![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই তিন বছর আগের কথা, সেদিনও ছিল ১৬ ডিসেম্বর, সকল স্থানে সকাল হবার সাথে সাথেই জাতীয় পতাকা উড়তেছে, কিছু কিছু স্থানে রাত ১২ টা বাজতে না বাজতেই পতাকা উড়ানোর ব্যবস্থা করা হল।
-
তখন আমাদের উপজেলা শহরে বেশ বড়ই একটা দোকান ছিল, তার পাশেই ছিল আমাদের এলাকার আরেক কাকার দোকান, সকল দোকান গুলোতে পতাকা উড়তেছে শুধু পাশের কাকার দোকানেই নাই..!!
-
* কাকা আপনার দোকানে পতাকা কোথায়....?
- পতাকা যে হাড়িয়ে গেছে।
* গতকাল কিনলেন না কেন...?
- আমি ভাবছিলাম আছে, কিন্তু পাচ্ছি না।
* আপনার দোকানেরর সামনে পতাকা না উড়ালে যে সমস্যা হবে জানেন..?
- জানিতো, প্রশাসন বলছে টানাতে হবে।
* আচ্চা..! তবে আপনার স্বাধীনতার প্রতি একটুও ভালবাসা নাই...?
- দ্বীর্ঘশ্বাস নিয়ে, স্বাধীনতা....!!
-
পতাকা বিক্রি করবে এমন কাউকে পাওয়া গেল না যার দোকান থেকে পতাকা ক্রয় করবেন, অতঃপর দোকান অদ্য দিনের জন্য বন্ধ রইলো, যদি ১৬ ডিসেম্বরের মত প্রত্যেক দিন উড়ানো নিয়ম করা হত বিজয়ের পতাকা স্বাধীন বাংলায়, তবে মানুষের মনে স্বাধীনতা /বিজয়ের জয় গান থাকতো সব সময়, আমরা পেয়েছি অনেক কিছু কিন্কু স্বীকার করি না অনেক কিছু।
-
কেন এমন বিধান করা হয় না যে, প্রত্যেক দিন স্কুল,কলেজ,ভার্সিটি,সরকারী অফিস আদালতের পাশাপাশি সকল ব্যবসা বা অন্য সকল প্রতিষ্ঠানগুলোতেও পতাকা উড়ানোর ব্যবস্থা করতে হবে দিনের শুরুতেই।দুই তিন বছর আগের কথা, সেদিনও ছিল ১৬ ডিসেম্বর, সকল স্থানে সকাল হবার সাথে সাথেই জাতীয় পতাকা উড়তেছে, কিছু কিছু স্থানে রাত ১২ টা বাজতে না বাজতেই পতাকা উড়ানোর ব্যবস্থা করা হল।
-
তখন আমাদের উপজেলা শহরে বেশ বড়ই একটা দোকান ছিল, তার পাশেই ছিল আমাদের এলাকার আরেক কাকার দোকান, সকল দোকান গুলোতে পতাকা উড়তেছে শুধু পাশের কাকার দোকানেই নাই..!!
-
* কাকা আপনার দোকানে পতাকা কোথায়....?
- পতাকা যে হাড়িয়ে গেছে।
* গতকাল কিনলেন না কেন...?
- আমি ভাবছিলাম আছে, কিন্তু পাচ্ছি না।
* আপনার দোকানেরর সামনে পতাকা না উড়ালে যে সমস্যা হবে জানেন..?
- জানিতো, প্রশাসন বলছে টানাতে হবে।
* আচ্চা..! তবে আপনার স্বাধীনতার প্রতি একটুও ভালবাসা নাই...?
- দ্বীর্ঘশ্বাস নিয়ে, স্বাধীনতা....!!
-
পতাকা বিক্রি করবে এমন কাউকে পাওয়া গেল না যার দোকান থেকে পতাকা ক্রয় করবেন, অতঃপর দোকান অদ্য দিনের জন্য বন্ধ রইলো, যদি ১৬ ডিসেম্বরের মত প্রত্যেক দিন উড়ানো নিয়ম করা হত বিজয়ের পতাকা স্বাধীন বাংলায়, তবে মানুষের মনে স্বাধীনতা /বিজয়ের জয় গান থাকতো সব সময়, আমরা পেয়েছি অনেক কিছু কিন্কু স্বীকার করি না অনেক কিছু।
-
কেন এমন বিধান করা হয় না যে, প্রত্যেক দিন স্কুল,কলেজ,ভার্সিটি,সরকারী অফিস আদালতের পাশাপাশি সকল ব্যবসা বা অন্য সকল প্রতিষ্ঠানগুলোতেও পতাকা উড়ানোর ব্যবস্থা করতে হবে দিনের শুরুতেই।
©somewhere in net ltd.