![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিস্তৃত জল রাশিতে মুক্তা ফোটানো চাঁদ এর আলো খেলা করার দৃশ্য আর আগের মত উপভোগ করা হয় না। এখন আবেগের রেল গাড়ী তে চড়ে ঝিমিয়ে ঝিমিয়ে সামনে এগোনো । প্রেম হীন ভালোবাসাময় এই পথ চলা দুই লাইন কবিতা ছাড়া আর কিছুই নয়। অস্তমিত সূর্যের দিকে তকিয়ে আমরা যখন শিক্ষা নিতে পারি না তখন পরকালের ভয় দেখানো যেমন মরীচিকা তেমনি নিজের একাকিত্তের উপর ভর করে জীবন পার করে দেওয়ার স্বপ্নও। যখন চার পাশের সব কিছু অর্থ হীন সংজ্ঞায় পরিপূর্ণ তখন বিজ্ঞানের জ্ঞান কপচানোই সারা। মোহ যেখানে চিন্তা শক্তি লোপ করে দেয় সেখানে আবেগ,এক ঘেয়েমি,একাকিত্ত আর নীরবতার বসবাস। এরই মাঝে বেঁচে থাকা… এক ফালি চাদের মত…মেঘ যাকে ঢেকে দিয়ে যায় বার বার…। আর এক টুকরো বিড়ি … সে তো জ্বালানো হয়েই গেছে… এখন শুধু শেষ হবার অপেক্ষায়…!
২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
আমার শৈশব বলেছেন: জীবন তো একটাই এইভাবে কি শেষ হতে দেওয়া ঠিক !!!! ?
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
বোকামন বলেছেন: আপনাকে খুবই হতাশ মনে হচ্ছে
জীবন তো একটাই এইভাবে কি শেষ হতে দেওয়া ঠিক !!!!