![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহ ।।
তুমি ভালোবাসো না আর...
তবে কি ... !?
তোমার দেহের জরা মনেও করেছে ভর...?
নাহ।।
তুমি হাসো না আর...
তবে কি...?
তোমার পালকের মন হতে চায় আজ পর...?
প্রিয়, আঁচল বিছায়ে দাও...
আছে যত মনে দেহে প্রেম...
সকলই নিয়ে নাও...
প্রিয়, যাও যদি দূরে যেতে চাও...
এই পরিপূর্ণ আমি তুমি হীনা শূন্য বড়...
যাও, যদি দূরে গিয়ে সুখ পাও...
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৫
আমার শৈশব বলেছেন: অনেক পুরোনো অভ্যাস ... এই দেখেন না এই খানেও দিয়ে দিছি ৩ টা করে ডট!!! টের ই পাইনি প্রথমে...!
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৮
ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগল । তবে, '...' গুলো অপ্রয়োজনীয় ।