![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কিছু মানুষকে কুকুরের সাথে তুলনা করে বলে দেই, ঐ মানুষগুলো কুকুরের মত যার তার সাথে মিলন ঘটায় যে কোন যায়, আপনি কি বড়ই ভূল করলেন, মূলত এরা কুকুর থেকেও নিকৃষ্ট জাতের।
-
আমি একটি বাড়িতে মেহমান হিসেবে অবতরন করেছিলাম, ঐ বাড়িতেই তাদের দুটো পোষা কুকুর ছিল, যার মধ্যে একটি ছিল গর্ববতী, কুকুরটি প্রসব বেদনায় এদিক ওদিক ছুটো ছুটো করতেছে, একটি নিরাপদ স্থানের জন্য, অবশেষে খুজে পেল খড়ের ঘরের মধ্যে খড়-কুটো কিন্তু, সেখান থেকে বাড় বাড় তাড়িয়ে দিচ্ছিলো ঘরের কর্তা, অতঃপর ঘরের কর্তা চলে যাবার পরে কুকুরটা সেখানে গিয়েই বাচ্চা প্রসব করলো।
-
কুকুরটি মেলামেশা করেছিল একাধিক কুকুরের সাথে, যেটা কুকুরের মধ্যে হয়েই থাকে, এমন কিছু মানুষও আছে একাধিক মানুষের সাথে মিলিত হয়, যৌবিক চাহিদা পুরনের জন্য, কিন্তু নির্দিষ্ট স্থান নির্ধারন করে না সন্তান প্রসব করার জন্য।
-
কুকুরটি বাচ্চা প্রসব করলো কিন্তু আগলে রাখলো তার বুকের মধ্যে, কিন্তু কিছু মানুষ সন্তান প্রসব করে হসপিটলে ফেলে দেয় ডাষ্টবিনে।
-
কুকুরের জ্ঞান নাই বলে সন্তারের মায়া বুঝে আর মানুষের জ্ঞান আছে বলেই তারা সন্তান ডাষ্টবিনে ফেলে দেয়, আচ্চা তোদের যদি এত জ্ঞান থেকেই থাকে তবে প্রথম দিকে কুকুরের সাথে তাল মিলিয়ে পরবর্তিতে কুকুরের চেয়েও কারাপ হওয়ার দরকার ছিল কি? জানা নাই এমন প্রশ্নের উত্তর আমার কাছে।
©somewhere in net ltd.