুল ইসলাম বলেছেন: সব গাড়ি ই তো পছন্দ হইয়া গেলগা
দাঁড়ান কাল্কেই সব কিন্না আন্তাসি
০৫ ই মে, ২০১২ রাত ১১:২৯
মুঠোকাব্যর কবি বলেছেন: উকে !
পরে আপনার গাড়িগুলি নিয়েও একটা পোস্ট দিয়া দিমু এনশাল্লাহ
৪৮| ০৬ ই মে, ২০১২ রাত ১২:০৮
নিঃশব্দ শিশির! বলেছেন: ছবি সূত্র ; CARS of bangladesh(FB),world motor showroom dhk ,google ,BDRC(FB),self-collection
...........
ধন্যবাদ.....!!
০৬ ই মে, ২০১২ দুপুর ১২:৩০
মুঠোকাব্যর কবি বলেছেন: হুম !
আপনাকেও !
৪৯| ০৬ ই মে, ২০১২ রাত ১২:৫০
মাহমুদা সোনিয়া বলেছেন: গরীবের রিক্সা ই ভালো!! :!> :!> :!>
০৬ ই মে, ২০১২ দুপুর ১২:৩১
মুঠোকাব্যর কবি বলেছেন: আবার জিগায় !
৫০| ০৬ ই মে, ২০১২ রাত ২:৪১
নাইটফল বলেছেন: আচ্ছা ভাই, কোন গাড়িগুলা আনা নিষিদ্ধ ?? একটা গাড়ি আনার ইচ্ছা ছিল।
০৬ ই মে, ২০১২ দুপুর ১২:৩৩
মুঠোকাব্যর কবি বলেছেন: হে হে ........... ১ম ও ২য় পর্বে যতগুলি গাড়ির কথা বলেছি .... আইন করে এদের আমদানি নিষিদ্ধ করা হয়েছিল !
ধন্যবাদ !
৫১| ০৬ ই মে, ২০১২ রাত ২:৪১
নাইটফল বলেছেন:
৫২| ০৬ ই মে, ২০১২ দুপুর ২:৩৩
অলস ঘোড়া বলেছেন: ভাই এগুলার লগে আমার Toyota ED এর একটা ছবিও কি লাগানো যায় না ???
০৬ ই মে, ২০১২ দুপুর ২:৩৭
মুঠোকাব্যর কবি বলেছেন: হুম যাবে , আপলোড করেন , লাগায়া দিবো !
৫৩| ০৬ ই মে, ২০১২ দুপুর ২:৫৩
নাইটফল বলেছেন: ক্যান নিষিদ্ধ করা হইছিল ???
০৬ ই মে, ২০১২ দুপুর ২:৫৮
মুঠোকাব্যর কবি বলেছেন: অতিমাত্রায় বিলাসবহুল বিধায়
আইনটি স্পিকার পাস করিয়েছিলেন অনেক আগে , এ সরকার আসার কিছু মাস পরে .......
৫৪| ০৬ ই মে, ২০১২ বিকাল ৩:০৭
নাম দেবো না বলেছেন: ভাই গাড়ী সিন্ডিকেটে আছি কইলাম।
গাড়ী সম্পর্কে কোন আইডিয়া নাই, তবে গাড়ীর চাক্কার সাথে যে ক্যাদা ল্যাদায় থাকে তাহা সম্পর্কে বিস্তর অভিজ্ঞতা আছে।
আমারে সিন্ডিকেটে রাখতেই হইবো, নাইলে কইলাম খেলব না।
আম্মুওওওওওওওওওও দেখ আমারে রাখে না
০৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৮
মুঠোকাব্যর কবি বলেছেন: ভ্রাতা , তুমি তো এই গ্রুপ এর ডীলাক্স মেম্বর
!!
ফেসবুক এ গ্রুপ ও তো খোলা হয়েছে ....... এখন সুধু জোট বেধে গালাগালি করা আর স্ক্রিন শট নেয়া বাকি !
৫৫| ০৭ ই মে, ২০১২ রাত ১২:২৬
০৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৬
মুঠোকাব্যর কবি বলেছেন: দেখিলাম ভ্রাতা ! জটিল লিখিয়াছ !!!
৫৬| ০৭ ই মে, ২০১২ রাত ১২:৩৭
নিঃসঙ্গ পথিক.. বলেছেন: ভাই আপনার নামের পাশের "অনুসরণ করুন" এ ক্লিক করাই লাগলো!! দারুন লেখা হচ্ছে, চালিয়ে যান।
০৮ ই মে, ২০১২ রাত ২:৩১
মুঠোকাব্যর কবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !
৫৭| ০৭ ই মে, ২০১২ রাত ৩:১৩
অচেতন নাগরিক বলেছেন: লেখক সাহেব, আপনি শুধু শুধু কেন পরশ্রীকাতরতায় ভূগিতেছেন, ইহা আমার এই ক্ষুদ্রবুদ্ধিতে আসিতেছেনা। যে সময় আপনি এই ধরনের পোষ্টে খরচ করিতেছেন ও পাবলিককেও করাইতেছেন (আমার ইতোমধ্যে ৫০ মিনিট গচ্চা গেছে), সেই সময় সবাই যার যার ভাগ্য উন্নয়নের চেষ্টা করিলেও হয়তোবা গাড়ি না হোক নিজের একটি রিকশা কিনিবার সামর্থ্য হইতেও পারিত।
উক্ত ধনীরা আমাদের দেশের যত টুকু ক্ষতি করিতেছে , তার চেয়েও বেশি করতেছে রাজনীতিবিদ ও বেকার যুবক-যুবতী-রা। আর আপনি যতগুলো গাড়ির কথা বললেন ঐ পরিমান টাকা ওনারা প্রতি মাসে গড়ে ওনাদের কোম্পানীতে বেতন দেয়। তাইি আমাদের মতো আদার ব্যাপারী-রা জাহাজ নিয়া মাতলামি (মাতামাতি) না করে আদা-র ফলন ও উহার বিক্রি নিয়া চিন্তায় মশগুল হওয়া অতিব উত্তম ও জরুরী বলিয়া মনে করিতেছি।
দয়া করে আমার মন্তব্যটি অন্যভাবে নিয়ে আবারো আপনার অতি মূল্যবান সময় নষ্ট করিবেন না।
৫৮| ০৭ ই মে, ২০১২ সকাল ৮:১৪
আনন্দ্ বলেছেন: ওনাদের টাকা আছে তাই শখও একটু দামী। ওনাদের শখ নিয়ে আমাদের হীনমন্যতায় ভোগার কোনও কারণ আছে বলে আমি মনে করি না।
তারপরও আপনাকে ধন্যবাদ অজানা তথ্য জানানোর জন্য।
০৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২০
মুঠোকাব্যর কবি বলেছেন: লেখক বলেছেন: হা হা ....
ভ্রাতা ,আমায় ভুল বুঝিওনা । উক্ত পোস্ট টির মাধ্যমে আমি সম্পূর্ণ আমার শকট -প্রেমের বহিঃপ্রকাশ ঘটাবার প্রয়াস চালিয়েছি .......... আর অন্য কোন অভিপ্রায় ছিলোনা ........
ধন্যবাদ !
৫৯| ০৭ ই মে, ২০১২ সকাল ১১:২৬
আশাবাদী বলেছেন: ভাই একটা হামার কিনতে মনচায়; কিন্তু সমস্যা হইল পকেটে একটা ঠেলাগাড়ী কেনার পয়সাও নাই।
০৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২১
মুঠোকাব্যর কবি বলেছেন: হা হা হা ......... হয়ে যাবে ইনশাল্লাহ , আপনি আশাবাদী মানুষ ... আশা ছারবেন না !
ধন্যবাদ !
৬০| ০৭ ই মে, ২০১২ বিকাল ৫:৫৪
অয়ন সরকার বলেছেন: আমি হতবাক। আমি বিস্মিত।
০৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২১
মুঠোকাব্যর কবি বলেছেন:
৬১| ০৭ ই মে, ২০১২ রাত ৮:১৫
দূর্লভ নিব্রাস আহমেদ বলেছেন: মিরপুরের পল্লবীতে একটা হামার আছে ! কালো হামার টা কি ঐটাই ??
০৭ ই মে, ২০১২ রাত ৮:২৭
মুঠোকাব্যর কবি বলেছেন:
হতে পারে !
৬২| ০৭ ই মে, ২০১২ রাত ৮:২৭
বড় ভাই ৯৫ বলেছেন:
পিরিয় তে নিবার জইন্নি লগিন কইরলাম
০৭ ই মে, ২০১২ রাত ৮:২৮
মুঠোকাব্যর কবি বলেছেন:
অনেক ধন্যবাদ !!
৬৩| ০৮ ই মে, ২০১২ রাত ২:৫৮
নিরব একজন বলেছেন:
৬৪| ০৮ ই মে, ২০১২ রাত ৩:০০
নিরব একজন বলেছেন: এটার দাম কত হবে বাংলাদেশে ?
০৮ ই মে, ২০১২ রাত ৩:১১
মুঠোকাব্যর কবি বলেছেন: এইটা তো এফ ৪৩০ , পুরানো মডেল ( ০৪-০৫) এর সম্ভবত , বেজ প্রাইজ $200,000(০৯ এর প্রাইজ) , বাংলাদেশে বৈধ ভাবে নিয়ে আসতে চাইলে ৮২১% ট্যাক্স ও আনুষঙ্গিক খরচ যোগ করে দেখুন, কত আসে .........
ধন্যবাদ !
৬৫| ০৯ ই মে, ২০১২ রাত ১০:০১
িনদাল বলেছেন: এইটাও সেইরকম !
১০ ই মে, ২০১২ রাত ১২:৫০
মুঠোকাব্যর কবি বলেছেন:
ধন্যবাদ ভাই !
৬৬| ১০ ই মে, ২০১২ বিকাল ৫:৫৪
সিউল রায়হান বলেছেন: একটা কমেন্ট কেউই কেন করলো না বুঝলাম না.......আমিই বলি: ঐ রিকশা ওই, ওই, দে, দে পোরশেটার গায়ে একটা খোঁচা দে
আমার টাকা হলে আমি একটা অডি-এ-এইট কিনবো, জীবনে প্রথম ভালো লাগা গাড়ি তাই এ-এইট না হলেও একটা অডি কিনতে চাই। জার্মানীতে, প্যারিসে অনেক অনেক সুপার কার দেখসিলাম চোখের সামনেই, এই পোস্ট দেখে তাই তেমন একটা হাহাকার লাগলো না.....
আপনার শকটপ্রেম দুর্দান্ত, এত গাড়ির নাম জানেন
১২ ই মে, ২০১২ রাত ১:৫৫
মুঠোকাব্যর কবি বলেছেন: সিউল রায়হান বলেছেন:ঐ রিকশা ওই, ওই, দে, দে পোরশেটার গায়ে একটা খোঁচা দে
এ এইট ক্যান , টাকা থাকলে একটা আর-এইট কিনে ফেলবেন !
জার্মানি হচ্ছে সুপার গাড়ি চালানর জন্যে সবচেয়ে পশ জায়গা , কারন কোন স্পিড লিমিট নাই ....... প্যারিস এর আছে কিনা জানিনা
হা হা ....... ভালো থাকবেন, ধন্যবাদ ভাই !
৬৭| ১০ ই মে, ২০১২ রাত ৮:৫৫
মাহী ফ্লোরা বলেছেন: বাপরে!
১২ ই মে, ২০১২ রাত ১:৫৬
মুঠোকাব্যর কবি বলেছেন:
আমার ব্লগ গ্যারাজে আপনাকে স্বাগতম , আপনার কবিতা ভালা পাই !
ধন্যবাদ !
৬৮| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০৮
আশিকুর রহমান অমিত বলেছেন: আপনার পোষ্ট পড়ে একটা পোরশের কিনার শখ জাগছে :#> :#>
৩৫ বছর পর কিনার প্ল্যান আছে যদি বেচে থাকি আর বাকি কন্ডিশন গুলো ঠিক থাকে
১২ ই মে, ২০১২ রাত ২:০০
মুঠোকাব্যর কবি বলেছেন: আর আমার একটা ল্যাম্বর গিনি আভেন্টেডর , একটা নিসান জি-টি-আর আর একটা বি এম ডব্লিউ এম থ্রি জী-টি-আর কেনার ইচ্ছে আছে
!!! ্য
হা হা ......ধন্যবাদ !
৬৯| ১২ ই মে, ২০১২ রাত ১১:৩১
সাগর চক্রবতী বলেছেন: বেন্টলি গাড়ি মালিক কতজন আছে বাংলাদেশে?
০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:১৫
মুঠোকাব্যর কবি বলেছেন: বেন্টলি গাড়ি আমার জানামতে বাংলাদেশে নাই ভাই !!!
৭০| ১৭ ই মে, ২০১২ সকাল ১০:২২
জিসসান বলেছেন: ক্রাইসলার গাড়িগুলা রে ভাই!! ওহ মডেল দেইখ্যা মাথা নষ্ট ম্যান। ভাবতাসি ভিক্ষ্যা করা শুরু করুম। টেকা টুকা জমায়া কিনা ফালামু ১টা ক্রাইসলার,হুহ কয়টেকা আর দাম
০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:১৬
মুঠোকাব্যর কবি বলেছেন: হা হা হা !
হূম , কিনে ফেলতে পারবেন , দাম অতো বেশী না !
৭১| ১৯ শে মে, ২০১২ সকাল ৯:২৭
ম্যাকানিক বলেছেন: ভাই আমার সাথে পরিচিত হওয়া বিদেশীদের আমি প্রায়ই ঝারি দেই(যেগুলা এশিয়ান হুইনা একটু নাক সিটকাইতে চায় তাদের)
ব্যাডা আমগো দ্যাশে যেই গাড়ী চলে সেগুলা তরা অখনও চক্ষেও দেহস নাই।
আপনার পোস্টটা এখন থেইকা সেইটার রেফারেন্স হিসাবে চালায় দিমু।
অহ আমগো লিপু আউলিয়ারে ত রিতিমত আমগো পাড়ার বড় ভাই বানায়া চালায়া দেই।অস্ট্রেলিয়াতে যে লিপু আউলিয়ার বিশাল বড় ভক্তকুল আছে সেইটা মনে হয় সে নিজেও জানে না আর সেই সাথে বাংলাদেশ ও তার ম্যাকানিকদের কাজ ও বেশ শ্রদ্ধাভরে দেখা হয়।
যাই হোক বাংলাদেশ প্রসংগে আসি
বাংলাদেশে সরকার অন্যায্য ভাবে গাড়ীর ট্যাক্স আকাশ এর উপ্রে তুইলা রাখছে যাতে সমাজের শ্রেনীভেদটা তীব্র থেকে তীব্রতর হয় অথচ এশিয়ার দেশ জাপানের কাছাকাছি থাকার সুবাদে গাড়ীর দাম কিন্তু তুলনামূলকভাবে কম হওয়ার কথা এবং যা বাংলাদেশের মধ্যবিত্ত সমাজের ক্রয় ক্ষমতার মধ্যে থাকার কথা কিন্তু বাস্তবে কাহিনি পুরাই উলটা।
অযথা ট্যাক্স আর পুরা চুদুর বুদুর নিয়ম কানুন বানায়া গাড়ী আজকে বাংলাদেশের মানুষের এক পক্ষের কাছে স্ট্যাটাস সিম্বল আরেক পক্ষের কাছে
ঘৃনার বস্তু মনে হয় যেনো গাড়ীই সব গরিবের রক্ত চুইষা খাইয়া ধোয়া কইরা ছাইরা দিতাছে।
০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:১৯
মুঠোকাব্যর কবি বলেছেন: একদম ঠিক কথা বলেছেন ভাই !
লীপূ ভাই কে নিয়ে একটা পোস্ট করার ইচ্ছে আছে , ওনার ফেবূ পেজে ইউকে তে ওনার জনপ্রিয়তা দেখি , আর দীর্ঘশ্বাস ফেলি !!!
অনেক ধন্যবাদ !
৭২| ২৫ শে মে, ২০১২ বিকাল ৪:২৪
দূর্যোধন বলেছেন: কঠিন অবস্থা !
০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:১৯
মুঠোকাব্যর কবি বলেছেন: পুরাই !
৭৩| ২৫ শে মে, ২০১২ বিকাল ৪:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: যে গাড়ী সৎ আয়ে কিনে, পুরো বাংলাদেশে বীরের মত চালাইতে পারুম সেই গাড়ী ই কিনুম। প্রয়োজন নছিমনও সই। রিকশা আমার ফেভারিট। আর ৯ নাম্বার বাসটার প্রেমে পইড়া গেছি। অথবা বিশ্ববিদ্যালয়ের যে কোন বাস।
০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:২০
মুঠোকাব্যর কবি বলেছেন: রাইট ! সম্পূর্ণ একমত !
৭৪| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:৩৬
হিবিজিবি বলেছেন: আমার এক ইতালীয়ান বন্ধুর সৌজন্যে একবার ফেরারীতে চড়ছিলাম কয়েক মিনিটের জন্য, মনের খায়েস মিটানোর জন্য!! একটা আনন্দ মিশ্রিত ভয় এই অনুভূতিটা পেয়েছিলাম!
এক ধরনের বিকট শব্দ করে ফেরারিগুলো যখন চলতে থাকে তখন বিরক্ত লাগে!
০৪ ঠা জুন, ২০১২ রাত ১১:০৮
মুঠোকাব্যর কবি বলেছেন: ওয়াও !!!
ফেরারি , লেম্বরগিনি এইশব ইতালিয়ান গাড়ির বিশেষ বৈশিষ্ট্য এই আওয়াজ বা শব্দ , কারন কোন প্রকার সাউন্ড ইন্সুলেটর ইউজ করা হয়না এইশব ব্র্যান্ড এর গাড়িতে ..............এই বিকট শব্দ ই অনেকের মনে ফিল ক্রিয়েট করে দেয় ...........
৭৫| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:১৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কত্ত বড় আর দামী গাড়ী !!!!!!!!!!
এটা শুধুই স্বপ্ন !!!!!!!
"আদার ব্যাপারী জাহাজের খবর নেয়",,,,,,,,,, এই অবস্থা আমার
১৮ ই জুন, ২০১২ রাত ১০:১৪
মুঠোকাব্যর কবি বলেছেন: "আদার ব্যাপারী জাহাজের খবর নেয়",,,,,,,,,, এই অবস্থা আমা
এই অবস্থা আমারও !
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে !
৭৬| ১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৯
রায়হান চৌঃ বলেছেন: ভা...., এই সব দামি গাড়ী গুলো চালানোর মতো রাস্তা কি ঢাকা শহরে আছে.....??
সত্যি কারে বলুন তো ওরা দিনের বেলায় বাহির হয় কি না....?
আর যদি রাতের বেলায়......!!
তবে আমার মনে হচ্ছে চোর এর সণ্গা টা নতুন করে আপডেট করে নিতে হবে.................।
১৮ ই জুন, ২০১২ রাত ১০:২০
মুঠোকাব্যর কবি বলেছেন: চালানোর রাস্তা আছে, এয়ারপোর্ট রোড , বসুন্ধরার ভিতরের রোড গুলি অনেক প্রশশ্ত আর ভালো , রেস হলে এইসব রোডেই বেশি হয়
দিনের বেলা এরা বের হয়, নরমাল গাড়ি নিয়ে, গভীর রাতেই বের হয় , তখন রাস্তা প্রায় ফাঁকা থাকে , গভীর রাতে ঢাকা সত্যিই অপরুপ ........ যাত্রাবাড়ী থেকে এক টানে এয়ারপোর্ট রোড ......... ভীষণ মজা !
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে !
৭৭| ২৬ শে জুন, ২০১২ বিকাল ৪:১৬
মদন বলেছেন: হামভি/হামার না থাকুক হ্যামার আছে
২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:৩০
মুঠোকাব্যর কবি বলেছেন: হা হা হা
৭৮| ২৬ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৪
রাইয়ান মনসুর বলেছেন: টাস্কিত হইলাম....
২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:৩১
মুঠোকাব্যর কবি বলেছেন: আরও হইবে , আমার ব্লগের সাথে থাকো !!!
৭৯| ২৬ শে জুন, ২০১২ রাত ৮:৫৮
রাসেল১৩ বলেছেন: শুধি টাসকিত হইলাম
এগুলা কি ?????????????????
এদের টাকার উৎস নিয়ে একটা পোষ্ট লিখে ফেলুন তো !
সবার জানা দরকার !
২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৫
মুঠোকাব্যর কবি বলেছেন: ওদের টাঁকার উৎস তো আমরাই !!!
আপনি সিএনজি ব্যাবহার করছি(নাভানা) , কাপড় পরছি(বেক্সিমকো) , টইলেট পেপার( বসুন্ধরা ) ব্যাবহার করছিনা??? !!!
৮০| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:০৫
রিফাত হোসেন বলেছেন: গাড়ি পালনের টাইম নাই. কাজ . ব্যায়াম , খাবার. ঘুম,পড়া , ব্লগ. খেলা . গেইম কম্পু............. টাইম কই ?
২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৫
মুঠোকাব্যর কবি বলেছেন: আসলেই , টাইম কই ??? :-< :-< :-<
৮১| ০২ রা আগস্ট, ২০১২ দুপুর ১:০৪
বাকপটু বলেছেন: হলুদ পোরশে টা দেইখা আমার পুরান আমলের হলুদ ট্যাক্সির কথা মনে পইরা গেলো
:-<
৮২| ১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:২৬
মু.ই.মা ইমন বলেছেন: উপমহাদেশ এ জাপানি গাড়ির আধিপত্যের কারনে এইশব গাড়ি অনেক কম আসে ........... কিন্তু বাংলাদেশ এ আসা ঠেকায় কে !!!
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১২ দুপুর ২:২৩
মুঠোকাব্যর কবি বলেছেন: কিছু ছবি-গত ও বানান-গত ভূল হৈয়াছে , এগুলো পরে ঠিক করিয়া দেয়া হৈবেক !