নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদা সত্যের পথে, ন্যায়বান পথিকের সাথে।

Mynul Islam

student

Mynul Islam › বিস্তারিত পোস্টঃ

আর কত নগ্নতাকে সভ্যতা বলে চালিয়ে দিবেন..!!!

২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪


নগ্নতা আর সভ্যতা কথাদুটি একটি আরেকটি থেকে আলাদা, কোন ভাবেই একে অন্যের প্রতিশব্দ নয়, কিন্তু আমরা বর্তমানে নগ্ননাকে সভ্যতা বা ডিজিটাইলেজেশন নাসে যারা প্রচার করছেন কাজটা ঠিক হচ্ছে কিনা সেটা ভেবে দেখার সময় কবে আসবে, আর কত নগ্নতাকে সভ্যতা বলে প্রকাশ করা হবে আমার জানা নাই, সভ্যতা নামের নগ্নতাকে বন্ধ করুন, ভেবে দেখবেন আমরা কতটা ক্ষতির দিকে দৌড়ে আগাচ্ছি।
-
আমার কথাই বলি...!!
যখন পঞ্চম কিংবা ষষ্ঠ শ্রেনীতে পড়তাম প্রেম নামের কথা বুঝিনি তো দূরের কথা নাম শুনছি কিনা মনে নাই, আর বর্তমানে ষষ্ঠ শ্রেনীর ছাত্র ছাত্রীরা প্রেম নাম মরন ব্যধীতে হাবু-ডুবু খায়, ফেসবুক একাউন্ট তো থাকেই সাথে রিলেশনশীপ স্ট্যাটাস সহ।
.
লজ্জা নিবারন করা সবার জন্যই ফরজ, ছেলে-মেয়ে, পুরুষ-মহিলা সবার জন্য পর্দার বিশেষ বিধান নিয়ম নিতী রয়েছে, যেই সময়টাতে লজ্জা নিবারন করার জন্য আমরা লুঙ্গি পেচিয়ে হাটতাম, মাঝে মাঝে হাত দিয়ে ধরে হাটতাম, বর্তমান বয়সের ছেলে মেয়েরা বাহারি ডিজাইনের ছিড়া-ফারা পোষাক পরে বেহায়াপনা করে পার্কের ঝোপের পাশে।
-
যে বয়সে আমরা মারবেল নিয়ে হাতের মুঠোয় গুজে জোড়-বিজোড় খেলা খেলতাম আজ সেই বয়সের ছেলেরা নির্জন মাঠে কিংবা ঝোপের পাশে নেশার আড্ডা বসায়, কেউ কেউ আবার ফেসবুকে পোষ্ট দেয় মিস করি সেই হাড়ানো দিনগুলো, হায়রে সভ্যতা...!!!
-
যেই বয়সের ছেলে মেয়েদের সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসে থাকার কথা সেই বয়সের ছেলে মেয়েরা আজ সন্ধ্যার পরে যোগদান করে কনসার্ট কিংবা মেলাতে, শুধু তাই নয় ষষ্ট সপ্তম শ্রেনীর ছেলেরাও আজ ধর্ষকের খাতায় নাম লিখায়, যেখানে এ বয়সের কোন ছেলে বা মেয়ের এ বিষয়ে জ্ঞান থাকারই কথা নয়, (সেদিনের সাভারের ঘটনা) আর জন্য একমাত্র দায়ী নগ্নতা নামের সভ্যতা।
-
নগ্নতা নামের সভ্যতাকে না বলুন, সুন্দর কাজের প্রসারের মাধমেও হওয়া যায় সভ্য জাতী।
-
আমি আধুনিকতাকে সাধুবাদ জানাই কিছু ঘৃনা করি নগ্নতা নামক সভ্যতাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.